You are viewing a single comment's thread from:

RE: কবিতা "বিশ্বাস"

in আমার বাংলা ব্লগ3 years ago

সমগ্র বিশ্বকে বিশ্বাস করে ঠকেছি,
প্রিয়জনকে বিশ্বাস করে ঠকেছি,
পরকে বিশ্বাস করে যেমন ঠকেছি,
আপনকে বিশ্বাস করেও তেমনই ঠকেছি ।
শুধু আমাকে যে বিশ্বাস করেছে
পারিনি কখনো তাকে ঠকাতে।

দাদা বিশ্বাস নিয়ে খুবই সময় উপযোগী কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।আসলেই বিশ্বাস এমন একটা জিনিস বা ব্যাপার কার ও কাছ থেকে একবার উঠে গেলে তা পুনরায় স্থাপন করা সম্ভবপর হয় না।আপনার কবিতাটি দাদা আমি তিনবার পড়েছি যতবারই পড়েছি ততবারই মন ছুঁয়েছে আমার।সত্যিই দাদা আপনার লিখনির প্রশংসায় করতেই হয়।