You are viewing a single comment's thread from:
RE: অস্বাস্থ্যকর খাবারগুলো একটু বেশি মজার ।
আসলেই ফুচকা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়,সেটা জানার পরও সবাই ফুচকা খেয়েই যাচ্ছে। ফুচকা আমার ভীষণ পছন্দ। যাইহোক ছোটবেলায় প্রচুর বার্মিজ আচার খেতাম, কিন্তু এখন আচার তেমন খাওয়া হয় না। এটা অবশ্যই ঠিক যে,অস্বাস্থ্যকর খাবারের স্বাদ সবসময়ই বেশি থাকে।
তখন আচারগুলো ছিল অন্যরকম, অনেক মরিচ থাকতো আর তখন আচারের প্যাকেটে পানি ঢুকিয়ে খেতাম। অনেক মজা লাগতো খেতে।
বেশ মজার আইডিয়া তো😂। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।