@rme দাদার জন্মদিন উপলক্ষে একগুচ্ছ অনু কবিতা✍️

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমি ঢাকা কলেজে অধ্যায়নরত আছি।

প্রথমেই আমাদের সকলের প্রিয় @rme দাদাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন দাদা!🎂 আপনার নেতৃত্ব, ভালোবাসা, আর প্রেরণায় আমার বাংলা ব্লগ একটি পরিবারে রূপান্তরিত হয়েছে। আপনার মতো একজন পথপ্রদর্শক আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।

দাদার জন্মদিন উপলক্ষে আমি আমার হৃদয়ের গভীর থেকে একটি বিশেষ উপহার দিতে চাই। তাই আমি লিখেছি একগুচ্ছ অনু কবিতা, যেখানে প্রতিটি পংক্তিতে ফুটে উঠেছে দাদার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, এবং কৃতজ্ঞতার কথা। এই কবিতাগুলো দাদার প্রতি আমার অনুভূতি ও ব্লগ পরিবারের সদস্যদের ভালোবাসার প্রতীক।দাদার জন্মদিন শুধু একটি তারিখ নয়, এটি আমাদের জন্য একটি উৎসব। এই দিনে আমরা দাদার জন্য শুভকামনা জানাই এবং তার দীর্ঘায়ু ও সুখী জীবনের জন্য প্রার্থনা করি। আমার লেখা এই অনু কবিতাগুলো দাদাকে উৎসর্গ করছি, আশা করি তিনি এগুলো পড়ে আনন্দিত হবেন এবং আমার ভালোবাসার বহিঃপ্রকাশ অনুভব করবেন।


1000041468.jpg

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

শুভ জন্মদিন, প্রিয় দাদা,
আপনি তো আমাদের প্রেরণার কাব্য।
আমার বাংলা ব্লগের পথপ্রদর্শক,
আপনার হাত ধরে পথ চলা অশেষ।
ভালোবাসা আর মেধার যে মেলবন্ধন,
সেটাই আমাদের গর্বের পরিচয়।
আপনার হাসিতে ফুটুক সুখের রঙ,
জীবন হোক আলোকময় সর্বত্র।

কবিতা-২

আপনার জন্মদিনে এটাই প্রার্থনা,
জীবন হোক সুখে ভরা নিরবধি।
আপনার মেধা ও কর্মে যে আলো,
সেই আলো ছড়াক সবার হৃদয়ে।
আমাদের ব্লগের প্রতিটি পাতা,
আপনার সৃষ্টিতে হোক অনন্য গান।
আপনি থাকেন সবসময় আমাদের মাঝে,
এই ভালোবাসা চলুক অবিরাম।

কবিতা-৩

আপনি আমাদের বড় দাদা,
আমাদের ব্লগের শক্তি ও ভরসা।
আপনার চিন্তা আর সৃষ্টিশীলতায়,
আমরা খুঁজে পাই নতুন দিশা।
আপনার জন্মদিনে শুভকামনা,
হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা।
আপনি জ্বালান আশার প্রদীপ চিরকাল,
আপনার পথে থাকুক সাফল্যের কাল।

কবিতা-৪

আজকের দিনে ফুটেছে ফুল,
শুভ জন্মদিনের শুভক্ষণ।
আপনি আছেন আমাদের মাঝে,
আপনাকে নিয়ে গর্ব আমাদের মন।
আপনার নেতৃত্বে এগিয়ে চলে,
আমাদের বাংলা ব্লগের বন্ধন।
জন্মদিনে প্রার্থনা করি আপনার জন্য,
জীবন হোক সুখের পূর্ণায়ন।

কবিতা-৫

আপনার জন্মদিনে বেজেছে সুর,
সুখের আলো ছড়াক দূর দূর।
আমাদের ব্লগের মুকুটধারী আপনি,
আপনার কাজ গড়ে ইতিহাসের ভূমি।
আজকের দিনে সবাই গাই,
আপনার জন্য আশীর্বাদের গান।
জন্মদিনে আপনার জন্য এ শুভেচ্ছা,
আপনি থাকেন সবসময় আমাদের অভিভাবক হয়ে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 last year 
 last year 

1000041474.jpg

প্রথমে দাদাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দাদার জন্মদিন উপলক্ষে দারুন মনোমুগ্ধকর কবিতা লিখেছেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আমাদের মাঝে প্রকাশ করার জন্য।

 last year 

আজ আমাদের সকলের প্রিয় দাদার জন্মদিন। জন্মদিনে দাদাকে অনেক অনেক শুভেচ্ছা। দাদার জন্মদিন উপলক্ষে আপনার
এক গুচ্ছ অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো।প্রত্যেকটি কবিতা অসাধারণ ছিল
পরে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঠিক বলেছেন,দাদা আমাদের ব্লগের শক্তি, ভরসা। দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর কয়েকটি অনু কবিতা লিখেছেন। কোন কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

আমাদের সবার প্রিয় দাদার জন্মদিন উপলক্ষে আপনি অসাধারণ কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা আমার পড়তে অনেক বেশি ভালো লেগেছে। সবগুলো অনু কবিতার প্রতিটা লাইন ছিল অনেক বেশি সুন্দর। একেবারে মনটা ভরে গেলো আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে।

 last year 

ছোট ছোট লাইনের কবিতা গুলো খুবই ভালো লাগে। আপনি দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। প্রত্যেকটা অনু কবিতা খুবই সুন্দর হয়েছে। ভালো লাগলো পড়ে। এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ভাই আপনার কবিতা এবং অনু কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে দাদার জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটি কোন কবিতা শেয়ার করেছেন পুরো মুগ্ধ হয়ে গেলাম। দাদা আমার বাংলা ব্লগের পথপ্রদর্শক। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।