জেনারেল রাইটিং পোস্ট || ক্রিপ্টো মার্কেটে এমন ডাম্প লাইফে প্রথমবার দেখলাম
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। এই পোস্টের টপিক হচ্ছে,ক্রিপ্টো মার্কেটে এমন ডাম্প লাইফে প্রথমবার দেখলাম। আমি ২০২২ সালে স্টিমিটে জয়েন করি এবং তারপর থেকেই ক্রিপ্টো মার্কেটের সাথে টুকটাক জড়িত আছি। যদিও সবসময় ট্রেডিং করা হয় না। তবে আমরা যেহেতু স্টিমিট প্লাটফর্মে ব্লগিং করে স্টিম আর্ন করি,তাই ক্রিপ্টো মার্কেটের দিকে আমাদের নজর রাখতে হয়। তাছাড়া ১৩/১৪ মাস আগে আমাদের সবার প্রিয় পুস কয়েন লঞ্চ হওয়ার পর থেকে, ক্রিপ্টো মার্কেটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি। পুস কয়েন যেহেতু ট্রন ব্লকচেইনে লঞ্চ করা হয়েছে, তাই ট্রনের দাম,পুসের দাম এবং স্টিমের দাম প্রায় প্রতিদিনই দেখার চেষ্টা করি।
তবে গত পরশুদিন রাতে অর্থাৎ ১০ই অক্টোবর রাতের বেলা যখন ক্রিপ্টো মার্কেট ঘাঁটাঘাঁটি করছিলাম, তখন দেখলাম যে বিটকয়েন, ইথেরিয়াম এবং প্রায় সব অল্টস কয়েন হিউজ পরিমাণে ডাম্প করছে। এককথায় বলতে গেলে একেবারে নন স্টপ ডাম্প করছে। এটা দেখে তো আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম। প্রায় ৪৫ মিনিট নন স্টপ ডাম্প হওয়ার পর, মার্কেট অনেকটা পাম্প করে। তবে বেশিরভাগ অল্টস কয়েন ৭০-৮০% ডাম্প করার ফলে,অল্ট কয়েন গুলো রিকভারি হতে সময় লাগবে। তবে বিটকয়েন এবং ইথেরিয়াম ইতিমধ্যে অনেকটা রিকোভার করেছে। তাছাড়া ট্রন এবং পুস কয়েন তুলনামূলকভাবে বেশ শক্ত অবস্থানে ছিলো। অর্থাৎ এই দুই কয়েনের মধ্যে তেমন বড় ডাম্প দেখা যায়নি। আসলে ক্রিপ্টো মার্কেটে এমন ডাম্প আমি এর আগে কখনো দেখিনি। আমার মনে হয় শুধুমাত্র আমি না,বরং অনেকেই এমন ডাম্প দেখেনি। দুঃখের কথা হচ্ছে, আমি মার্কেট ডাম্প হওয়ার ৬/৭ ঘন্টা আগে বেশ কিছু কয়েন কিনেছিলাম।
সবমিলিয়ে ১৫০০ ডলারের মতো ইনভেস্ট করেছিলাম। কিন্তু মার্কেট যখন ডাম্প করলো,তখন আমার ব্যালেন্স ৬০০ ডলারে নেমে এসেছিল। অর্থাৎ বুঝতেই পারছেন,কি পরিমাণে লসে ছিলাম তখন। তবে আমার বিশ্বাস ছিলো, যেহেতু স্পট ট্রেডিং করেছি,সেহেতু মার্কেট রিকোভার করবে। তবে সেক্ষেত্রে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। এখন ২৫০+ ডলার লসে আছি। আসলে সেদিন রাতে কমবেশি সবাই লস করেছে। কারণ মার্কেট যে এমন হবে, সেটা কেউ ধারণাও করতে পারেনি। মূলত মার্কেট ম্যানিপুলেট করা হয়েছে। কয়েকটি নিউজের মধ্যে দেখলাম, বেশ কিছু সেন্ট্রাল এক্সচেঞ্জ,বাইনান্স ফাউন্ডার এবং ট্রাম্প নাকি পুরো মার্কেট ম্যানিপুলেট করেছে। আবার অনেকে বলছে, আমেরিকা চীনের উপর ১০০% ট্যারিফ বসিয়েছে এবং সেটা নভেম্বর মাসের ১ তারিখ থেকে কার্যকর হবে। আর সেজন্য নাকি মার্কেট ডাম্প করেছে। কিন্তু আমার মনে হয় এটা একেবারেই মিথ্যা কথা।
কারণ শুধুমাত্র ট্যারিফের কারণে মার্কেট কখনোই এমন ডাম্প হবে না। বরং এটা হচ্ছে পিউর ম্যানিপুলেট। যারা স্পট ট্রেডিং করেছে, তাদের লস হয়তো রিকভারি হয়ে যাবে। কিন্তু যারা ফিউচার ট্রেডিং করেছে, তারা তো একেবারে শেষ। তারা হিউজ পরিমাণে লসের সম্মুখীন হয়েছে। আমার কাছে তখন ইউএসডিটি ছিলো না। তাই মার্কেট ডাম্প হওয়ার সময় অল্প দামে কয়েন কিনতে পারিনি। আর সেজন্যই আফসোস হচ্ছে। যাইহোক এককথায় বলতে গেলে, একেবারে ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করলাম। যা হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। আপনারা যারা ক্রিপ্টো তে ট্রেডিং করেন, তারা অবশ্যই বুঝেশুনে ট্রেডিং করবেন। নয়তো বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন। এই কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলো। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক এবং সেটা ভেবেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
|---|---|
| পোস্ট তৈরি | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ১২.১০.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹








ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1977094294008922411?t=1622j0mcp2N8yf2PKrM6GA&s=19
https://x.com/mohin3242127/status/1977233936507191514?t=OlTHeLkdfV8dUdyLSrIb1w&s=19
https://x.com/mohin3242127/status/1977234808431612203?t=UjjUgBnKBmnoR3O0rnHWWw&s=19
X-promotion