প্রবাস জীবনের অনুভূতি থেকে ছোট্ট একটা কবিতা || ২৬ এপ্রিল ২০২৪

in আমার বাংলা ব্লগ14 days ago (edited)

শুভ সন্ধ্যা সকলকে, সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন,আর সবাই ভালো ও সুস্থ থাকুন এই দোয়া ও কামনা করি, সেই উপরওয়ালার কাছে।

চলে আসলাম বন্ধুরা আজকে আপনাদের মাঝে। আজকে নতুন আরো একটি পোস্ট শেয়ার করতে চলেছি। তবে আজকে কোন মোটিভেশনাল পোস্ট শেয়ার করব না, আজকে আমি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে চলেছি। যে কবিতাটি আশা করি আপনাদের ভাল লাগবে।

কবিতাটি লেখার একটিমাত্রই কারণ, সেটা হলো আমাদের এই প্রবাসের কষ্টগুলো একটু মোছার জন্য চেষ্টা করেছি, আশা করি কবিতার এই লাইনগুলি আপনাদের মনকে একটু হলেও নাড়া দেবে।

তাইতো কাজ শেষে যখন বাসায় আসলাম, তখন ভাবলাম আজকে কি করা যায়। হঠাৎ করে চিন্তা আসলো অনেকদিন যাবত তো এই প্রবাসে আছি, কেননা একটা কবিতা লিখি নিজের মতো করে দেখি কেমন হয়। লিখতে লিখতে অনেকখানি লিখে ফেলেছি, আর যখন পড়তে বসলাম তখন নিজের কাছেই অনেক ভালো লাগছে, এত সুন্দর হয়েছে। যাইহোক বন্ধুরা আপনাদের মাঝে সেই কবিতাটি উপস্থাপন করতে চলেছি। মনোযোগ সহকারে পড়বেন, ভালো লাগলে আপনাদের মতামত শেয়ার করবেন।

👷আমার কবিতার নাম,👷

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

প্রবাস


person-5956897_1280.jpg Src

প্রবাসের পথে পথে
হাজার মাইল দূরের হাতছানি,
মনে পড়ে গাঁয়ের মাঠের সবুজের দৃশ্য,
আর মা'য়ের আদরের খানি।

বিদেশের আকাশ তলে,
অচেনা ভিড়ের মাঝে,
আমি যেন এক একলা পথিক,
খুঁজি আমি আমার ছায়া,
তবে হৃদয়ে আমার বাংলার ছায়া।

স্বপ্ন দেখি বারে বারে,
ফিরব আমি একদিন,
সেই সোনার বাংলায়,
যেথায় বাজে আমার প্রাণের বীণ।

প্রবাসে আমি শিখেছি,
দূরত্বের মানে কি,
মনের মাঝে বাংলাদেশ,
সব সময় থাকে জেগে তাই।

প্রবাস জীবনের কথা,
বলব আমি গানে গানে,
মাটির টানে ফিরব নীড়ে,
আমার সেই প্রাণের গায়ে।

বিদেশের বুকে বসে
মনে পড়ে যায় বারে বারে,
সেই চেনা গলির কোণে,
খেলার মাঠের ধুলোবালির পারে।

প্রবাসের এই নীরবতা,
কখনো কখনো মনে হয় ভারি,
তবুও স্মৃতির পাতায়,
বাংলার মুখ দেখি সারি সারি।

বিদেশি ভাষার মাঝে,
খুঁজে ফিরি মায়ের বাণী,
প্রবাসে আমার একাকীত্ব,
মিশে যায় বাংলার ধনী।

আমার দেশের মাটির গন্ধ মনে পাই,
প্রবাসে আমি বাঁচি তাই প্রতিদিন,
সেই মাটির টানে টানে,
ফিরব আমি আবার নিজের ঘরে।

প্রবাসের এই জীবনে,
শিখেছি অনেক কিছু নতুন,
তবুও মনের কোণে,
বাংলাদেশ আমার সবচেয়ে প্রিয় ধন।

বন্ধুরা কিছু লাইন চেষ্টা করেছি কবিতার সুরে সুরে আপনাদের সাথে বলার জানি খুব একটা বেশি ভালো হয়নি। আসলে আমি তো কোন কবি নই, যে কবির মত সুন্দর সুরে সুন্দর ধুনে লিখতে পারবো, তবে চেষ্টা করেছি নিজের মনের কথাগুলো তুলে ধরার।

আশা করি আপনাদের ভালো লাগবে, ধন্যবাদ জানাই সকলকে আমার ছোট্ট এই কবিতাটি পড়ার জন্য। ভালো লাগলে অবশ্যই কবিতার সুরে সুরে কিছু মন্তব্য করে যাবেন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 14 days ago 

প্রবাস জীবনের অনুভূতি থেকে কবিতাটি পড়ে আসলেই অনেক ভালো লাগলো ।আপনি প্রবাসের দুঃখ কষ্ট কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আসলেই প্রবাস জীবন অনেক কষ্টের জীবন যা আপনার কবিতাটি পড়ে বুঝতে পারলাম ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 62875.13
ETH 3030.71
USDT 1.00
SBD 3.67