দাদা আপনার কবিতাটি পড়ে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দর ভাবে কবিতা লিখেছেন। আপনার প্রশংসা না করলে নয় আপনি আসলেই প্রকৃত কবিদের মতো কবিতা লিখেছেন। আপনার কবিতার মধ্যে বিশেষ করে আমার এই অংশটুকু সবচাইতে বেশি ভালো লেগেছে,,
,,রাতের আকাশের ওই শুকতারা
আমার সঙ্গী হলো ।
রাত জাগা নিশাচর পাখি
আমার সঙ্গী হলো ।
শেষ রাতের হিম,
ক্ষয়াটে জোৎস্না,
আর অস্তমিত চাঁদ আমার সঙ্গী ।
এই অংশটুকু আমার খুবই ভালো লেগেছে, আমি অনেকবার পড়েছি কবিতাটি, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা। পরবর্তীতে আমরা আরো ভালো ভালো কবিতা আপনার কাছ থেকে আশা করছি আমি জানি আপনি আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসবেন।অনেক শুভেচ্ছা রইলো।