You are viewing a single comment's thread from:

RE: দাদা বৌদি বিরিয়ানি ।।ব্যারাকপুর ।।১৬ জুন ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা একদম সঠিক বলেছেন আমাদের উপমহাদেশে বিরিয়ানির প্রচলন টা অনেক বেশি। আমরা প্রত্যেকেই বিরিয়ানি খেতে খুব পছন্দ করি বিশেষ করে আমি বিরিয়ানির কথা শুনলে লাফাতে থাকি। দাদা বৌদির কুড়ে ঘরের বিরিয়ানি ব্যবসা শুধুমাত্র বিরিয়ানির সুনামের কারণে এত বিস্তৃতি লাভ করেছে শুনে খুব ভালো লাগলো। তারা বিরিয়ানি ব্যবসায় খাবারের মান সবসময় অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছে তাই তাদের এত সফলতা। এরকম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে খেতে যাওয়ার মজাই আলাদা। আপনার খাবারের রেটিং দেখে বুঝতে পারলাম বিরিয়ানি গুলো অসাধারণ ছিল। আনন্দঘন মুহূর্ত টুকু শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।