তাহলে আপনিই আপু মহারানী। অনেক ধৈর্য না থাকলে একটি ব্যাংকের ৬০% জমানো মুখের কথা না। হাজার চেষ্টা করো আমি একটি ব্যাংকের এক পার্সেন্ট এখনও জমা দিতে পারিনি। আপনি তো দেখছি একেবারে ৮০৮ টাকা জমিয়ে নিলেন। তবে পয়সার ঝনঝনানি কিন্তু আমারও বেশ ভালো লাগে। বেশ মজা পাইলাম আপনার পোস্ট পড়ে।
ধন্যবাদ আপু সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য আর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।