🥀 ষড়ঋতুর বর্ষাকাল। |
আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ... |
🌺ডাই পোস্ট। |
অনেক পুরনো একটি প্রবাদ বাক্য আছে। বাক্যটি হলো একসঙ্গে দুটো থালা থাকলে মাঝে মাঝে ঝনঝন করেই ওঠে। এটা কিন্তু আমার কাছে মনে হয় একদমই সত্য কথা। দুটো মানুষ একই ছাদের নিচে একইসঙ্গে থাকলে মাঝে মাঝে একটু রাগারাগি মান অভিমান হতেই পারে। তবে এই যে এই মান অভিমানের পালা এই রাগারাগির পালা বেশিক্ষণ টিকিয়ে না রাখাই ভালো। সম্পর্কের মাঝে একটু রাগারাগি মান অভিমান হলে অবশ্য সম্পর্ক মজবুত হয় বটে। তবে ভিতরে ভিতরে রাগ পুষে রাখা আর প্রকাশ্যে রাগ প্রকাশ করে দেওয়ার মাঝে অনেক তফাৎ রয়েছে। আর এই গুমড়ে গুমড়ে যে রাগের সৃষ্টি হয় আমার মতে সেটি হচ্ছে অভিমান। আর এই অভিমান মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। অভিমান টিকে থাকে অনেকদিন আর রাগ ক্ষণিকের জন্য। মান অভিমানে হলে মন চায় তার প্রিয় মানুষটি এসে তার না বলার আগেই বুঝে যাক কেন সে তার প্রতি অভিমান করেছে। অনেক ক্ষেত্রে প্রিয় মানুষটির বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায় আর এদিকে ধীরে ধীরে অভিমান বাড়তেই থাকে। তবে যাই হোক অভিমানের গানই বাজুক আর রাগের গান বাজুক না কেন একটা সময় কিন্তু ঠিকই হার মেনে নিতে হয় ওই প্রিয় মানুষটার কাছে। একেই বলে ভালোবাসা মনের টান। এমন ভালোবাসা বেঁচে থাকুক প্রতিটি সম্পর্কের মাঝে। যাইহোক আমি আজ আপনাদের মাঝে একটি ইউনিক ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ডাইটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগ,,,
ক্রমিক নম্বর | উপাদান |
১ | মোজা। |
২ | কেঁচি। |
৩ | সুঁচ। |
৪ | সুতা। |
৫ | তুলা। |
প্রথমে একটি মোজা কেটে পুতুলের পায়ের শেপ দিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে তুলা দিয়ে ভালোভাবে সেলাই করে নিয়েছি।
এবার পুতুলের মাথা তৈরী করে নিয়েছি।
এবার পুতুলের চোখ লাগিয়ে নিয়েছি।
এবার পুতুলের মাথার সাথে কান লাগিয়ে নিয়েছি।
এবার পুতুলের পা ও লেজের জন্য আরেকটি মোজা কেটে নিয়েছি।
এবার পা ও লেজ গুলো সেলাই করে নিয়েছি।
এবার পুতুলের সাথে হাত ও লেজ লাগিয়ে নিয়েছি এবং একটি ফুল দিয়ে ছবি তুলেছি৷ এভাবেই আমি মোজা দিয়ে পুতুলটি তৈরি করে নিয়েছি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
ডিভাইস | redmi12 |
লোকেশন | মেহেরপুর |
ফটোগ্রাফি | ডাই পোস্ট |
👩🦰আমার নিজের পরিচয়👩🦰
আমি মাহমুদা রত্না। আমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামের মেয়ে। আর মেহেরপুর জেলার গাংনী থানার জুগীরগোফা গ্রামের বউ। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন করছি কুষ্টিয়া গর্ভমেন্ট কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে,ক্রাফট এর কাজ করতে অনেক পছন্দ করি। বর্তমানে আমি ফ্রীল্যান্সিং সেক্টরে ডিজাইন এবং এসইও পদে কাজ করছি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (১৯ - ১১ - ২০২৩) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
বাহ্ মোজা দিয়ে খুব সুন্দর পুতুল তৈরি করেছেন। মোজা দিয়ে পুতুল বিষয়টা ভীষণ ইউনিক। তুলা এবং মোজার কম্বিনেশনে দারুনভাবে পুতুলটি ফুটিয়ে তুলেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনি মনে হয় অন্য কোনো পোস্টের লেখা এখানে এড করেছেন। কারণ ডাই সম্পর্কে কোনো কথাই আপনার পোস্টের মধ্যে নেই। যাই হোক আপনার এই আইডিয়াটা খুবই ইউনিক লেগেছে। মোজা দিয়ে খুব সুন্দর একটি পুতুল বানিয়েছেন। পুরোনো জিনিস ফেলে না দিয়ে কাজে লাগাতে পারলে আমার কাছেও অনেক ভালো লাগে। এই ধরনের ইউনিক পোস্ট বানাতে ও দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
না আপু আমি অন্য কোনো পোস্টের লেখা এখানে এড করি নাই। যাইহোক ধন্যবাদ আপনাকে।
মোজা ব্যবহার করে এই ধরনের সুন্দর সুন্দর পুতুলগুলো তৈরি করা হলে দেখতে অনেক ভালো লাগে। আজ আপনি অনেক কিউট একটা পুতুল তৈরি করেছেন। আপনার তৈরি করা এই পুতুলটা দেখতে অসম্ভব ভালো লেগেছে। ছোট বাচ্চাদেরকে যদি আপনি এই পুতুল টা দেন তাহলে তো অনেক খুশি হয়ে যাবে। বাচ্চারা এই ধরনের পুতুলগুলো দিয়ে খেলা করতে বেশি পছন্দ করে। এই ধরনের ডাইগুলো দক্ষতার সাথে তৈরি করলে অনেক সুন্দর হয়। মজা দিয়ে পুতুল তৈরি করার আইডিয়াটা খুবই ভালো ছিল। আপনার আইডিয়া দেখে সত্যি মুগ্ধ হলাম আমি।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
মোজা দিয়ে এরকম পুতুল তৈরি আমি দেখেছিলাম। আমার কাছে কিন্তু এই আইডিয়াটা বেশ ভালোই লেগেছে আপনার। ইউনিক একটা আইডিয়া থেকে আপনি এই সুন্দর পুতুলটা তৈরি করে ফেলেছেন। এই পুতুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। অনেক কিউট ভাবেই পুতুলটাকে আপনি তৈরি করেছেন। অনেক বড় বড় করে পুতুলের দুইটা কানও দিয়েছেন আপনি। তার কারণে এটা দেখতে আরো ভালো লাগতেছে। এরকম ভাবে আরো অনেকগুলো পুতুল তৈরি করতে পারবেন পুরাতন মোজা ব্যবহার করে।
ধন্যবাদ ভাইয়া উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
মাঝে মাঝে মনে হয় মানিয়ে নেওয়া কিংবা মেনে নেওয়ার নামই হচ্ছে জীবন। তবে মাঝে মাঝে মানিয়ে নিতে নিতে জীবনের শেষ পর্যায়ে চলে আসি আমরা। যাই হোক আপু আপনি মোজা দিয়ে খুব সুন্দর করে পুতুল তৈরি করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো।
জি আপু আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।