আমার বাংলা ব্লগ:- আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি

in আমার বাংলা ব্লগ21 days ago

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই।অবশ্য আপনারা ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রতিদিনই তো আপনাদের মাঝে নিত্য নতুন অনেক ধরনের পোস্ট শেয়ার করে এসেছি, তাই ভাবলাম আজকে একটু ভিন্ন আকারের পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করি।

আমাদের মাঝে প্রত্যেককেই কমবেশি গান গাইতে ও গান শুনতে অনেক বেশি ভালোবাসে, আর আমি নিজেও গান গাইতে অনেক বেশি পছন্দ করি। যখনই সময় পাই গুনগুনিয়ে অনেক সময় আমি গান গেয়ে থাকি।

20240512_230126.jpg

তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে একটি গান শেয়ার করি, যে গানটি আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন কণ্ঠশিল্পীর গান। যে গানটি আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি, এবং এই গানটি আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং সাংস্কৃতি নিয়ে লেখা। যে কণ্ঠশিল্পী এই গানটি গেয়েছে তিনিও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে এই গানের ভেতরে আমাদের বাংলাদেশের সৌন্দর্যকে।

তাই ভাবলাম একটু চেষ্টা করি দেখি গানটা কেমন হয়। আপনাদের মাঝে অডিও আকারে আমি এই গানটি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভাল লাগবে।

আজকে গান সম্পর্কেছোট্ট কিছু বিস্তারিত
আমার গানের নামআমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি।
গানের অরিজিনাল শিল্পীমামুন
কভার করেছি আমি নিজে@mamun123456
সম্পূর্ণ গানের এই ভিডিওটি এডিট করেছিinshot app দিয়ে

গানটি ইউটিউবে শেয়ার করেছি |

গানটির লিরিক্স আপনাদের মাঝে শেয়ার করলাম

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের ভাটিয়ালী, জারি, সারি গান
গাজীর পালা শুনলে রে ভাই জুড়ায় মনপ্রাণ
আমার বাংলাদেশের ভাটিয়ালী, জারি, সারি গান
গাজীর পালা শুনলে রে ভাই জুড়ায় মনপ্রাণ
আমার বাংলাদেশের সুর শুনিয়া...
আমার বাংলাদেশের সুর শুনিয়া অবাক বিশ্ববাসী
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
হাসনরাজা, রাধারমন, লালনশাহের গান
ভক্তবৃন্দ শুনে রে ভাই দিয়া মনপ্রাণ
হাসনরাজা, রাধারমন, লালনশাহের গান
ভক্তবৃন্দ শুনে রে ভাই দিয়া মনপ্রাণ
জন্ম আমার ধন্য মাগো...
জন্ম আমার ধন্য মাগো বাংলাতে জন্মেছি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

বন্ধুরা আশা করি আমার গাওয়া ছোট্ট এই প্রচেষ্টার আপনাদের ভালো লাগবে। যদি আমার কন্ঠে গানটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। খারাপ ভালো দুটোই আপনাদের কাছ থেকে আমি মন্তব্য আশা করছি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...v3zmf3ts5r1YcCv1akrcVQaw7WCSJp3aJ7vmCrJfNV2xHDmEofAjpuyDkwZWp9GQWHWFcWWmnMqYV28AwBwcDQFu93p1NU52E9eHs5nYHLjGg65Gq4KeRqNqPc-1.png

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই।

শিল্পী মামুনের গাওয়া গানটির ভিডিও এখানে শেয়ার করছি

আমি আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox কে দিলাম

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png
আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 21 days ago 

এটি বাংলাদেশের জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি। তবে গানটি দেশমাতৃক হতে সকলের কাছে অতি প্রিয় ছিল একসময়। তবে কালের পরিবর্তনে এরকম দেশাত্মবোধক গানগুলি হারিয়ে গেছে। সেই পুরনো সুন্দর একটি গান আপনি আজকে কভার করে আমাদের মাঝে উপস্থাপন করবেন। সত্যিই আপনার কন্ঠ একদম কোকিল কন্ঠের মত। এখন থেকে ধারাবাহিকভাবে আশা করছি এরকম গান আপনার থেকে শুনতে পারব আমরা ধন্যবাদ।

 20 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার গানটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা সত্যি অনেক আনন্দের ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

 21 days ago 

দেশাত্মবোধক গানগুলো শুনতে সব সময়ই ভালো লাগে। এই গানগুলো যত শুনি ততই যেন দেশের প্রতি আরো বেশি প্রেম জেগে ওঠে। আপনি আজ খুব সুন্দর একটি দেশাত্মবোধক গান কভার করেছেন। আপনার কন্ঠে এত সুন্দর একটি গান শুনে খুব ভালো লেগেছে। খুব সুন্দরভাবে সম্পূর্ণ গান কভার কভার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য।

 20 days ago 

চেষ্টা করেছিলাম আপু একটু ভালো করে গাওয়ার আর সেটা আপনাদের কাছে ভালো লেগেছে সত্যি আমি এটাতেই অনেক খুশি

Upvoted! Thank you for supporting witness @jswit.

 21 days ago 

ছোটবেলায় এই গানগুলো অনেক শুনেছি। এই গানগুলো শুনলে খুবই ভালো লাগে। আপনিও বেশ ভালোভাবেই গানটি গিয়েছেন। আপনার গানের সুর কথা সবকিছুই একেবারে পারফেক্ট ছিল। ভালো লেগেছে ভাইয়া।

 20 days ago 

ধন্যবাদ ভাই আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 67778.49
ETH 3811.60
USDT 1.00
SBD 3.53