জেনারেল রাইটিং:- "ধৈর্য হলো সাফল্যের সিঁড়ি"
মানুষের জীবনে সাফল্যের স্বপ্ন থাকে। সবাই চায় জীবনে কিছু একটা করে দেখাতে, সম্মান পেতে, নিজের অবস্থান তৈরি করতে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ কখনোই সহজ হয় না। জীবনের পথে যত বাধা, বিপত্তি, ব্যর্থতা আসে, তার ভেতর দিয়েই এগিয়ে যেতে হয়। আর সেই পথচলার সবচেয়ে বড় সহায়ক হলো ধৈর্য।
ধৈর্য মানে হলো অপেক্ষা করার ক্ষমতা, মনের দৃঢ়তা আর হাল না ছাড়া। আমরা যদি ছোট্ট একটা বীজ মাটিতে বপন করি, সেদিনই কি সে গাছ হয়ে যায়? না, তাকে সময় দিতে হয়। প্রতিদিন পানি দিতে হয়, যত্ন নিতে হয়। ধীরে ধীরে সেই বীজ অঙ্কুর গজায়, গাছ হয়, ফুল-ফল আসে। জীবনের সাফল্যও অনেকটা এরকম। একদিনে কোনো বড় কিছু পাওয়া যায় না। এর জন্য নিয়মিত চেষ্টা আর ধৈর্য প্রয়োজন।অনেক সময় আমরা দেখি, অনেকে খুব চেষ্টা করেও হাল ছেড়ে দেয়। তারা ভাবে, এত কষ্ট করেও কিছু হচ্ছে না। কিন্তু সত্যি কথা হলো, অনেক সময় ফল আসতে সময় লাগে। যেমন একজন ছাত্র পরীক্ষার আগে অনেক পড়াশোনা করে, কিন্তু সব পড়া বুঝতে সময় নেয়। আবার কোনো ব্যবসায়ী প্রথম দিকে ক্ষতির মুখে পড়লেও ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে এক সময় লাভবান হয়।
ধৈর্য শুধু সাফল্যের পথে সাহায্য করে না, বরং আমাদের মনের শক্তিও বাড়ায়। যে মানুষ ধৈর্যশীল, সে সহজে ভেঙে পড়ে না। ব্যর্থতা তাকে হতাশ করে না, বরং নতুন করে চেষ্টা করার শক্তি দেয়। জীবনে যত বড় বড় মানুষ আমরা দেখি বিজ্ঞানী, লেখক, খেলোয়াড় বা সফল উদ্যোক্তা তারা সবাই ধৈর্যের মাধ্যমে তাদের লক্ষ্য পূরণ করেছেন।খেলাধুলার দিকেই যদি দেখি, একজন ক্রিকেটার প্রথম দিনেই বিশ্বসেরা হয় না। তাকে বছরের পর বছর অনুশীলন করতে হয়। অসংখ্য ম্যাচে ব্যর্থ হতে হয়, সমালোচনা শুনতে হয়। কিন্তু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে এক সময় সাফল্য তার হাতের মুঠোয় আসে।
আমাদের দৈনন্দিন জীবনেও ধৈর্যের গুরুত্ব অনেক। যেমন ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আমরা যদি অস্থির হই, তাহলে মাথা গরম হয়ে যায়, ঝগড়া বাধে। কিন্তু যদি ধৈর্য ধরে অপেক্ষা করি, তাহলে মনও শান্ত থাকে, সমস্যা সমাধানও সহজ হয়। পরিবার, পড়াশোনা, কাজ সবখানেই ধৈর্য মানুষকে সম্মানিত করে।সবচেয়ে বড় কথা হলো, ধৈর্য ছাড়া কোনো ভালো জিনিস অর্জন সম্ভব নয়। যেমন নদী বছরের পর বছর ধরে পাথর ভেঙে নিজের পথ তৈরি করে। ঠিক তেমনি আমরাও যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাই, তবে সাফল্যের সিঁড়ি একদিন আমাদের সামনে খুলে যাবে।
আসলে, জীবনে আমরা যাই করি না কেন, হঠাৎ ফল পাওয়ার আশা করা উচিত নয়। ধৈর্যই আমাদের শেখায় আজ চেষ্টা করো, কাল ফল আসবেই। তাই ধৈর্যকে নিজের বন্ধু বানিয়ে নাও। কারণ ধৈর্যই হলো সাফল্যের প্রকৃত সিঁড়ি।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।






X-Promotion
Daily Tasks
Comments Link:-
https://x.com/mohamad786FA/status/1974210566492234199?t=xw418K_I8s8pGRuyXh9IdQ&s=19
Ss