সঞ্চয় ।
১৯ ডিসেম্বর ২০২৩ ইং
ব্যাংকে পয়সা জমানো সেই ছোটবেলা থেকেই আমার অভ্যাস। কিন্তু সমস্যা হল আমি কোন ব্যাংক আজ পর্যন্ত ভর্তি করতে পারিনি। কয়দিন যেতে না যেতেই আমার শুধু দেখতে ইচ্ছে করে ব্যাংকে কত টাকা হয়েছে সেটি। তবে অনেকদিন ধরে একটা প্লাস্টিকের ব্যাংকে পয়সা জমাচ্ছি। যদিও পুরোপুরি ভর্তি হয়নি।
তবে ব্যাংকটি প্রায় ৬০% ভর্তি হয়ে গিয়েছে।
টাকা জমানোর শুরুতেই প্রতিজ্ঞা করেছিলাম এই ব্যাংকটি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত হাত দিব না। অনেক কষ্টে ব্যাংক অর্ধেকটা ভর্তি করেছি। কিন্তু আমার আর ধৈর্য ধরছে না। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কখন এই ব্যাংকটি ভাঙবো সেটা নিয়ে। অবশেষে এতদিন ধরে পয়সা জমানোর এই ব্যাংকটি কাটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। প্রচুর এক্সাইটেড ছিলাম কত টাকা হবে সেটার জন্য।
ব্যাংকটি কাটার পর এতগুলো কয়েন একসাথে দেখে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল । পুরো পয়সাগুলো ঢালার পর এতগুলো পয়সা একসাথে দেখে আমি তো রীতিমতো পয়সা গুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম। পয়সার ঝন ঝন শব্দটা আমার খুব পছন্দের।
অনেকদিন ধরে পয়সা জমাচ্ছি বলে অনেকগুলো পয়সা হয়েছিল এতগুলো আয়েশা একা একা গনা কখনোই সম্ভব না। তাই আমি আর আম্মু বসে বসে এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা এভাবে করে পয়সা গুলোকে আলাদা করছিলাম। এভাবে হাত দিয়ে পয়সা গোনার মজাটাই যেন অন্যরকম। সব থেকে বেশি ছিল দুই টাকার কয়েন। মোট পয়সা হয়েছিল ৮০৮ টাকার।
এতগুলো দিন ধরে একটা একটা পয়সা জমানোর পর যখন এতগুলো পয়সা হয়েছে তখন এই প্রাপ্তিটা অন্যরকম এক ভালো লাগার ।
আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।



Upvoted! Thank you for supporting witness @jswit.
তাহলে আপনিই আপু মহারানী। অনেক ধৈর্য না থাকলে একটি ব্যাংকের ৬০% জমানো মুখের কথা না। হাজার চেষ্টা করো আমি একটি ব্যাংকের এক পার্সেন্ট এখনও জমা দিতে পারিনি। আপনি তো দেখছি একেবারে ৮০৮ টাকা জমিয়ে নিলেন। তবে পয়সার ঝনঝনানি কিন্তু আমারও বেশ ভালো লাগে। বেশ মজা পাইলাম আপনার পোস্ট পড়ে।
ধন্যবাদ আপু সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য আর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।
আবার পরবর্তীতে যদি এভাবে টাকা জমান তাহলে গোনার জন্য আমাকে ভাড়া করবেন অল্প স্যালারিতে টাকা কিনে দেবো হি হি হি।
আমিও তাই ভাবছি গোনার জন্য একটি লোক লাগবে। আর সেলারি হবে দুই টাকা 😜।
আমি আজকেই একটি প্লাস্টিকের ব্যাক কিনেছি কারণ আগের টির মুখ কেটে ফেলেছি🙂।আসলে ব্যাংকে টাকা জমানোর মজার থেকেও বেশি মজা দরকার হলেই টাকা বের করা।আমি নোট টাকা ফেলি কারণ বের করতে খুব সুবিধা হয়।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি করার জন্য।
আমিও টাকা করে নিয়েছি।
আপনি তো দেখছি অনেকগুলো কয়েন জমা করেছিলেন ব্যাংকের মধ্যে। ব্যাংকের মধ্যে টাকা রাখলে ইচ্ছে করে শুধু ব্যাংকটা কেটে দেখে ফেলি কত টাকা হয়েছে। অনেক টাকার কয়েন হয়েছে দেখছি। শেষমেষ আপনি ব্যাংক থেকে কয়েন গুলো বের করে ফেলেছেন। ৮০৮ টাকা হয়েছে দেখে ভালোই লেগেছে। আশা করছি পরবর্তীতে আবারো টাকা জমাবেন এবং অনেকদিন পর্যন্ত রাখলে অনেক বেশি টাকা হবে।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপু সঞ্চয় কয়া ভালো গুন।আপনি তো অনেক সঞ্চয় করেছেন দেখছি।এতো গুলো কয়েন একসাথে দেখে ভীষণ ভালো লাগলো। আপনি তো দেখছি ৮০৮ টা কয়েন সঞ্চয় করে ফেললেন।আমি ও এমন কয়েন আগে জমিয়েছি।এখন আর কয়েন জমাই না।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লেগেছে। আপু টাইটেলের লেখা বানান টি সঞ্চয় হবে।ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ আপু ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য । আসলে তাড়াহুড়াতে আর খেয়াল করিনি।
বাহ্! আপনার পোস্ট পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আপু। ছোটবেলায় মাটির ব্যাংকে অনেক বার টাকা জমিয়েছিলাম। কিন্তু আমারও ধৈর্য ছিলো না তেমন। কয়েক মাস পরপরই ভেঙ্গে ফেলতাম। তারপর ক্রিকেট খেলার ব্যাট বল অনেক কিছুই কিনতাম। মাটির ব্যাংক ভাঙ্গার পর একসাথে এতগুলো পয়সা দেখে সত্যিই খুব ভালো লাগতো। পয়সার ঝনঝন শব্দ আমারও খুব ভালো লাগতো। যাইহোক আন্টির সহযোগিতা নিয়ে তাহলে পয়সাগুলো গুণে ফেলেছেন। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।