আমার তো দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ মনে হয় যাদের পড়াশোনা করতে হয় না তাদেরকে।
এটা কিন্তু খারাপ বলেননি আপু 😂। তবে প্রফেসরদের এমনটা করা মোটেই উচিত নয়। কারণ সেমিস্টারের সিলেবাস তো আগে শেষ করতে হবে, তারপর তো পরীক্ষা নিবে। দেশের এমন পরিস্থিতিতে কেউ তো পড়াশোনা করতে পারেনি। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো আপু।
একদম ই মন্দ বলি নি এটা,১০০% সত্যি কথা।