ভিডিওগ্রাফি || দীর্ঘ অপেক্ষা পর ঢাকায় শান্তিময় বৃষ্টির ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ26 days ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।


IMG_20240506_100037.jpg

IMG_20240506_100111.jpg

বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবারের তাপমাত্রা ছিল অন্য অন্য বছরে তুলনায় অনেক গুণ বেশি। আর এত তাপমাত্রা ও গরমে জন জীবনের উপরে অনেক বড় প্রভাব ফেলেছে। মানুষ যেন রাস্তাঘাটে বের হতে পারছিল না। বিশেষ করে ঢাকায় যেন গরমের পরিমাণ এত বেশি ছিল যা বলার মতো না। কারণ ঢাকাতে গাছপালার পরিমাণ খুবই কম ছিল। আর মানুষ বেশি ছিল, আসলে ঢাকাতে মানুষ বেশি বসবাস করে,কলকারখানা অনেক বেশি যার কারণে ঢাকা শহরে অন্য অন্য শহরের তুলনায় বেশি গরম থাকে। তারপরে গাছপালা নেই আর এবার যেন ঢাকা শহরে গরমে মানুষের জনজীবনের জন্য অনেক বড় ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। মানুষ প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছিল। আর এই জন্যই মানুষ আল্লাহর তালার কাছে বৃষ্টির প্রার্থনা করতেছিল শান্তিময় বৃষ্টি জন্য। আর এই বৃষ্টি যেন নামতেই ছিল না। কিন্তু গতকাল রাতে যেন স্বস্তির বৃষ্টি নামলো। আর শান্তিময় এই বৃষ্টি চোখের সামনে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। মনে হচ্ছিল ছোটবেলায় ফিরে যায়। আর এই বৃষ্টিতে ভিজে যেন শরীরটাকে ঠান্ডা করি।সেই মুহূর্তগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে দীর্ঘ অপেক্ষার পর যদি কোন জিনিস পাওয়া হয়, তাহলে সেই জিনিসের প্রতি চাওয়া এবং ভালোলাগা থাকে। তাই ঢাকা শহরে এই বৃষ্টির মুহূর্তগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। সেই মুহূর্তের ভিডিও করে আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। এই ভিডিওগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে।


বৃষ্টি ভেজা শহরের ভিডিওগ্রাফি👇

গতকাল রাত ৯:৪৫ এর দিকে কিছু কাজের জন্য বাহিরে বেরিয়েছিলাম। তখন আকাশে মেঘের গর্জন এবং ঠান্ডা বাতাস বইতে ছিল। মনে হচ্ছিল আজকে বৃষ্টি নামবে। ঠিক কিছুক্ষনের মধ্যেই বৃষ্টি শুরু হল। আর প্রচন্ড বৃষ্টিতে যেন ঢাকা শহরের তাপমাত্রা অনেক কমে গেল। আসলে স্বস্তির এই বৃষ্টি সকলেরই মনের চাওয়া ছিল। যেন এই বৃষ্টিতে ভিজে শরীরটাকে ঠান্ডা করা হয়। আর প্রকৃতির মাঝে এই তাপমাত্রা কমে নতুন এক প্রকৃতি যেন সৃষ্টি হয়। আসলে বৃষ্টির এই অনুভূতি আমাদের হৃদয়ে যেন অনেকদিনের চাওয়া। এই অনুভূতি সত্যিই অসাধারণ ছিল। রাস্তায় দেখতে পেলাম অনেকেই বৃষ্টির পানিতে ভিজছে, তাদের এই ভেজার দৃশ্য দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো আমার।


IMG_20240506_100057.jpg

অবশেষে ঢাকা শহরে বৃষ্টির স্বস্তি নামলো। আসলে ঢাকা শহরের অন্যান্য এলাকায় দুই দিন আগে বৃষ্টি নেমেছে, কিন্তু আমি যে এলাকায় থাকি সেই এলাকায় বৃষ্টি নামে ছিল না। গতকাল রাতে যখন এই বৃষ্টি নামলো তখন খুবই ভালো লাগলো। বৃষ্টির এই মুহূর্ত আমার অনেক বেশি ভালো লেগেছে। মুহূর্তের মধ্যে পরিবেশটা ঠান্ডা এবং অনেক সুন্দর পরিবেশ এর সৃষ্টি হল। আর এই বৃষ্টিময় রাতে বাসায় গিয়ে অনেক ভালো ঘুম হয়েছে, কারণ চারপাশে যেন ঠান্ডা পরিবেশ ছিল। অন্যান্য রাতের তুলনায় আজকের রাতটা ছিল সত্যিই অসাধারণ। আর এই মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Posted using SteemPro Mobile

Sort:  
 26 days ago 

এত বেশি গরমের পর এরকম বৃষ্টি আসলেই স্বস্তির। অবশেষে ঢাকাতেও বৃষ্টি হলো। আমাদের গাজীপুরের এদিকেও দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া এখন অনেকটাই ঠান্ডা। আর সারাদিনই মেঘলা আকাশ। অতিরিক্ত গরমের পর এরকম পরিবেশ আসলেই প্রশান্তি আনে। আপনার ভিডিওগ্রাফি টা দেখে ভালো লাগলো। বিশেষ করে ভিডিওতে বৃষ্টির সাউন্ডটা শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 26 days ago 

জি আপু আমার ভিডিওটা দেখে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 26 days ago 

গতকাল রাতে ঢাকা সহ অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জেও মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে তবে শুনেছি ঢাকাতে নাকি শিলা বৃষ্টি হয়েছে। কিছুদিন আগেও পরিবেশটা অনেক বেশি উষ্ণ ছিল সকলেই বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার করছিল তারপরও কোথাও বৃষ্টির দেখা মিলছিল না। হঠাৎ করেই এখন মোটামুটি ভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। খুবই দারুণ একটা ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 26 days ago 

আপনার ভিডিওটা দেখে তো মনে হচ্ছে গতকাল রাতে ঢাকা শহরে বেশ ভালই বৃষ্টি হয়েছিল। বৃষ্টি দেখে বেশ স্বস্তি অনুভব হচ্ছে। আমাদের এখানে এখন পর্যন্ত বৃষ্টির কোন দেখা নেই জানিনা আমাদের এখানে কবে বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় চেষ্টা করব বৃষ্টির পানিতে একটু গা ভিজিয়ে নেওয়ার জন্য। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 26 days ago 

গতকাল রাতে ঢাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যদিও অনেক বিদ্যুৎ চমকানোর দেখতে পেরেছি। ঢাকায় তাপ দাহের কারণে অনেক গরম পড়েছে। বৃষ্টি হওয়ার পর পরিবেশটা অনেকটা শান্ত লাগলো। সুন্দর একটি পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 26 days ago 

জি ভাই বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। গতকাল বৃষ্টির মধ্যে অনেক শিলও পড়েছিল। যাইহোক ভিডিওটা দেখে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 26 days ago 

আপনাদের ঢাকাতে বৃষ্টি হয়েছে দেখে ভালো লাগলো ভাইয়া। কিন্তু আমাদের এখানে এখনো কোনো বৃষ্টির নাম গন্ধ নেই। সকাল থেকে বাতাস হয়েছে মোটামুটি। তবে কবে যে বৃষ্টি হবে কে জানে। অনেক অনেক ভালো লাগলো আপনার এই আনন্দের ভিডিও দেখে।

 26 days ago 

জি আপু বৃষ্টির মুহূর্তটা আমি বাইরে ছিলাম এজন্য অনেক ভালো লেগেছিল। অনেক লোক জন বৃষ্টিতে ভিজছিল এবং আনন্দ উপভোগ করছিল। সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 26 days ago 

আপনার এই ভিডিওগ্রাফিটি দেখে আমার মনের মধ্যে কেমন একটা শীতলতা অনুভব হয়ে গেল। আসলে আশপাশের এলাকায় শুধু শুনছি যে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে এখনো বৃষ্টি হয়নি। তবে আজকে আপনার এই বৃষ্টির ভিডিওগ্রাফিটি দেখে আমি নিশ্চিত যে খুব দ্রুত আমাদের এখানেও কাঙ্খিত বৃষ্টি শুরু হয়ে যাবে। চমৎকার একটি ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 26 days ago 

অবশেষে দীর্ঘ দিন গরমের ভোগান্তির শেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি।এই বৃষ্টি রাজধানীতে বসবাস করা সকলের জন্য অনেক উপকারী। বেশ কিছুদিন ধরে ঢাকার মানুষের একদম কষ্ট হয়ে পড়ছিল। অবশেষে রাজধানী কে সৃষ্টিকর্তা শীতল করে দিলেন। তবে এই বৃষ্টি কালীন সময়ে আমাদের কে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।

 26 days ago 

বৃষ্টি আসলেই অনেক স্বস্তির। এত তাপপ্রবাহের পর এই বৃষ্টি আমাদের সকলেরই খুবই প্রয়োজন ছিল।
সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67488.06
ETH 3761.44
USDT 1.00
SBD 3.56