জেনারেল রাইটিং:- "মানুষের জন্য মানুষ"
মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় সে সামাজিক জীব। আমাদের সমাজে টিকে থাকার মূল মন্ত্র হলো একে অপরকে সাহায্য করা। ‘মানুষের জন্য মানুষ’ এই কথাটি ছোট হলেও এর গভীরতা অনেক বেশি। সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একে অপরের পরিপূরক হিসেবে। কেউ একা নিজের সব প্রয়োজন মেটাতে পারে না। আমাদের বেঁচে থাকার জন্য যেমন অন্যের শ্রম ও মেধার প্রয়োজন হয়, তেমনি মনের প্রশান্তির জন্য প্রয়োজন হয় ভালোবাসা ও সহমর্মিতা।
প্রকৃত মানুষ সেই, যার হৃদয়ে অন্যের প্রতি দয়া ও মায়া থাকে। যখন একজন মানুষ বিপদে পড়ে, তখন তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সাহায্য যে কেবল বিশাল অঙ্কের অর্থ দিয়ে হতে হবে এমন নয়। একটি মিষ্টি কথা, একটুখানি সাহস কিংবা বিপদের সময় পাশে বসে ধৈর্য ধরার পরামর্শ দেওয়াও অনেক বড় সাহায্য হতে পারে। রাস্তা পার হতে না পারা কোনো বৃদ্ধকে হাত ধরে এগিয়ে দেওয়া কিংবা ক্ষুধার্ত কাউকে সামান্য খাবার দেওয়া এসবই মানুষের জন্য মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।বর্তমান বিশ্বে আমরা অনেক সময় যান্ত্রিক হয়ে পড়ছি। সবাই নিজের ক্যারিয়ার, টাকা-পয়সা আর সাফল্য নিয়ে এত বেশি ব্যস্ত যে পাশের মানুষটি কেমন আছে তা দেখার সময় পাচ্ছি না। কিন্তু মনে রাখা প্রয়োজন, স্বার্থপরতা দিয়ে সাময়িক উন্নতি করা গেলেও প্রকৃত সুখ পাওয়া যায় না। মানুষের মুখে হাসি ফোটাতে পারার মধ্যে যে তৃপ্তি আছে, তা অন্য কোনো কিছুতে নেই। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যারা অন্যের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, পৃথিবী আজীবন তাদেরই শ্রদ্ধাভরে স্মরণ করে।
বিপদ-আপদ বা প্রাকৃতিক দুর্যোগের সময় যখন আমরা ভেদাভেদ ভুলে একে অন্যের হাত ধরি, তখনই মানবতার জয় হয়। জাতি, ধর্ম, বর্ণ বা ধনী-দরিদ্র পার্থক্য না করে বিপন্ন মানুষের সেবা করাই হলো শ্রেষ্ঠ ইবাদত বা উপাসনা। আমাদের চারপাশের অসহায় মানুষদের প্রতি যদি আমরা একটু সদয় হই, তবে এই পৃথিবীটা আরও সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে।
আসলে,মানুষ হিসেবে আমাদের জন্ম সার্থক হয় তখনই, যখন আমরা অন্যের কাজে লাগতে পারি। স্বার্থপরতা ত্যাগ করে আমরা যদি পরোপকারী হই, তবে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর হবে। মনে রাখতে হবে, আজ আমি কাউকে সাহায্য করলে কাল আমি বিপদে পড়লে অন্য কেউ হয়তো আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তাই আসুন, আমরা সবাই নিজের সাধ্যমতো অন্যের পাশে দাঁড়াই এবং মানুষের জন্য মানুষ হওয়ার শপথ নিই।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।




