লাইফ স্টাইল- ছোট বোনের স্টিমিটের টাকায় ঈদ উপহার || lifestyle by @maksudakawsar ||

in আমার বাংলা ব্লগlast month (edited)

আসসালামু আলাইকুম

মাঝে মাঝে নিজেকে বেশ অসহায় মনে হয়। কারন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সব কিছু থাকার পরও যেন মনে হয় তার কিছুই নেই। আর তাদের মাঝে আজ নিজেকে একজন মনে হয়। এত সুখী একজন মানুষ আমি। চারদিকে এত ভালোবাসার হাতছানি। তবুও মাঝে মাঝে নিজেকে বেশ অসুখী মনে হয়। এটা মনে হয় বিধাতার সৃষ্টি করা একটি নিয়ম। আর সেই নিয়েমের বেড়া জ্বালে আমরাও পড়ে আছি।

বন্ধুরা কেমন আছেন আপনারা? বেশ ভালো আছেন তাই না। আমিও আলহামদুলিল্লাহ বেশ আছি। শুধুমাত্র গতকাল ভাতের মাড় গালতে গিয়ে হাতটা পুড়িয়ে ছাইঁ করে দিলাম। কি যে জ্বালা আর যন্ত্রণা সেটা কেবল আমিই টের পেয়েছি। তবুও ভালো আছি। না আজ আমি আপনাদের মাঝে এই বিষয় নিয়ে আসিনি। প্রতি সপ্তাহের মতো করে আমি আজও আপনাদের মাঝে একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে চলে আসলাম। আশা করি আজকের লাইফ স্টাইল পোস্টটি আপনাদের বেশ ভালো লাগবে।

image.png

image.png

ছোট বোনের স্টিমিটের টাকায় ঈদ উপহার

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

আমার মতে পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রেম হলো বোনের প্রতি বোনের প্রেম। যার বোন নেই সেই কেবল বুঝে বোন না থাকার যন্ত্রণা কতটুকু কষ্টের। সেই দিক থেকে আমি বেশ ভাগ্যবতী। জীবনে আর কিছু পাই আর না পাই বোনের ভালোবাসা কিন্তু আমি সত্যিকারের অর্থে অনেক পেয়েছি। সেই ছেলেবেলা থেকেই আমি আমার বোনদের কাছে বেশ আদরের। আজও পর্যন্ত এমন কোন দিন নেই যে বাসায় মজাদার কোন আইটেম করা হলে তার ভাগ হতে আমি বঞ্চিত হয়েছি। আর তাই তো এই দিক থেকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

আমাদের কমিউনিটির নতুন একজন ভেরিফাইড মেম্বার হলো @mahfuzanila। যিনি কিনা গত দুই বছর আগে আমার সাথেই একত্রে এই কমিউনিটিতে কাজ করার জন্য পোস্ট করেছিল। কিন্তু পড়াশুনার চাপের কারনে তখন সে আর এই কমিউনিটিতে কন্টিনিউ করতে পারেনি। অবশ্য পরবর্তীতে আমি বেশ জোড় করেও তাকে আর এখানে কাজ করার জন্য রাজি করাতে পারিনি। তারপর কেটে গেলে সময়। এক সময় তাকে বেশ বুঝিয়ে এখানে কাজ করানোর বিষয়ে রাজি করাতে পেরেছি। যার জন্য তাকে আমি বিভিন্ন ভাবে সাহসও যুগিয়েছি। আর আমার উৎসাহ আর উদ্দীপনায় এবং নিজের অক্লান্ত পরিশ্রমে সে আজ এই কমিউনিটির একজন ভেরিফাইড মেম্বার। পড়াশুনার পাশাপাশি সে এখন কমিউনিটিতে মোটামুটি ভালোই কাজ করছে।

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

কমিউনিটিতে কাজ করে এবার ছোট বোন বেশ কিছু টাকা আয়ও করেছে। তার জীবনের প্রথম ইনকামের টাকা যখন সে নিজের হাতে তুললো তখন তার চোখে মুখে কি যে আনন্দের ছোয়াঁ সেটা আপনাদের কে বুঝিয়ে বলতে পারবো না। আসলে প্রতিটি মানুষই চায় তার কাজের স্বীকৃতি। আর সেই স্বীকৃতির বিনিময়ে যখন সে তার জীবন কে বদলে দেওয়ার পথ খুঁজে পায় তখন তাকে আর কেউ পিছনে টানতে পারে না। দোয়া রইল ছোট বোন @ mahfuzanila এর জন্য, সে যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে।

image.png

image.png

picture credit --@maksudakawsar
Camera-Vivo-Y22s

তবে কমিউনিটিতে কাজ করার আয় হতে সে কি করবে তার একটি তালিকা সে আগে থেকেই তৈরি করে রেখেছিল। তার তালিকায় ছিল ‍মৃত মা- বাবা আর বড় ভাইয়ের নামে কিছু সদকা করা এবং পরিবারের সকলকে কিছু করে উপহার দেওয়া। আর তাই তো এবার তার সাথে কয়েকবার আমাকে শপিং এ যেতে হয়েছে। তবে সবার উপহারের সাথে সাথে আমার কথা এবং আপনাদের ভাইয়ার কথা কিন্তু একদম ভুলেনি। বেশ জোড় করেও আমাকে কোন থ্রি-পিছ কিনে দিতে পারেনি। ছোট বোনের ইনকাম হতে থ্রি-পিছ কিনবো এ কেমন কথা। খুব জোড় করার পর নিজের পছন্দ মত একটি ঘড়ি কিনে নিলাম। কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আমাকে না জিজ্ঞেস করেই খুব সুন্দর একটি শার্ট এবং সুন্দর একটি প্যান্ট কিনে দিলো। আচ্ছা আপনারাই বলেন তো এটা কি ঠিক হলো? কিন্তু কি জানেন? এই যে কমিউনিটি হতে এত গুলো টাকা তুললো, তা দিয়ে বেচারি নিজের জন্য কোন কিছুই কিনলো না। এটাই আমার কষ্ট।

শেষ কথা

আসলে সত্য বলতে এমন উপহার গুলো যদিও মনের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে, তবুও কিছু কষ্ট তো থেকেই যায়। যখন বুঝলাম বোনটি আমার অনলাইন হতে জীবনের প্রথম ইনকাম হতে নিজের জন্য কিছুই কিনতে পারলো না। তখন আমার কষ্টটা একটু বেড়েই গেল। তাই দোয়া করি আগামীতে আরও ভালো কাজ করে নিজের জন্য কিছু কিনে যাতে সে আনন্দ পায়।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে।

image.png

Screenshot_1.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

মাঝে মাঝে হাজারো অপূর্ণতার মাঝে কিছু পূর্ণতা পেতে ভালো লাগে। কিংবা হাজারো পূর্ণতার মাঝে অপূর্ণতা থেকেই যায়। যাইহোক আপু তবুও আমরা সবকিছু মিলিয়ে ভালো থাকতে চাই। ছোট বোনের স্টিমিটের টাকায় ঈদ উপহার দেওয়ার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো আপু।

 last month 

বেশ সুন্দর করে আপনি মন্তব্যটি করেছেন আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last month 
 last month 

ঈদের কেনাকাটার বিষয়টা যাই হোক তবে জানতে পারলাম মাহফুজা আপনার বোন। খুব ভালো লাগলো বোনকে বুঝিয়ে শুনিয়ে তারপরেও যে এখানে কাজে অংশগ্রহণ করাতে পেরেছেন। আর সেই টাকা উঠিয়ে আজকে আপনারা ঈদের শপিং করেছিলেন। খুবই ভালো লাগলো বিস্তারিত জেনে।

 last month 

আপু এমন ‍সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last month 

একটা ছোট বোন থাকা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। কেননা হাসি কান্না মারামারি ঝগড়াঝাঁটি সবকিছু মিলেই ঘিরে থাকে আমাদের বোনদের দুষ্টুমি। আপু আপনার ছোট বোন স্টিমেট থেকে টাকা তুলে অনেকগুলো ঈদের উপহার কিনেছে। আপনার ছোট বোন আপনাকে একটি ঘড়ি কিনে দিয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। তাছাড়া এটা আপনি ঠিকই বলেছেন বড় বোন হয়ে ছোট বোনের ইনকামের টাকা থেকে কিছু নেওয়া সত্যি একটু কেমন লাগে। আপনার পুরো পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

 last month 

পোস্টটি পড়ে এমন সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last month 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে উপহার তো উপহারই৷ আপনার ছোট বোনের স্টিমিট এর টাকা উঠিয়ে আপনার জন্য খুব সুন্দর একটি ঘড়ি গিফট করেছে শুনে খুবই ভালো লাগলো৷ আসলে ছোট বোনের এরকম সাফল্য দেখে আমাদের সকলেরই ভালো লাগে৷ আর ছোট বোন থাকাটাও একটা ভাগ্যের ব্যাপার।

 last month 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

ছোট বোনের কাছ থেকে পাওয়া গিফট ও লেখাগুলো পড়ে অনেক কিছু জানা হলো। এতো খুব খুশির বিষয়।ছোট বোন গিফট করেছে।সুন্দর হয়েছে গিফট গুলো।মন খারাপ করবেন না।আপনি আবার টাকা তুলে বোনকে কিছু গিফট দিয়েন।ভালো লাগলো অনুভূতি গুলো পড়ে।

 last month 

ধন্যবাদ আপু মনের অনুভূতি গুলো বুঝার জন্য। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

মাহফুজানীলা আপুর সাথে মাঝে মাঝেই আমার চ্যাটিং হয়। তবে সে যে আপনার বোন হয়,সেটা তো জানতাম না। আজকে প্রথম জানলাম। যায়হোক সে নিজের প্রথম ইনকামের টাকা দিয়ে সবার জন্যই গিফট কিনেছে। শুনে খুবই খুশি হয়েছি। গত ঈদে সবাই স্টিমিট থেকে ইনকাম করে অনেক শখ পুরন করেছে। ধন্যবাদ।

 last month 

কি বলেন আপনি আজকে জানলেন এটা? ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70820.99
ETH 3797.36
USDT 1.00
SBD 3.46