You are viewing a single comment's thread from:

RE: মচমচে পিয়াজু তৈরির রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হাতে এখনো পেঁয়াজুর সুবাস লেগে আছে । তবে না খাওয়ার আফসুসটা রয়েই গেল । গতপরশুদিন তৈরি করেছিলাম কিন্তু কড়াই থেকে বাড়তি তেল আর বোতলে রাখা হয়নি । আজ রাখতে গিয়ে বার বার মনে হলো আজকেউ একটু তৈরি করে খেলে মন্দ হত না । কিন্তু উপায় নেই গ্রামের দোকানে বেসন খুঁজে পাইনি । আর মসুর ডাল বেটে নেওয়া সেওতো কষ্টসাধ্য ব্যাপার । মনের দুঃখে স্টিমিটে এলাম এখানেও প্রথমে আপনার লোভনীয় পেঁয়াজুর রেসিপি পোস্ট । মিসিং রমজান মাস । প্রতিদিন পেঁয়াজু ।