১০ স্টিম পাওয়ার বৃদ্ধি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_23-04-12_22-58-35-878.jpg

প্রতি সপ্তাহের মতো আজকের দিনে আমি একটি পাওয়ার আপ পোস্ট নিয়ে এসেছি। পাওয়ার আপ করতে আমি খুব ভালোবাসি। তাই প্রতি সপ্তাহে একবার হলেও আমি পাওয়ার আপ করি। টার্গেট ডিসেম্বর থ্রিতে আমি আমার নির্দিষ্ট লক্ষ্য মাত্রা স্থির করে নিয়েছি।

আমি ডিসেম্বর মাসের মধ্যে ডলফিন হওয়ার টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা সকলেই জানি পাওয়ার আপের গুরুত্ব কতখানি। আমারা যদি স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদে কাজ করতে চাই তাহলে পাওয়ার আপ করতেই হবে।

আমার লক্ষ্যমাত্রা পূরণের জন্য নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে এগিয়ে যাওয়া উচিত। যাইহোক আর কথা না বাড়িয়ে আমার পাওয়ার আপ প্রক্রিয়ার দিকে চলে যাই।

IMG_20230412_224551.jpg

আজ আমার ওয়ালেটে যে পরিমাণ লিকুইড স্টিম আছে আমি সেখান থেকে ১০ স্টিম পাওয়ার আপ করব। পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটে লিকুইড স্টিম ছিল ২৩.৪৫৮ স্টিম এবং স্টিম পাওয়ার আছে ৩২৯৭.১৯৪ স্টিম।

IMG_20230412_224524.jpg

প্রথমে স্টিমের উপরে ক্লিক করেpower up সিলেক্ট করেছি।

যেহেতু আমি ১০ স্টিম পাওয়ার আপ করতে চাই তাই এমাউন্টের ঘরে ১০ লিখেছি। তারপর power up অপশনে ক্লিক করব।

IMG_20230412_224500.jpg

power up অপশনে ক্লিক করার পর ok অপশন আসবে। এখন ok অপশনে ক্লিক করে পাওয়ার আপ সম্পন্ন করতে হবে।

IMG_20230412_224442.jpg

ok অপশনে ক্লিক করে পাওয়ার আপ সম্পন্ন করেছি। পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাওয়ার পর আমার ওয়ালেটে লিকুইড স্টিম আছে ১৩.৪৫৮ স্টিম এবং স্টিম পাওয়ার হয়েছে ৩৩০৭.১৯৪ স্টিম।

১০ স্টিম পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাওয়ার পর আমার ওয়ালেটে তিন হাজার তিনশত সাত স্টিম হয়েছে। আমি আমার লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যাওয়ার প্রত্যয়ে পাওয়ার করে যাচ্ছি। আশা করছি আমি ডিসেম্বরের মধ্যে আমার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।

স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদে কাজ করতে চাইলে পাওয়ার আপের কোন বিকল্প নেই। আমরা নিয়মিত পাওয়ার আপ করে নিজেদের আইডির সক্ষমতা বৃদ্ধি করতে চাই। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করা জরুরী।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"


https://steemitwallet.com/~witnesses




VOTE @bangla.witness as witness
witness_proxy_vote.png
OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

যত বেশি পাওয়ার আপ ততো বেশি শক্তি বৃদ্ধি করা। তাই আপনার পাওয়ার আপকে সাধুবাদ জানাই।

 last year 

৫০০০ স্টিম পাওয়ার তৈরি করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন ভাইয়া। এভাবে ধারাবাহিক পাওয়ার বৃদ্ধি করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ।

 last year 

একাউন্টঃ @mayedul
পাওয়ার বৃদ্ধিঃ = 0.303306%

 last year 

আপনার১০ স্টিম পাওয়ার আপ দেখে অনেক ভালো লাগলো। আপনি যেভাবে অল্প অল্প করে পাওয়ার অফ করে যাচ্ছেন আশা করি আপনার লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে পৌঁছে যেতে পারবেন। যত বেশি পাওয়ার আপ তত বেশি ক্ষমতা। নিজে পাওয়ার আপ করা এবং অন্যকে উৎসাহিত করা। অনেক সুন্দর করে পাওয়ার আপ পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। এই প্লাটফর্মে কাজ করতে হলে আমাদের প্রত্যেকের পাওয়ার আপ করা অত্যন্ত জরুরী। যত বেশি পাওয়ার আপ করা যায় তত বেশি ক্ষমতা বৃদ্ধি করা যায়। আজকে পাওয়ার আপ করে আপনি আরো একধাপ এগিয়ে গেলেন। এবং অনেক সুন্দর করে পাওয়ার আপ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনি ধারাবাহিকতা বজায় রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে ভালো লাগলো। আমাদের কে নিজের স্থান শক্ত করার জন্য পাওয়ার আপ করতে হবে। যে যত বেশি পাওয়ার বৃদ্ধি করবে সে তত তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। খুবই ভালো লাগলো আপনার ১০ স্টিম পাওয়ার বৃদ্ধির পোস্ট। দোয়া করি যেন নিজের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারেন।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.029
BTC 69229.38
ETH 3686.26
USDT 1.00
SBD 3.43