DIY-(এসো নিজে করি)//রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি।💐💐

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


আমার প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতি দিনের মতো আবার একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এই পোস্টটি হচ্ছে ডাই পোস্ট।সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির জন্য কাজে যেতেও দেরি হচ্ছিল।তো ভাবলাম যেহেতু কাজে যেতে দেরি হচ্ছে সেহেতু একটা ফুল তৈরি করি। যদিও প্রথমে হলুদ কাগজ দিয়ে একটা ছোট্ট ফুল তৈরি করেছিলাম।ভাবলাম আরেকটু বড় ফুল তৈরি করি এজন্য আবার লাল কাগজ দিয়ে আরেকটু বড় ফুল তৈরি করলাম এবং আপনাদের মাঝে এটা শেয়ার করলাম। এই ফুলটা আমার ছোট বাবু দেখলে অনেক খুশি হত এবং হাসতো খেলা করতো কিন্তু আমি আমার ছোট বাবু থেকে অনেক দূরে।যদিও প্রথমে ছোট বাবুর জন্য ফুল তৈরি করতে গিয়ে এখন নিজেই ফুল তৈরির একটা নেশায় আসক্তি হয়েছি।যাই হোক আশা করি ফুলটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন রঙিন কাগজ দিয়ে কিভাবে ফুলটা তৈরি করেছি তাই একবার দেখে নেওয়া যাক।

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল।

20240511_100547~2.jpg

আমি রঙিন কাগজ দিয়ে কিভাবে একটি ফুল তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। রঙিন কাগজ।
২। কেচি।
৩। ঘাম।
৪।গ্লু গান।
৫। স্কেল।
৬। কলম।
৭। কাঠি।

Picsart_24-05-11_18-24-22-234.jpg

যেহেতু আমি বড় সাইজের একটিমাত্র ফুল তৈরি করবো সেহেতু আমি চার টি লাল রংয়ের কাগজনিয়েছি। ফুলের পাতা এবং কান্ড তৈরির জন্য দুটি সবুজ রংয়ের কাগজ নিয়েছি। সব রঙিন কাগজগুলোই ছিল এ- ফোর সাইজের।কাগজ কাটার জন্য একটা কেচি এবং কিছু আাঠা/ঘাম, গ্লু গান,পরিমাপের জন্য স্কেল, দাগ দেওয়ার জন্য কলম,ফুলের পাপড়ি বাঁকা করার জন্য একটা কাঠি নিয়ে ফুল তৈরি করতে লাগলাম।


ধাপ-১

Picsart_24-05-11_19-29-07-557.jpg

Picsart_24-05-11_19-30-25-981.jpg

Picsart_24-05-11_19-31-40-037.jpg

Picsart_24-05-11_19-32-46-411.jpg

Picsart_24-05-11_19-34-15-874.jpg

Picsart_24-05-11_19-37-03-256.jpg

রঙিন কাগজগুলোকে আমি লম্বা ২০ সেন্টিমিটার এবং প্রস্থ ২০সেন্টিমিটার করে কেটে নিলাম। তারপর কোনাকুনি করে একবার ভাজ করলাম। আবার কোনাকুনি করে দ্বিতীয়বার ভাঁজ করলাম। তারপর আবার কোণাকুনি করে তৃতীয়বার ভাঁজ করলাম। এবং ঠিক মাঝখানে মাফ করার জন্য আবার একটা পার্ট ভাজ করলাম। সেই একটা পাঠ ভাজটা খুলে কলম দিয়ে ফুলের পাপড়ির আকৃতি করে দাগ দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে।


ধাপ-২

Picsart_24-05-11_19-38-23-015.jpg

Picsart_24-05-11_19-40-00-603.jpg

Picsart_24-05-11_19-41-22-619.jpg

Picsart_24-05-11_19-42-35-875.jpg

Picsart_24-05-11_19-44-05-733.jpg

দাগ দেওয়া সেই অংশ বরাবর কেটে চার পিস ফুলের পাপড়ি তৈরি করে নিলাম । তারপর প্রত্যেক ফুলের পাপড়ি প্রথমে এক পাপড়ি তারপরে দুই পাপড়ি তারপরে তিন পাপড়ি তারপরে চার পাপড়ি কেটে নিলাম।


ধাপ- ৩

Picsart_24-05-11_19-48-24-845.jpg

Picsart_24-05-11_19-45-40-139.jpg

20240511_090831~2.jpg

Picsart_24-05-11_19-49-58-536.jpg

Picsart_24-05-11_19-51-10-142.jpg

এবার কাঁঠির সাহায্যে ফুলের পাপড়িগুলো নিচের দিকে বাঁকা করে দিলাম। তারপর ঘাম দিয়ে পাপড়িগুলো জোড়া লাগিয়ে দিলাম। এবং টোটাল সাতটি পাপড়ি তৈরি করলাম যেভাবে আপনারা এখুন ফটোগ্রাফিতে দেখতে পারছেন।


ধাপ- ৪

Picsart_24-05-11_20-51-02-229.jpg

Picsart_24-05-11_19-53-33-201.jpg

Picsart_24-05-11_19-54-42-176.jpg

এবার পাপড়ি গুলো গ্লু গানের সাহায্যে একটার উপর আর একটা লাগিয়ে দিলাম।


ধাপ- ৫

20240511_083958~3.jpg

Picsart_24-05-11_19-21-35-863.jpg

Picsart_24-05-11_19-22-45-138.jpg

Picsart_24-05-11_19-24-22-730.jpg

Picsart_24-05-11_19-25-47-447.jpg

Picsart_24-05-11_19-20-02-204.jpg

Picsart_24-05-11_19-18-47-984.jpg

Picsart_24-05-11_19-17-21-553.jpg

এবার ফুলের কচি পাতা তৈরির জন্য ২০ সেন্টিমিটার বাই ২০ সেন্টিমিটার একটা সবুজ কাগজ নিলাম। কাগজটি প্রথমে কোনাকুনি ভাজ,দ্বিতীয়বার আবার কোনাকুনি ভাজ তারপর তিন ভাজ করলাম। কলম দিয়ে ফুলের কচি পাতার আকৃতি করে দাগ দিয়ে দিলাম যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর কেঁচি দিয়ে পাতাটা সেই দাগ বরাবর কেটে নিলাম।এবং কচি পাতাটা হালকা বাঁকা করার জন্য একটা পাপড়ি কেটে আরেকটার উপর ঘাম দিয়ে লাগিয়ে দিলাম। এবং ফুলের কচি পাতা তৈরি করে নিলাম।


ধাপ- ৬

Picsart_24-05-11_19-11-49-312.jpg

Picsart_24-05-11_19-10-01-467.jpg

Picsart_24-05-11_19-08-44-411.jpg

Picsart_24-05-11_19-07-28-509.jpg

Picsart_24-05-11_19-02-57-748.jpg

Picsart_24-05-11_19-01-30-029.jpg

Picsart_24-05-11_18-59-59-137.jpg

এবার পাতা তৈরি করার জন্য ২০ বাই ১৪ সেন্টিমিটার সবুজ কাগজ কেটে নিলাম। কাগজটি ঠিক মাঝখান দিয়ে একটি ভাজ দিলাম। তারপর পাতা আকৃতি করে কলম দিয়ে দাগ দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এরপর পাতাকৃতির দাগ বরাবর কেটে নিলাম এবং পাতার আকৃতি দেয়ার জন্য চতুর্দিক দিয়ে কুচি কুচি করে কেটে নিলাম।তারপর পাতাটিকে আরো আকর্ষণীয় করার জন্য ছোট ছোট করে ভাজ করে নিলাম।


ধাপ- ৭

Picsart_24-05-11_18-58-35-901.jpg

Picsart_24-05-11_18-57-20-194.jpg

Picsart_24-05-11_18-56-13-266.jpg

এবার পাতার কান্ড তৈরি করার জন্য ১০ বাই ৮ সেন্টিমিটার একটা সবুজ কাগজ কেটে নিলাম। এবং এক কোনা থেকে আরেক কোনা পর্যন্ত সুন্দর করে রাউন্ড করে দিলাম এবং শেষ মাথায় ঘাম দিয়ে লাগিয়ে দিলাম।


ধাপ- ৮

Picsart_24-05-11_19-11-49-312.jpg

Picsart_24-05-11_19-15-41-899.jpg

Picsart_24-05-11_19-14-21-364.jpg

Picsart_24-05-11_19-13-07-757.jpg

এবার ফুলের কান্ড তৈরির জন্য একটা এ ফোর সাইজের সবুজ কাগজ নিলাম এবং একটা লাঠির সাহায্যে কাগজটির এক কোনা থেকে আরেক কোনা পর্যন্ত গোল রাউন্ড করে দিলাম। এবং শেষের কোনায় গিয়ে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম।


সর্বশেষ ধাপ-

Picsart_24-05-11_18-53-28-398.jpg

Picsart_24-05-11_18-54-50-317.jpg

Picsart_24-05-11_18-51-59-114.jpg

Picsart_24-05-11_18-50-25-315.jpg

Picsart_24-05-11_18-40-37-437.jpg

20240511_100320~2.jpg

এবার ফুলের কান্ডটির মাথায় চার ভাগ করে কেটে ঘাম দিয়ে ফুলের গোড়ায় লাগিয়ে দিলাম। তারপরে ফুলের কচি পাতাগুলো কান্ডের ভেতর দিয়ে নিয়ে ফুলের গোড়ায় লাগিয়ে দিলাম। এবার ফুলের পাতার ছোট কান্ডগুলো ফুলের পাতার সাথে লাগিয়ে।তারপর ফুলের কান্ডের সাথে লাগিয়ে দিলাম। আর এভাবেই ফুলটি বানানোর শেষের ধাপে এসে পৌঁছাইলাম।


উপস্থাপন

Picsart_24-05-11_18-36-20-077.jpg

Picsart_24-05-11_18-26-25-218.jpg

রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ফুলটি তৈরি করতে পেরে আমার খুব ভাল লাগছে। ফুলটি দেখতে বেশ সুন্দর লাগছে। আমার ছোট বাবুর জন্য ফুল তৈরি করতে গিয়ে এখন ফুল তৈরির প্রতি আমার একটা নেশা তৈরি হয়েছে।যাইহোক রঙিন কাগজের সুন্দর ফুলটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই সুন্দর ফুলের পোস্টটি আপনাদের সবার ভাল লাগবে।বন্ধুরা, তো আজ এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হবো যে কোন একটা পোস্ট নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি ফুল টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল টি তৈরি করার চেষ্টা করেছেন।তবে, ফুলের মধ্যে ভিন্ন কালারের পেপার ব্যবহার করার জন্য অনেক সুন্দর লাগছে। আপনার তৈরি ফুল টি দেখে মনে হচ্ছে এটি বাস্তবের একটি গোলাপ ফুল।

 last month 

জি ভাই এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন। যেগুলো দেখে তো একেবারে সত্যিকারের ফুল মনে করেছিলাম প্রথমে। এরকমভাবে ফুল তৈরি করলে কিন্তু অনেক সুন্দর হয়। আপনি দুই কালারের ফুল তৈরি করেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। গোলাপ ফুল এমনিতেই অনেক বেশি পছন্দ করি আমি। আর আপনি গোলাপ ফুল তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো। গোলাপ ফুলের পাপড়ি ও কিন্তু অনেক সুন্দর ছিল একেবারে। আমার কাছে অসাধারণ লেগেছে পুরোটা।

 last month 

জি ভাই আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছিলাম সুন্দর করে ফুলটা তৈরি করার জন্য। আপনি এত সুন্দর একটা কমেন্ট করে পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last month 

রঙিন কাগজ দিয়ে সুন্দর ফুল তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। কাগজের ফুল তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last month 

জী ভাই সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last month 

আসলে রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিসগুলো বাচ্চারা পেলে খুবই খুশি হয় ।যেহেতু আপনি আপনার বাচ্চা থেকে অনেক দূরে রয়েছেন সেহেতু খারাপ লাগারই কথা ।কেননা এই ফুল দুটো আপনার বাচ্চা পেলে খুবই খুশি হতো ।যায় হোক আপনি চমৎকার দুটি রঙিন কাগজের ফুল তৈরি করেছেন ।দেখতে ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last month 

আপনি একদম ঠিক বলেছেন। ছোট বাবু ফুল দুইটা পেলে খুবই খুশি হতো খেলা করত।যাইহোক সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last month 

আপনি লাল এবং হলুদ কালারের বেশ সুন্দর দেখতে দুটি গোলাপ ফুল তৈরি করে দেখিয়েছেন। গোলাপ ফুল দুটোই দেখতে বেশ সুন্দর লেগেছে আমার কাছে। একই ডালে দুই কালারের গোলাপ ফুল লাগিয়ে দিছেন দেখছি। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর দেখতে গোলাপ ফুল তৈরি করার প্রসেসটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 last month 

এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি গোলাপ ফুল বানিয়েছেন। আপনার ফুল দুটি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে ফুল বানালে দেখতে খুব ভালো লাগে। আপনার ফুল দেখতে একদম বাস্তবের মতোই দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

জি আপু আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি ফুলটা সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য। এরকম গঠনমূলক একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last month 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করেছেন। সত্যি বলতে আপনার তৈরি ফুল দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। ফুল তৈরির প্রত্যেকটি স্টেপ আপনি বেশ সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন এবং উপস্থাপনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 last month 

জি ভাই আপনি ঠিক বলেছেন ফুল দুটো দেখতে বেশ সুন্দর লাগছিল। আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করেছি ফুল দুটো সুন্দর করার জন্য। এরকম গঠন মূলক মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

কাগজ দিয়ে খুব সুন্দর দুটি গোলাপ ফুল তৈরি করেছেন আপনি। দেখতে অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

জ্বী আপু আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। এত সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমার পাশে থেকে, আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61337.77
ETH 3390.52
USDT 1.00
SBD 2.47