DIY-কাপড় দিয়ে পাপোশ তৈরি||

in আমার বাংলা ব্লগlast month (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। নিজে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তবে সময়ের অভাবে আসলে কোন কিছু তৈরি করা হয় না। তবে কয়দিন থেকে ভাবছিলাম কাপড় দিয়ে পাপোশ তৈরি করবো। অবশেষে তৈরি করে ফেলেছি। আশা করছি আমার তৈরি করা পাপোশ সবার ভালো লাগবে


কাপড় দিয়ে পাপোশ তৈরি:

IMG_20241029_111901.jpg
Device-OPPO-A15


ভালো লাগার কাজগুলো করতে অনেক ভালো লাগে। তবে যতক্ষণ পর্যন্ত কাজটি শেষ না হচ্ছে ততক্ষণ যেন একদম শান্তি পাচ্ছিলাম না। অনেক রাত জেগে অবশেষে আমি পাপোশটি তৈরি করতে সক্ষম হয়েছি। তবে হাতের অবস্থা একদমই বারোটা বেজে গেছে। সুঁই সুতোয় সেলাই করা মোটেও সহ ছিল না। আর সুঁই সুতো দিয়ে সেলাই করে পাপোশটি বানাতে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা ভাবে অবশেষে আমি সম্পূর্ণভাবে তৈরি করতে পেরেছি। আসলে নিজের তৈরি করা কোন কিছু ব্যবহার করতেও ভালো লাগে। আর পাপোশটি তৈরি করতে ভালো লেগেছে। কাপড় কেটে কেটে সুন্দর করে পাপোশটি তৈরি করেছি। এই পাপোশটি তৈরি করতে অনেক সময় লেগেছে এবং পরিশ্রমও হয়েছে। তবে আমার কাছে মনে হয় সার্থকতা এসেছে। এবার চলুন দেখি নেয়া যাক কিভাবে আমি পাপোশ তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাপড়।
২. সুঁই।
৩. সুতো।
৪. কেঁচি।

IMG20241027165259.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241027165404.jpg
Device-OPPO-A15
IMG20241027170057.jpg
Device-OPPO-A15


কাপড় দিয়ে পাপোশ তৈরি করার জন্য প্রথমে কাপড় কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20241027170444.jpg
Device-OPPO-A15
IMG20241027171640.jpg
Device-OPPO-A15


যেহেতু বেশ কিছু কাপড়ের প্রয়োজন তাই ধীরে ধীরে অনেকগুলো কাপড় কেটে নিয়েছি। এখানে আমি দুটি রংয়ের কাপড় নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে।


ধাপ-৩

IMG20241027171740.jpg
Device-OPPO-A15
IMG20241027171847.jpg
Device-OPPO-A15


এবার কাপড় গুলো কাজে লাগানোর চেষ্টা করেছি। আপনারা হয়তো চুলের বেনী অনেকেই করতে পারেন। আমি সেরকম ভাবেই কাপড় গুলো বেনী করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20241027172225.jpg
Device-OPPO-A15
IMG20241027173512.jpg
Device-OPPO-A15


তিনটি কাপড়ের টুকরো সুন্দর করে একসাথে করে বেনী করে নিয়েছি। আর এভাবে বেশ কিছু বেনী তৈরি করেছি।


ধাপ-৫

IMG20241027174047.jpg
Device-OPPO-A15
IMG20241027185153.jpg
Device-OPPO-A15


এবার অন্য কালারের কাপড়টা নিয়েছি আর একই পদ্ধতিতে আরো কিছু বেনী করে নিয়েছি।


ধাপ-৬

IMG20241027185251.jpg
Device-OPPO-A15
IMG20241027190428.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে বেনীগুলো আটকে দিয়েছি। আর গোল করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20241027191036.jpg
Device-OPPO-A15
IMG20241027191228.jpg
Device-OPPO-A15


কাপড়ের তৈরি বেনীগুলো দিয়ে সুন্দর করে পাপোশের মাঝের অংশটা করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20241027192941.jpg
Device-OPPO-A15
IMG20241027193051.jpg
Device-OPPO-A15


এবার অন্য কালারের কাপড়ের বেনী এডজাস্ট করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20241027202122.jpg
Device-OPPO-A15
IMG20241027202137.jpg
Device-OPPO-A15


প্রথমে তো এডজাস্ট করতেই পারছিলাম না। এরপর অনেকটা সময় নিয়ে কাজটি করেছি। আর সুন্দর করে সেটিং করে নিয়েছি।


ধাপ-১০

IMG20241029092902.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরও এক রাউন্ড দিয়েছি। যাতে করে পাপোশটি দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG_20241029_094532.jpg
Device-OPPO-A15

এবার ধীরে ধীরে আবারো অন্য রঙের কাপড়ের বেনী সুন্দর করে সেলাই করে দিয়েছি। আর ধীরে ধীরে পাপোশটি বড় করতে শুরু করেছি। আর সুন্দর একটি পাপোশ তৈরি করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20241029_101337.jpg
Device-OPPO-A15


পাপোশের মাঝের অংশ তৈরি হয়ে যাওয়ার পর এবার ভাবলাম সাইড দিয়ে ছোট ছোট কাপড় লাগিয়ে দেই। তাহলে দেখতে ভালো লাগবে। সেই ভাবনা থেকে আমি সাইড দিয়ে ছোট কাপড় সুন্দর করে কুচি কুচি করে লাগিয়ে দিয়েছি। আর সুন্দর একটি পাপোশ তৈরি হয়েছে। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই পাপোশটি তৈরি করতে আমার অনেকটাই সময় লেগেছে। আর বাস্তবে দেখতে বেশি সুন্দর লাগছিল।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last month 

বাহ! দারুণ কিছু তৈরী করেছেন তো, কালারটা বেশ সুন্দর ম্যাচিং হয়েছে। অনেক ধন্যবাদ

 last month 

এই পাপোশটি তৈরি করতে সত্যি অনেক সময় লেগেছে ভাইয়া। আর আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপু এত সুন্দর পাপোশ বানিয়েছে নিতে পা মুছতে ইচ্ছে হবে? লকডাউনের সময় আমার একটি সিল্ক শাড়ি ছিঁড়ে গেছিল আমি সেই শাড়িটা দিয়ে এরকম নিয়ে একটা বিরাট রাগ বানিয়ে ছিলাম। তবে তাতে আর পা মোছা হয়নি আমরা মাঝেমধ্যেই কার্পেট হিসেবে পেতে বসতাম। আপনার কালার কম্বিনেশন টাও চমৎকার হয়েছে তবে আমি শুধুই ভাবছি এই পোস্টটাতে আপনি কিভাবে পা মুছবেন। 😀😀

 last month 

শখের বসে বানিয়েছি আপু। শেষে পা মুছা যাবে কিনা সেটাই চিন্তার বিষয়। যত্ন করে তুলে রাখতে হবে আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last month 

আজ আপনি আমাদের মাঝে দারুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আসলে কাপড় দিয়ে এত সুন্দর একটা পাপোশ তৈরি পদ্ধতি আজ আপনার পোস্টে সর্বপ্রথম দেখতে পেলাম। আপনি খুব সুন্দরভাবে এই পাপোশ তৈরীর পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

কাপড় দিয়ে তৈরি করা পাপোশ আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। এত সুন্দর করে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 last month 

ঠিক বলেছেন আপু সময়ের অভাবে তেমন কিছু তৈরি করা হয় না ।আপনি অনেক সুন্দর ভাবে কাপড় দিয়ে পাপোশ তৈরি করেছেন ।আপনার কাপড়ের কালার গুলো অনেক সুন্দর তাই দেখতে আরো বিশেষ চমৎকার লাগছে ধন্যবাদ আপনাকে।

 last month 

সত্যি আপু সময়ে বড়ই কঠিন। সময়ের অভাবে অনেক কিছুই করা হয়ে ওঠে না। তবে আমি চেষ্টা করেছি সময়টুকু কাজে লাগিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করার।

 last month 

আসলে আপু নিজে কোন কিছু তৈরি করতে পারলে মনের ভেতরে অনেক ভালো লাগা কাজ করে। এত সুন্দর পাপোশ দিয়ে পা মুছতেই তো মনে কষ্ট লাগবে। অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া পরিশ্রম করে তৈরি করার পর পা মুছতে গিয়ে সত্যি অনেক খারাপ লাগবে। দেখা যাক কি হয়।

 last month 

কাপড় দিয়েও যে ঘরে বসে অসাধারণ একটি পাপোশ তৈরি করেছেন আপু। ঘরের মধ্যে ফেলে রাখা কাপড় দিয়ে যে এত সুন্দর ভাবে পাপোশ তৈরি করেছেন। তা দেখে বেশ ভালো লাগলো। অসাধারণ লাগছে আপনার তৈরি করা পাপোশ টি।খুবই ইউনিক লেগেছে আমার কাছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আমার তৈরি করা কাপড়ের পাপোশ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। চেষ্টা করেছি নতুন কিছু তৈরি করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 last month 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে কাপড় দিয়ে পাপোশ তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এগুলো তৈরি করতে হলে অনেক সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last month 

নতুন কিছু করতে আমার খুবই ভালো লাগে। তাই কাপড় কাজে লাগিয়ে পাপোশ তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last month 

এভাবে হাতে সেলাই করে কোন কিছু বানানো বেশ কস্টকর সেই সাথে সময় সাপেক্ষ। আপনি বেশ সময় নিয়ে পাপোশটি বানিয়েছেন। আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। আজকাল এ ধরনের পাপোশ বেশ বিক্রি হয় । বেশ চলছে এই পাপোশ গুলো। বেশ সুন্দর বানিয়েছে। সেই কাপড়ের রং সিলেকশনও যথার্থ হয়েছে। তাই দেখতে বেশি সুন্দর লাগছে।

 last month 

ঠিক বলেছেন আপু হাতে সেলাই করে কোন কিছু বানানোটা অনেক বেশি কষ্টের এবং সময়ের ব্যাপার ।তবুও চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করার।

 last month 

পাপোশটি বানাতে আপনার কষ্ট হলেও চমৎকার সুন্দর বানিয়েছেন আপু।ভীষণ সুন্দর হয়েছে কাপড় দিয়ে তৈরি পাপোশ টি।ধাপে ধাপে সুন্দর করে পাপোশ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পাপোশ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last month 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু পাপোশটি বানাতে সত্যি অনেক কষ্ট হয়েছে। আর সময় নিয়ে কাজ করতে হয়েছে। চেষ্টা করেছি পাপোশ বানানোর পদ্ধতি সুন্দর করে তুলে ধরার।