নাটক রিভিউ || টেলিফোনে বিয়ে
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে টেলিফোনে বিয়ে। এই নাটকটি ৪/৫ দিন আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। এই নাটকটি মূলত একটি শিক্ষণীয় নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝেমধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
| নাটক | টেলিফোনে বিয়ে |
|---|---|
| রচনা ও পরিচালনা | মহিন খান |
| অভিনয়ে | নিলয় আলমগীর,জান্নাতুল সুমাইয়া হিমি,খান আতিক,শেখ মাহবুবুর রহমান,আমানুল হক হেলাল,তুটিয়া ইয়াসমিন পাপিয়া,রিনা খান,হানিফ পালোয়ান,নাহিদ সুলতানা ইভা,মুহিত তমাল,আফতাব আহমেদ,টি এ তুহিন,করিম ভূঁইয়া |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা ভাষা |
| প্রচার | ২৫ই মার্চ ২০২৫ |
| দৈর্ঘ্য | ১ ঘন্টা ৮ মিনিট |
| প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়,নাটকের নায়ক নিলয় এবং নায়িকা হিমির বিয়ে হচ্ছে মোবাইলের মাধ্যমে। কারণ নিলয় বিদেশে থাকে এবং হিমি তার পরিবারের সাথে বাংলাদেশে থাকে। বিয়ের পর তারা বাসর রাতে ভিডিও কলে কথা বলে এবং হিমির কথাবার্তা শুনে, নিলয়ের খুব ভালো লাগে। কারণ হিমি একেবারে নম্র ভদ্র এবং তাকে দেখে নিলয়ের মনে হয়েছে, সে একেবারে ধার্মিক টাইপের। এমনকি হিমির পুরো পরিবারকে ভিডিও কলে দেখে নিলয়ের মনে হয়েছে ধার্মিক পরিবার। তাই নিলয় এই বিয়েতে রাজি হয়। কারণ নিলয় সৌদি আরবে ওমরাহ হজ্জ করেছে এবং সে ধার্মিক টাইপের মানুষ। তাই সে পরহেজগার বউ এবং পরিবার চেয়েছে। যাইহোক বিয়ের ৬ মাস পর ছুটিতে নিলয়ের বাড়িতে আসার কথা থাকলেও, সে কোম্পানির মালিককে অনুরোধ করে বিয়ের পরপরই বাড়িতে চলে আসে। বাসায় এসেই তো নিলয় অবাক হয়ে যায়।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কারণ নিলয়ের বাড়ির সামনে হিমি ওয়েস্টার্ন ড্রেস পরিধান করে নাচানাচি করে টিকটক ভিডিও বানাচ্ছে। সেই অবস্থায় হিমিকে দেখে নিলয় চিনতে পারছিলো না যে, সেটাই তার বউ। তো হিমি মোবাইলের মাধ্যমে নিলয়কে যা বলেছে, সব মিথ্যা বলেছে তার মায়ের কথা অনুযায়ী। হিমি নামাজ পড়তে পারে না,কোরআন তেলাওয়াত করতে পারে না, এমনকি রান্না করতেও পারে না। অর্থাৎ হিমির কোনো গুণ নেই। তাছাড়া হিমি দেখতেও কালো। অর্থাৎ ভিডিও কলে নিলয় যা দেখেছে সবই ভূয়া এবং প্রায় সব কথাই তারা মিথ্যা বলেছে। তখন নিলয় উপলব্ধি করে, টেলিফোনের মাধ্যমে বিয়ে করাটা তার একেবারেই উচিত হয়নি। নিলয় বলে সে হিমির সাথে সংসার করবে না। কারণ হিমি সবকিছু মিথ্যা বলেছে। তারপর নিলয়ের মা বাবা নিলয়কে বুঝানোর পর, নিলয় হিমিকে মেনে নেয়। কিন্তু সে ধীরে ধীরে হিমিকে সবকিছু শেখানোর চেষ্টা করে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
যেমন নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং রান্না করা। রমজান মাস শুরু হওয়ার আগের দিন নিলয় এবং হিমি,হিমির বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়েই জানতে পারে, হিমি তাদের গ্রামের একটি ছেলের সাথে প্রেম করতো। সেটা জেনেও নিলয় হিমিকে মাফ করে দেয়। কিন্তু হিমির বাড়িতে গিয়েই নিলয় জানতে পারে, হিমির বাবা একজন সুদখোর, হিমির বড় ভাই একজন নেশাখোর এবং হিমির মা রাজনীতি করে অর্থাৎ পুরুষ মানুষদের সাথে ওঠাবসা করে। তো এসব দেখে তো নিলয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ নিলয়ের বাবা নিলয়কে বলেছিল,হিমির বাবার লাইব্রেরীর ব্যবসা এবং হিমির বড় ভাইয়ের আতরের ব্যবসা রয়েছে। আর সেজন্যই সে বিয়েতে রাজি হয়েছিল। তো নিলয় সব সত্যি ঘটনা জানার পর, সে হিমিকে ডিভোর্স দিতে চায়। কিন্তু হিমির পুরো পরিবার নিলয়কে কথা দেয়, তারা একেবারে ভালো হয়ে যাবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তো নিলয় তাদেরকে জোর করে প্রথম রোজা রাখতে বাধ্য করে। কিন্তু তারা রোজা রাখার পরেও,সারাদিন খাবার খাওয়ার চেষ্টা করে। কিন্তু নিলয়ের কাছে তারা ধরা পড়ে যায়। তো নিলয় যে তাদেরকে এমন জোরাজোরি করে,সেটা তারা কেউ মেনে নিতে পারে না। নিলয় দেখে যে, হিমির বাবা আবারও একজনকে সুদের বিনিময়ে টাকা দিচ্ছে। তো এসব নিয়ে কথা বলতে গেলে,হিমির বাবা বলে আমি সুদ খাওয়া ছাড়তে পারবো না। তারপর হিমির মা বলে,আমিও রাজনীতি ছাড়তে পারবো না। কারণ সে এলাকার চেয়ারম্যান হতে চায়। তাই নিলয় সবার সামনে বলে যে, এমন পরিবারের সাথে সে কোনো সম্পর্ক রাখবে না। তাই সে তখন তাদের বাসায় চলে যায় এবং যাওয়ার আগে বলে যে, হিমির বাসায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে কাবিনের টাকা সহ। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে আমার মতে মোবাইলের মাধ্যমে বিয়ে করাটা একেবারেই উচিত নয়। এতে করে মানুষের ঠকার সম্ভাবনা বেশি থাকে। কারণ মানুষ মোবাইলের মাধ্যমে খুব সহজেই মিথ্যা কথা বলতে পারে। তাছাড়া বিয়ের মতো এমন পবিত্র সম্পর্ক শুরু করার আগে, ভালোভাবে সবকিছু জানার দরকার। নয়তো পরবর্তীতে এসব নিয়ে সংসারের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলার সৃষ্টি হয়। এমনকি অনেক সময় সংসার পর্যন্ত ভেঙে যায়। তাছাড়া পাত্র পাত্রী বিয়ের আগে একে অপরকে সামনা-সামনি দেখে নিলে,সবদিক দিয়েই ভালো। যাইহোক এই নাটকে মোবাইলের মাধ্যমে বিয়ে করে নিলয় আসলেই বেশ ঝামেলায় পড়ে যায়। কিন্তু পরবর্তীতে সে তার ওয়াইফ সহ,তার শ্বশুর বাড়ির সবাইকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করে। এটা নিঃসন্দেহে খুব ভালো একটি কাজ। তবে যারা খারাপ পথে চলে যায়, তাদেরকে ভালো পথে ফিরিয়ে আনাটা খুবই কঠিন। তবুও চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। এতে করে সবারই মঙ্গল। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি। বিশেষ করে নিলয়ের অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে।
আমার রেটিং
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | নাটক রিভিউ |
|---|---|
| স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ৩০.৩.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹


















ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1905925031449804855?t=X2a7JgixkgwDcF6XKe0NCQ&s=19
https://x.com/mohin3242127/status/1905972832460284106?t=hDGRH8Su8MVYLz5mKZO03g&s=19
https://x.com/mohin3242127/status/1905973520318009540?t=t9SSwkxt6Ut_DuPO8YwlLA&s=19
https://x.com/mohin3242127/status/1905976761931747340?t=Gf8b4LPhfxahaPG88d0uDA&s=19
https://x.com/mohin3242127/status/1905978649741766823?t=zovFq4Jnfxf3T6C9cCzeqg&s=19
https://x.com/mohin3242127/status/1906239745279111517?t=AqQ_hzpHx4NNLrM5UcRwcA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
খুব সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকের রিভিউটি পড়ে বেশ ভালো লাগলো। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। নাটকের রিভিউ পড়ে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ওয়াও আজকে আপনি চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আমার কাছে নিলয় ভাইয়ার প্রতিটি নাটক অনেক বেশি ভালো লাগে। উনার অভিনয় আমাদের সবার নজর কাড়ে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
নিলয় আসলেই খুব ভালো অভিনয় করে থাকে। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
টেলিফোনে বিয়ে নাটকটি আমি দেখেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই নাটকটি এখন অনেকটাই বাস্তবের মত। অনেক মানুষ আছে বিদেশ থেকে মোবাইলের মাধ্যমে বিয়ে করে আর মনের মত হয় না। তাই আমার কাছে মনে হয় বিয়ের আগে সবকিছু সামনাসামনি দেখাশোনা করে বিয়ে করাটাই উত্তম। এতে কোন ঝামেলা হয় না পরবর্তীতে। আপনি খুবই সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। আপনার রিভিউ পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ।
আসলেই এই নাটকটি একেবারেই বাস্তবসম্মত। যাইহোক রিভিউ পড়ে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
টেলিফোনে বিয়ে নামক এই নাটকটি আপনি খুব সুন্দর ভাবে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ এখানে যেভাবে নাটকের মধ্যে ঘটে যাওয়া সবগুলো ঘটনাকে আপনার এই রিভিউ এর মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ এখানে এই রিভিউ দেখে মনে হচ্ছে যে নাটকটি অনেক সুন্দর হবে ৷ আমি অবশ্যই সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে৷
নাটকটি আসলেই খুব সুন্দর। সময় পেলে নাটকটি দেখতে পারেন। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।