জেনারেল রাইটিং পোস্ট || পরিশ্রম আসলেই বৃথা যায় না
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। এই পোস্টের টপিক হচ্ছে,পরিশ্রম আসলেই বৃথা যায় না। এই কথাটি আমি মনেপ্রাণে বিশ্বাস করি। আসলে প্রতিটি মানুষ জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে। অর্থাৎ যশ খ্যাতি সবাই অর্জন করতে চায়। কিন্তু মানুষ এমনি এমনি বড় হতে পারে না। তার জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়। তাছাড়া শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই হয় না বরং স্মার্টলি পরিশ্রম করতে হয়। তাছাড়া বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়। কারণ দক্ষ মানুষদের চাহিদা সব জায়গায় রয়েছে। আর যে যত বেশি দক্ষ, সে তত বেশি উন্নতি করতে পারে। তাই যতটা সম্ভব দক্ষতা অর্জন করা উচিত আমাদের। তাহলে উন্নতি করা অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু কিছু কিছু মানুষ নিজের উন্নতি করতে চায় ঠিকই, কিন্তু তারা কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে চায় না।
এমনকি পরিশ্রম করতেও চায় না। তাই তাদের স্বপ্ন আর পূরণ হয় না। বরং তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। যাইহোক আমাদের মহল্লার এক লোক। উনার নাম হচ্ছে কাইয়ুম। তো কাইয়ুম ভাইয়ের ৪ ছেলে। কাইয়ুম ভাই একসময় অনেক গরীব ছিলেন। কিন্তু তিনি প্রচুর পরিশ্রম করতে পারতেন। এমনকি এখনও অনেক পরিশ্রম করতে পারে। তো উনার বয়স হচ্ছে ৫০+ এবং তিনি বেশ কিছু কাজে দক্ষতা অর্জন করেছেন। মূলত আমাদের মহল্লার তুলার ফ্যাক্টরি গুলোতে উনার বেশ চাহিদা রয়েছে। কারণ উনি মেশিন ঠিক করা থেকে শুরু করে তুলার মেশিনের কাটা লাগানো সবই পারেন। এই কাজগুলো উনি বেশ ভালোভাবে রপ্ত করেছেন উনার ওস্তাদের কাছ থেকে। তো উনি এখন শুধুমাত্র আমাদের এলাকায় না,বরং বিভিন্ন জায়গায় গিয়ে সার্ভিস দিয়ে থাকেন। তো তিনি সবমিলিয়ে বেশ ভালো ইনকাম করেন এবং উনার আর্থিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তাছাড়া উনার ৪ ছেলে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করছে।
মূলত উনি তাদেরকে আর্থিক সাপোর্টের মাধ্যমে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তো সেদিন একজনের মুখ থেকে শুনলাম উনার পরিবার প্রতি মাসে মিনিমাম ২০ লাখ টাকা ইনকাম করে। কথাটি শুনে বেশ ভালো লেগেছিল। কারণ উনি একসময় প্রচুর কষ্ট করেছেন। তাছাড়া এমন সাফল্য দেখলে আসলেই খুব ভালো লাগে। তো কাইয়ুম ভাই যদি এতটা পরিশ্রম করতে না পারতেন এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে না পারতেন, তাহলে হয়তোবা উনার পরিবার এতটা স্বচ্ছল হতে পারতো না। উনি এখন উনার বিভিন্ন ধরনের স্বপ্ন বাস্তবায়ন করছেন। সুতরাং শুধু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অবশ্যই দক্ষতার সাথে কঠোর পরিশ্রম করতে হয়। তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব। কারণ পরিশ্রম আসলেই বৃথা যায় না। যাইহোক এই কথা গুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
|---|---|
| পোস্ট তৈরি | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
| তারিখ | ২২.১২.২০২৫ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹








ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/i/status/2003127741957452035
https://x.com/i/status/2003128780018368844
X-promotion
ভাই আপনি দারুন একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আমি মানি পরিশ্রম কখনো বৃথা যায় না।তাই যত কঠোর পরিশ্রম করতে পারব ততই সফলতার মুখ দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি শেয়ার করার জন্য।
পোস্টটি পড়ে যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।