দ্বিতীয় ডলফিন অর্জন এবং পাওয়ার আপ সিজন-৫ এর লক্ষ্য নির্ধারণ

in আমার বাংলা ব্লগ8 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? বেশ ভালো আছেন তো তাই না? আমি কিন্তু ভালো আর মন্দ সব মিলিয়েই দিন পার করছি। মানে চলে যাচ্ছি। তবে দেখতে দেখতে চলে গেল পুরানো বছর। আর চলে আসলো নতুন বছর। নতুন বছরে আমাদের সকলেরই রয়েছে হাজারও স্বপ্ন এবং আশা। আমরা সবাই আমাদের আশা গুলোকে বাচিঁয়ে রাখতে প্রাণপন যুদ্ধ করে যাবো ইনশাল্লাহ্। কারন স্বপ্ন মরে গেলে কিন্তু আমরাও মরে যাবো। আশা করে নতুন বছরে সবার স্বপ্নগুলোই সুন্দর করে ধরা দিবে।

আমি @maksudakawsar, বাংলাদেশের ঢাকা হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। শত ব্যস্ততার মাঝেও আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। তাই তো আজ আবার পাওয়ার আপ পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম।

ai-generated-8783756_1280.jpg

Source

image.png

দ্বিতীয় ডলফিন অর্জন এবং
পাওয়ার আপ সিজন-৫ এর লক্ষ্য নির্ধারণ

পাওয়ার আপ মানে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আর পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখা মানে নিজের একাউন্টকে একটি সমৃদ্ধশালী শক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই কথাটি মাথায় রেখে আর সবার মত আমিও ২০২৪ সালের পহেলা জানুয়ারি থেকে পাওয়ার আপ সিজন -৪ এ আমার টার্গেট নির্ধারণ করেছিলাম। আমার লক্ষ্য ছিল ২০২৪ এর ডিসেম্বর এর মধ্যে মানে সিজন-৪ এ আমি যেন দ্বিতীয় ডলফিন অর্জন করতে পারি।

জীবনের নানা সমস্যা এবং জটিলতার কারণে, এছাড়াও ব্যস্ত জীবনের কারণে আমি হয়তো অনেক সময় পাওয়ার আপ করতে পারিনি। যে কারণে আমার লক্ষ্য অর্জন করা থেকে আমি অনেক পিছিয়ে পরি। কিন্তু তাতে কি, শত ব্যস্ততার মাঝেও নিজের লক্ষ্য কে ছুতে আমি থেমে থাকিনি। সবসময় চেষ্টা করে গেছি নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে। যাতে করে আমি খুব সহজে আমার লক্ষ্যটা অর্জন করতে পারি।

আমি জানি যে জীবনে লক্ষ্য যদি সঠিক সময় অর্জন করা না যায় তাহলে জীবনে বিপত্তির মধ্যে পড়তে হয়।আর জীবনে নেমে আসে অনিশ্চয়তা। এই কমিউনিটি আমাদেরকে এমন একটি সুযোগ করে দিয়েছে, যেখানে কিনা আমরা খুব সহজেই ছোট ছোট করে আমাদের সঞ্চয়কে বৃদ্ধি করতে পারে। আর পাওয়ার আপ হল সেরকম একটি উপায়।

ব্যস্ততার মাঝে যখন দেখলাম প্রতিযোগিতার তারিখ শেষ হয়ে গেছে, মানে পাওয়ার আপ সিজন-৪ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তখন বেশ চিন্তায় এবং হতাশায় পড়ে গিয়েছিলাম। কেন পারলাম না, আমি আমার দ্বিতীয় ডলফিন অর্জন করতে? এই সিজন ভেবেছিলাম হয়তো আমি আমার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব না। কিন্তু আল্লাহ তালার অশেষ রহমতে তুলতে পেরেছি।

যে লক্ষ্য নিয়ে আমার পাওয়ার আপ সিজন-৪ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে আমি আমার সেই লক্ষ মাত্রাটি অর্জন করতে সক্ষম হয়েছি। আজ আমি দ্বিতীয় ডলফিনের মালিক। কথাটি ভাবতে আমার যেন কেমন লাগছে। মনে হচ্ছে আমি বেশ সুখী একজন মানুষ। এত ব্যস্ততার গ্লানি যেন আমাকে ভুলিয়ে দিয়েছে এই দ্বিতীয় ডলফিনটি।

আমার এমন একটা অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করি আমাদের সম্মানিত ফাউন্ডার @rme দাদার কাছে। তিনি না চাইলে হয়তো আমাদের এরকম এগিয়ে চলা হত না। আজ দাদার জন্যই আমরা সবাই আমাদের একাউন্টকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারছি। দাদা আপনাকে ধন্যবাদ দেওয়ার সাহস আমার নেই। আমাদের এই পথ চলার জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়াও আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে @rex-sumon ভাইয়ের কাছে। যিনি প্রতিনিয়ত পাওয়ার অপের প্রতিযোগিতায় আমাদেরকে সম্পৃক্ত করে রেখেছেন এবং আমাদের সকল ভুল ত্রুটি দেখে আমাদেরকে আরো উৎসাহিত করে প্রতিযোগিতা অংশগ্রহণ করা থেকে শুরু করে সমস্ত বিষয়ে সাহায্য করে যাচ্ছেন। ধন্যবাদ জানাই কমিউনিটির সকল স্তরের এডমিন মডারেটর এবং আমার ইউজার সকল ভাই-বোনদেরকে। যাদের উৎসাহ এবং উদ্দীপনা না পেলে আমি হয়তো দ্বিতীয় ডলফিন অর্জন করতে পারতাম না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পাশে সবসময় থাকার জন্য।

আশা করি আগামী সিজনে আমি আরেকটি ডলফিন অর্জন করতে পারব। তাই সিজন-৫ এর জন্য আমি আমার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলাম ১৫০০০ স্টিম পাওয়ার। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি যেন আমার এই লক্ষ্য অর্জন করতে পারি। নিজের একাউন্টকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আর আমি যেন আমার লক্ষ্যে পৌঁছে যাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

পোস্ট বিবরণ

শ্রেণীপাওয়ার আপ
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনবাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Sort:  
 8 days ago 

জীবন চলার পথে বিভিন্ন রকমের বাধা থাকবে। সবকিছুকে উপেক্ষা করে পাওয়ার বৃদ্ধি করার চিন্তা মাথায় রাখতে হবে। যত বেশি পাওয়ার বৃদ্ধি করতে পারা যাবে তত বেশি নিজের জন্য ভালো। তাই আমারও ইচ্ছে রয়েছে এই ২৫ সালের মধ্যে ৫ হাজার পাওয়ার পার করবো।

 8 days ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 8 days ago 
 8 days ago 

1000011810.jpg

 8 days ago 

দ্বিতীয় ডলফিনে পৌঁছানোর লক্ষ্য আপনি পূরণ করেছেন তার জন্য আপনাকে অনেক অভিনন্দন জানাই। সত্যিই অনেক সময় নানান ধরনের বাধা-বিপত্তি পৌঁছে যায় যার ফলে লক্ষ্য পূরণ হয় না কিন্তু সেগুলো কি উপেক্ষা করে এগিয়ে যেতে হয় এবং আপনি সেটাই করেছেন। আশা করি তৃতীয় ডলফিনও আপনি লক্ষ্যভেদ করতে পারবেন। আপনার জন্য আগাম শুভ কামনা রইল।

 8 days ago 

ধন্যবাদ দিদি উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 8 days ago 

অনেক বাধা-বিপত্তির পর অবশেষে আপনি আপনার এই টার্গেট পূরণ করতে পেরেছেন। আপনি দ্বিতীয় ডলফিন অর্জন করায় আপনাকে অভিনন্দন। আশা করি পরবর্তী টার্গেটটা পূরণ করতে পারবেন আপনার জন্য শুভকামনা রইল আপু।

 7 days ago 

ধন্যবাদ আপনার উৎসাহ মূলক মন্তব্যের জন্য।

 8 days ago 

আপনার দ্বিতীয় ডলফিন অর্জনের খবরটা শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রথমেই আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনার নতুন লক্ষ্য আপনি ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করলে খুব তাড়াতাড়ি অর্জন করতে পারবেন।

 7 days ago 

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 8 days ago 

প্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপু। আপনি এত ব্যস্ততা আর সমস্যার মাঝেও যে, দ্বিতীয় ডলফিন অর্জন করতে সক্ষম হয়েছেন। আশা করছি আপনি আগামী চলার পথ গুলোও এভাবে করে ভালো কিছু অর্জন করতে পারবেন।

 7 days ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 8 days ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি ডাবল ডলফিন অর্জন করার জন্য। এই অনুভূতিটা আসলেই দারুণ। আশা করি সিজন-৫ এ পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য ট্রিপল ডলফিন অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 7 days ago 

ধন্যবাদ গঠন মূলক মন্তব্য করার জন্য।