জেনারেল রাইটিং- প্রিয় আপু||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে অনেক কথাই লিখতে ইচ্ছে করে। কিন্তু অনেক সময় লিখতে গিয়েও কথাগুলো কেন জানি আটকে যায়। ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করা হয়ে ওঠে না। তবুও আজকে আমি নিজের ভেতরের অনুভূতি থেকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


প্রিয় আপু:

red-rose-4304139_1280.jpg
Source


আমার বাংলা ব্লগ আমাদের একটি ছোট্ট পরিবার। সময়ের সাথে সাথে এই পরিবারের সদস্য সংখ্যা যেমন বেড়ে যাচ্ছে তেমনি পরিবারের মানুষগুলোর বন্ধন অনেক বেশি অটুট হচ্ছে। এই পরিবারের সাথে যুক্ত হতে পেরে আমরা সকলে যেমন আনন্দিত তেমনি এই পরিবারের মানুষগুলোকেউ আপন করে নিয়েছি। সত্যি কথা বলতে হয়তো কারো সাথে রক্তের সম্পর্ক নেই কিন্তু এই কমিউনিটিতে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে। আর সেই মানুষগুলোর মধ্যে অন্যতম একজন হলো @tangera আপু। এই মানুষটি আমার জন্য যা করেছে সেই ঋণ আমি কখনোই শোধ করতে পারবোনা।


আসলে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও এমন কিছু মানুষ আছে যারা রক্তের সম্পর্কের থেকে অনেক বেশি আপন হয়ে যায়। তানজিরা আপু এমন একজন মানুষ যেই মানুষটিকে আমি সারা জীবন মনে রাখবো। যাকে কখনো ভুলার মত নয়। হয়তো তার সাথে আমার ব্যক্তিগত কোন সম্পর্ক নেই কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আপন মানুষের থেকেও আরো বেশি আপন হয়। তাদের আন্তরিকতা কিংবা সহযোগিতা আমাদেরকে মুগ্ধ করে। আমার মাঝে মাঝে আফসোস হতো আমার যদি একটি বড় বোন থাকতো তাহলে অনেক ভালো হতো মনের কথাগুলো তার কাছে বলতে পারতাম। কিন্তু এখন আর সেই আফসোসটা নেই। কারণ এই কমিউনিটিতে আসার পর আমি অনেক ভাই বোন পেয়েছি। আর তানজিরা আপুর মত একজন বড় আপু পেয়েছি।


সেদিন যখন জানতে পেরেছিলাম আপু আমাদের থেকে দূরে চলে যাচ্ছেন সেদিন ভেতরটা যেন একদম ভেঙ্গে গিয়েছিল। মনে হয়েছিল যেন আপন একজন মানুষকে হারিয়ে ফেলতে চলেছি। কি রকম যে কষ্ট হয়েছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মত নয়। কেমন জানি অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সেই অদ্ভুত অনুভূতির মাঝে অনেক শূন্যতা লুকিয়ে ছিল। সেই শূন্যতা থেকে কিছুতেই বের হতে পারছিলাম না। ভেতরে ভেতরে খুবই চাপা কষ্ট অনুভব করছিলাম। শুধু বারবার কান্না পাচ্ছিল। এটাই হয়তো ভালোবাসা। এটাই হয়তো হৃদয়ের টান। আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন এটা আমাদের জন্য সত্যি অনেক আনন্দের।💕


আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা শুধু আমাদের জন্য করে যায়। হয়তো আমরা তাদের জন্য কিছু করতে পারি না। কিন্তু তাদের প্রতি যে ভালোবাসা আর শ্রদ্ধা ভেতরে তৈরি হয় সেটা কখনো প্রকাশ করা হয়ে ওঠে না। আমি আমার জীবনে তেমন একজন মানুষকে আমার পাশে পেয়েছি। তিনি হলেন তানজিরা আপু। হয়তো সবকিছুই আমি আপনাদেরকে বলতে পারব না। তবে মন থেকে যে শ্রদ্ধা আর ভালোবাসা আপুর জন্য রয়েছে সেটা হয়তো সারা জীবন থেকে যাবে। জানিনা কখনো আপুকে একনজর দেখতে পারবো কিনা। তবে আপুর প্রতি ভালোবাসা সারা জীবন রয়ে যাবে।


হয়তো অনেক কিছুই বলতে চেয়েছিলাম। কিন্তু বলা হয়ে ওঠেনি। হয়তো মনের কথাগুলো কিংবা অনুভূতিগুলো লিখে প্রকাশ করা যায় না। তবে এতটুকুই বলবো আপু আপনাকে সারা জীবন ধরে ভালোবাসবো এবং অনেক বেশি শ্রদ্ধা করবো। সব সময় আমাদের পাশে থাকবে আপু। অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় তানজিরা আপু 💕।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

IMG_20241214_192235.jpg

IMG_20241214_192254.jpg
IMG_20241214_192306.jpg

 2 months ago 

তানজিরা আপুর মেসেজটা সেদিন ধাক্কা দেওয়ার মতোই ছিল। এ কথা তো সত্যিই একজনের কাজের দায় অন্য একজন কেন বইবে? আপু ফিরে এসেছেন এটা অনেক আনন্দের খবর। আমাদের কমিউনিটিতে এমন কঠিন সময়, মনকে নাড়া দেয়৷

 2 months ago 

হ্যাংআউটে তানজিরা আপুর মেসেজটা দেখে সবাই অনেক কষ্ট পেয়েছিল আপু। একজনের অন্যায়ের জন্য অন্য কেউ শাস্তি পাবে এটা ঠিক না।

 2 months ago 

তানজিরা আপু চলে যান আমরা তা কেও চাইনি। এটি ভীষণ খারাপ একটি ঘটনা হতো। তিনি যে আবার আমাদের মধ্যে ফিরে এসেছেন সিদ্ধান্ত বদল করে, তা খুব ভালো ব্যাপার। আপনার পোস্ট থেকে এটি জানতে পেরে খুব ভালো লাগলো। সকলেরই মনের কিছু খারাপ এবং ভালো সময় যায়। খারাপ ভালো পরপর আসতে থাকে। তাই আকস্মিক কোন সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আপু ফিরে এসেছেন শুনে খুব ভালো লাগলো।

 2 months ago 

আপুর চলে হওয়ার সিদ্ধান্ত সত্যি অনেক কষ্ট দিয়েছিল। অনেক খারাপ লেগেছিলো। সবকিছু ঠিক হয়ে গেছে এটাই অনেক শান্তির।

 2 months ago 

আমরা একটা পরিবার। এখানে সবাই একে অপরের ভালো মন্দের সাথে যুক্ত। তাই কারও কঠিন সিদ্ধান্ত অন্যকেও কস্ট দেয়। তেমনই তানজিরা আপুর কমিউনিটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত আপনার মতো সবাই কস্ট পেয়েছে। আপু তার সিদ্ধান্ত পরিবর্তন করে আবার কাজে ফিরে এসেছে দেখে বেশ ভালো লাগলো। আশা করি সবাই আমরা এক সাথে বেশ ভালো থাকবো।

 2 months ago 

সত্যি আপু আমরা সবাই মিলে একটি পরিবার। আর এই পরিবার থেকে যদি কেউ চলে যায় তাহলে খুবই খারাপ লাগবে।

 2 months ago 

সত্যিই সেদিন হ্যাংআউটে তানজিরা আপুর মেসেজটা দেখে সবাই কষ্ট পেয়েছে। আমরা সবাই এক পরিবারে আবদ্ধ আর আমরা একে অপরের পাশে এভাবেই থাকবো সারাজীবন। তানজিরা আপুকে নিয়ে আপনার মনের যে অনুভূতি তা পড়ে ভালো লাগলো। এটা ঠিক বলেছেন কিছু কিছু অনুভূতি থাকে যা কখনও লিখে প্রকাশ করা যায় না। আপু উনার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে এসেছে জেনে সত্যিই খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অনুভূতি মূলক পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন আপু হ্যাংআউটে তানজিরা আপুর মেসেজটা দেখে অনেক কষ্ট পেয়েছিলাম। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

সত্যিই সেদিন বৃহস্পতিবারের হ্যাংআউটে তানজিরা আপুর মেসেজটা দেখে সবাই অনেক কষ্ট পেয়েছে। আমরা সবাই এক পরিবারে আবদ্ধ। আর আমরা এই পরিবারের সবাই একে অপরের পাশে এভাবেই থাকবো সারাজীবন।তানজিরা আপুর মেসেজটা ঠিক আমাদের সবাইকে যেমন কষ্ট দিয়েছিল।কিন্তু আপুর পরবর্তী মেসেজটা দেখে আমাদের সবাইকে অনেক খুশি করেছে। পরবর্তী মেসেজটা দেখে সত্যি অনেক খুশি হয়েছিলাম। আশা করি আমরা সবাই একসাথে খুব সুন্দর ভাবে এই কমিউনিটিতে থাকবো।

 2 months ago 

সত্যি আপু সেদিন যখন জানতে পেরেছিলাম বিষয়টা খুবই খারাপ লেগেছিল। আমি তো আপনার ভাইয়াকে বারবার বলছিলাম কি হয়েছে। আপনার ভাইয়া বলেছিলেন কিছুনা সবকিছু ঠিক হয়ে যাবে তখন অনেকটা আশ্বস্ত হয়েছিলাম। সত্যি রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে আমরা যেন একটা পরিবার হয়ে গিয়েছি।আপুর ফিরে আসাতে অনেক খুশি হয়েছি।

 2 months ago 

তানিজরা আপু যখন বললেন আমাদেরকে ছেড়ে চলে যাবেন,তখন সত্যিই খুব খারাপ লেগেছিল। পরবর্তীতে উনি সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদের মাঝে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন,এটা খুবই ভালো হয়েছে। আমরা সবাই মিলেমিশে কমিউনিটিতে কাজ করবো,সেটাই সবসময় চাই। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

New to Steemit?