লাইফস্টাইল-শীতের সকালে কিছুটা সময় কাটানো||

in আমার বাংলা ব্লগ10 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভালোলাগার মুহূর্তগুলো সবার মধ্যে শেয়ার করতে অনেক ভালো লাগে। কয়েকদিন আগে গ্রামের বাসায় গিয়েছিলাম। আর গ্রামের বাসায় গিয়ে শীতের সকালটা দারুন ভাবে উপভোগ করেছি। সেই সুন্দর মুহূর্তগুলোই আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি আমার এই লাইফ স্টাইল পোস্ট আপনাদের ভালো লাগবে।


শীতের সকালে কিছুটা সময় কাটানো:

IMG_20241120_212550.jpg
Device-OPPO-A15
Location


দেখতে দেখতে শীত চলে এলো। শহরে শীতের আবহাওয়া খুব একটা বোঝা যায় না। তবে গ্রামের দিকে শীত ভালোভাবে লক্ষ্য করা যায়। সকাল বেলায় ঘুম থেকে উঠে যখন কুয়াশা ভেজা সকালের চিত্রটা দেখেছিলাম তখন সত্যি অনেক ভালো লেগেছিল। কুয়াশা ভেজা সকাল আর গ্রামের রাস্তাঘাট সবকিছু দেখে অন্যরকমের অনুভূতি হয়েছিল। আমিও সকালের সৌন্দর্যটা উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছিলাম। সুন্দর কোন দৃশ্য কিংবা প্রকৃতি দেখলে নিজের মতো করে একটু সময় কাটাতে ইচ্ছে করে।


IMG_20241120_212326.jpg
Device-OPPO-A15
Location
IMG_20241120_212255.jpg
Device-OPPO-A15
Location


কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি আর সকালের নিগ্ধ বাতাস হৃদয় শীতল করেছিল। কুয়াশা অনেকটাই বেশি ছিল। কিন্তু শীত খুব একটা যে পড়েছে সেটাও নয়। হালকা শীত আর কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি দেখতে অসাধারণ লাগছিল। মুহূর্তটা স্মরণীয় করে রাখতে আরও কিছুটা সময় ঘোরাঘুরি করেছি। আর অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম। এছাড়া গ্রামীণ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। বিশেষ করে শীতের সকালের অপরূপ সৌন্দর্য দেখতে যেমন ভালো লেগেছে তেমনি উপভোগ করতে অনেক ভালো লেগেছে।


IMG_20241120_212433.jpg
Device-OPPO-A15
Location


কুয়াশা ভেজা পথঘাট আর চারপাশের প্রকৃতি অন্যরকম লাগছিল দেখতে। আমার কাছে তো শীতের সকালটা দারুন লেগেছিল। এরকম আবহাওয়ায় অনেকটা সময় হাঁটাহাঁটি করেছিলাম। আর সেই মুহূর্তটা সত্যি দারুন ছিল। হালকা হালকা শীত অনুভব হচ্ছিল। তবে কুয়াশা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। দেখতে দেখতে শীত প্রায় চলে এলো। এখন একটু একটু শীত অনুভব করা যায়। তবে গ্রামের দিকে শীতের অনুভূতিটা বেশি খুঁজে পাওয়া যায়। আমিও নিজের মতো করে সুন্দর সময় কাটিয়েছিলাম।


IMG_20241120_212352.jpg
Device-OPPO-A15
Location


ধান ক্ষেত আর ফসলের মাঠ দেখতে অনেক ভালো লাগছিল। কুয়াশায় ঢেকে গিয়েছিল চারপাশ। এরই মাঝে ফসলের মাঠের ফাঁকা অংশগুলো দেখতে ভালো লাগছিল। এখন ধান কাটার মৌসুম শুরু হয়েছে। ফসলের মাঠ খালি হতে শুরু করেছে। একপাশে ধান ক্ষেত অন্য পাশে ফাঁকা মাঠ পড়ে আছে। এরকম জায়গা গুলোতে হাঁটাহাঁটি করতে বেশ ভালো লেগেছে। সকাল বেলায় দারুন সময় কাটিয়েছিলাম। আমার তো খুবই ভালো লেগেছে।


IMG_20241120_212220.jpg
Device-OPPO-A15
Location


শীতের সকালের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখার জন্য অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম। এই ফটোগ্রাফি গুলো ধীরে ধীরে আপনাদের মাঝে উপস্থাপন করবো। আসলে ভালো লাগার মুহূর্তগুলো স্মরণীয় করে রাখবে অনেক ফটোগ্রাফি করা হয়েছিল। সুন্দরভাবে সময়টা কাটিয়েছিলাম আর মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করলাম। আমার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে আমার ভীষণ ভালো লাগে।


প্রত্যেক সপ্তাহে একটি করে লাইফ স্টাইল পোস্ট শেয়ার করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আমি এই লাইফস্টাইল পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 hours ago 

বাহ্ আপু শীতের সকালে চমৎকার সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। শীতের সকালের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বর্তমানে ঢাকা শহরে রয়েছি তাই শীতের দেখা পাচ্ছি না। এমন সুন্দর কুয়াশা মাখা সকাল দেখে গ্রামে যেতে ইচ্ছা করছে খুব। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 9 hours ago 

শহরে শীত এসেছে বোঝা না গেলেও গ্রামে কিন্তু বেশ বোঝা যায় আপু।আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ বুঝতে পারছি শীত এসেই গেলো।আপনি গ্রামে গিয়ে সুন্দর শীতের সকাল উপভোগ করেছেন।আর সুন্দর অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কিছু অনুভূতি শেয়ার করার জন্য।

 8 hours ago 

শীতের সকালে প্রকৃতির চারপাশ যেন মায়াময় হয়ে থাকে। আশপাশে কুয়াশা ঘেরা পরিবেশ আর ঠাণ্ডার বাতাবরণ মাতিয়ে রাখে মন প্রাণ। গ্রামের প্রকৃতির মধ্যে যেন মিশে থাকে মাদকতা। অসাধারণ সব ছবিতে আপনি সেই মাদকতাই ফুটিয়ে তুলেছেন। কিন্তু দুঃখের বিষয় হল শীত ক্ষণস্থায়ী। আসে আর চলে যায়। সারাবছরই এখন গ্রীষ্ম।

 5 hours ago 

গ্রামের দিকে তো অনেক বেশি ঠান্ডা পড়েছে তাহলে। আমাদের শহরে এখনো এরকম কুয়াশা পড়েনি। কুয়াশাচ্ছন্ন প্রকৃতি দেখে খুবই ভালো লাগলো। চমৎকার মুহূর্ত কাটিয়েছেন আপনি। কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে ধন্যবাদ আপু চমৎকার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 5 hours ago 

শীতের সময় কুয়াশামাখা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দারুন লাগে। শীতের সকালে দারুন সময় উপভোগ করেছেন আপনি। গ্রামীন পরিবেশে এরকম সময় কাটালে অনেক ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। শীতের সকালে কাটানো মুহূর্ত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 hours ago 

আপনার পোস্টটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো অনেক সুন্দর দৃশ্য আপনি ফুটিয়ে উঠেছেন।

 50 minutes ago 

ঠিক বলেছেন শীতের শহরে সময় গুলো খুব ভালোই কাটে। শহরে শীত না লাগলেও গ্রামে আসলে শীত চলে এসেছে। আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে। কিন্তু দিনের বেলায় একটু গরম হলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত প্রচুর শীত। যাইহোক আপনার সুন্দর পোস্টটি দেখে আমারও বেশ ভালো লাগলো।