সুপার ক্লে দিয়ে ডিম সহ ডিমের খাচি তৈরির ডাই পোস্ট
কেমন আছেন সবাই? বেশ ভালো তাই না? জি আমিও আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো।তবে আজকাল যেন আমাদের জীবন থেকেই শান্তি উঠে গেছে। উঠে গেছে। তবুও আমরা বেচেঁ আছি কারন আমাদের কে বেচেঁ থাকতে হবে। বেচেঁ আছি আমাদের জীবনের তাগিদে, পরিবারের তাগিদে। আর মায়া মমতা ও ভালোবাসায়।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। জীবন যেমনই হোক না কেন কাজ আমাদের করে যেতে হবে। কারন কাজ এনে দেয় দেহ আর মনে প্রশান্তি। আর তাই তো প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন কাজ করে নিজেকে উৎফুল্ল রাখতে। হয়তো সে ভাবে হয়ে উঠে না। আর হবেই বা কি করে? আমি তো আবার সব নৌকার মাঝি।
মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। হয়তো তার সেই সকল স্বপ্ন পূরন হয়। আবার কখনও বা হয় না। তবুও মানুষ এগিয়ে যায় সামনের দিকে। এই সব পিছিয়ে পড়া মানুষের ভিড়ে আমিও একজন। জীবনে যখনই কোন কাজ করার ইচেছ জাগে তখনই হয়তো অশুভ কোন সংকেত এসে ভেঙ্গে দিয়ে যায় সেই স্বপ্ন। তারপরও আমি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। আর সেই ঘুরে দাঁড়ানোর এক পর্যায়ে আজ আবার চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ডাই পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের ডাই পোস্টটি আপনাদের বেশ ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ সমূহ
প্রয়োজনীয় উপকরণ সমূহ
সুপার ক্লে সেট | পরিমান মত |
---|---|
মেকাপ বক্স | পরিমান মত |
ব্রাশ | ১টি |
কালো ফেব্রিক্স রং | পরিমান মত |
প্রস্তুত প্রণালী
ধাপ-১
প্রথমে পরিমান মত সাদা ক্লে নিয়ে তার মধ্যে পরিমান মত কালো ফ্রেবিক্স রং নিয়ে সাদা ক্লেলের সাথে কালো রং মিশিয়ে নিলাম ক্লেটাকে সুরমা কালার করার জন্য।
ধাপ-২
এবার সেই সুরমা কালার ক্লেটাকে আবার একটি চ্যাপটা করে সেপ করে বানিয়ে নিলাম একটি ডিমের খাচি বানাবো বলে।
ধাপ-৩
এবার ব্রাশ দিয়ে একটু খুচিয়ে নিয়ে সেটাকে আবার ক্লে ছুরি দিয়ে চারকোনা সেপ করে কেটে নিলাম।
ধাপ-৪
এবার সেই সেপটাকে ক্লে ছুরি দিয়ে পুরোটা সেপ জুরে ডিম রাখার জন্য গোল করে সেপ ডিজাইন করে নিলাম।
ধাপ-৫
এবার আবারও হলুদ কালার ক্লে নিয়ে ছোট ছোট ডিম সেপ মতো বানিয়ে নিলাম।
ধাপ-৬
এভাবে এক এক করে অনেকগুলো ডিম বানিয়ে নিলাম।
ধাপ-৭
এবার যখন সবগুলো ডিম বানানো হলো তখন মেকাপের একটি রং দিয়ে ডিমগুলো কালার করে খাচির মধ্যে বসিয়ে দিলাম। আমার মেকাপটা ভাঙ্গা ছিল তাই সবগুলো কালার মিশে গিয়েছিল জানিনা সঠিক কালার আসছে কিনা তবে আমি চেষ্টা করেছি।
শেষ-ধাপ
এবার যখন সবগুলো বানানো হলো তখন খাচির মধ্যে সবগুলো ডিম সুন্দর করে বসিয়ে দিলাম।
আর এই হলো আমার আজকের আপনাদের জন্য ক্লে দিয়ে ডিম সহ ডিমের খাচি তৈরীর ডাই পোস্ট কেমন হয়েছে সবাই জানাবেন। কারন এত ব্যস্ততার মাঝেও অফিস করে কিছু বানাতে সময় পাই না। কিন্তু আমারও ইচ্ছে হয় আপনাদের মত কিছু না কিছু তৈরী করে পোস্ট করি।
উপস্থাপনা
উপস্থাপনা
আজ এই মূহূর্তে একটিই কথা আমি বলবো যে আমরা চাইলেও আমাদের সব মনের ইচ্ছে পূরন হয় না। কিছু না কিছু অপূর্ণতা আমাদের মাঝেই থেকে যায়। তবুও চেষ্টা করলাম আপনাদের জন্য নতুন কিছু করার। বাকীটা আপনাদের মন্তব্যের মাধ্যমে জানতে পারবো ইনশাল্লাহ্।
শেষ কথা
শেষ কথা
সব সময়েই চাই আপনাদের জন্য নতুন এবং ভিন্ন রকমের কিছু পোস্ট তৈরি করে উপহার দিতে। তবে সময় আর সুযোগ দুটোই বড় কঠিন বিষয়। তবুও আজও চেষ্টা করলাম নিজের কিছুটা ক্রেয়েটিভিটি আপনাদের মাঝে শেয়ার করতে। আপনাদের ভালো লাগাই কিন্তুু আমার স্বার্থকতা।
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
দূর থেকে দেখে মনে হচ্ছিল আপনি ডিমসহ ডিমের খাচি কিনে এনে ফটোগ্রাফি করেছেন। খুবই ভালো লাগলো আপনার আজকের ডাই প্রজেক্ট দেখে। ভিন্ন ধরনের কিছু তৈরি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাইপ্রজেক্ট শেয়ার করার জন্য । খুব নিখুঁতভাবে তৈরি করেছেন আপনি।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
প্রথমে ফটোগ্রাফি দেখে ভেবেছিলাম অরিজিনাল ডিম পরে যা দেখলাম তা নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না কি দারুণ বানিয়েছেন আপু ক্লে দিয়ে ডিমের খাচা সহ ডিম।দারুণ বানিয়েছেন আপু।ধাপে ধাপে ডিমের খাচা ও ডিম বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ক্লে ডিম বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
দারুণ তো! কত করে পাতা বিক্রি করছেন আপু। আমার ত্রিশটার এক পাতা লাগবে৷ হে হে হে
আপনি আসলেই অনবদ্য ভাবে বানিয়েছেন৷ বুদ্ধির তারিফ করি। টাইটেল ও পোস্ট না পড়লে বোঝার উপায় নেই এটা ক্লে দিয়ে তৈরি। আমার তো মনে হচ্ছিল ডিমের ট্রের মিনিয়েচার৷ হা হা হা৷
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
দারুন সুন্দর ভাবে ডিম এবং তার ট্রে তৈরি করলেন। ইচ্ছে করছে আপনার ডিমের ট্রেই উঠিয়ে নিয়ে বাড়ি চলে আসি। আর তারপরে ওমলেট করে খেয়ে নি। হা হা। তবে ক্লে দিয়ে দারুন সুন্দর ভাবনার প্রকাশ ঘটালেন। ডিমের আকৃতি গুলো সবকটি সমান হয়েছে বলে দেখতে ভালো লাগছে।।
ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যি কথা বলতে আমি প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো ডিমের ফটোগ্রাফি করেছেন। কিন্তু পরে বুঝতে পারলাম আপনি ক্লে দিয়ে তৈরি করেছেন। আমার কাছে আপনার এই আইডিয়া অনেক দারুন লেগেছে। ডিমগুলো অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি। সেই সাথে ডিমের খাচি টাও অনেক সুন্দর লাগছে। দেখে যেন মনে হচ্ছে সত্যিকারের ডিম এখানে রাখা হয়েছে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে আপনার দক্ষতার মাধ্যমে সুপার ক্লে দিয়ে ডিম সহ ডিমের খাচি তৈরির ডাই পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
ডিম গুলো আমার বাসায় পাঠিয়ে দেন আপু। প্রতিদিন একটি করে ডিম রান্না করে খাব। ডিমের দাম অনেক বেশি। ক্লে দিয়ে তৈরি করা ডিম অনেক সুন্দর হয়েছে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু।
দেখি চিন্তা করে। আমি খাবো নাকি আপনাকে দেব। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
কি দারুন আইডিয়া। ক্লে দিয়ে ডিম এবং ডিমের খাচি দেখতে তো একেবারে সত্যিকারের ডিম মনে হচ্ছে। ক্লে দিয়ে তৈরি কাজগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। কি দারুণ ভাবে আপনি বানিয়েছেন ডিম গুলো। দেখতে ভীষণ কিউট লাগছে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
একদম ঠিক বলেছেন আপু স্বপ্ন দেখতে ভালোবাসে তার জন্যই মানুষ বেঁচে থাকতে পারে। সব স্বপ্ন যে পূরণ হবে এমন কোন কথা নেই। যাইহোক আপনার ক্লে দিয়ে তৈরি ডিম এবং ডিমের খাচি দেখে আমি সত্যি কারের ডিম মনে করেছিলাম। এত নিখুঁতভাবে আপনি তৈরি করেছেন। দেখতে খুব কিউট লাগছে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।