কয়েকটি রেনডম ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি গুলো আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে।


কয়েকটি রেনডম ফটোগ্রাফি:

IMG_20251225_194947.jpg
Device-OPPO-A15
Location


সুন্দর কোন কিছু দেখতে সত্যিই অনেক ভালো লাগে। লাল রঙের এই গোলাপ ফুল অনেক সুন্দর ছিল দেখতে। লাল রঙের গোলাপ ফুল গুলো যখন ফুটে থাকে তখন বাগানের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। আর এই ফুল সবারই অনেক প্রিয় একটি ফুল। লাল গোলাপের অপরূপ সৌন্দর্য ভালো লাগে। আর দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় ছিল। দেখতে ছিল মনোমুগ্ধকর।


IMG_20251225_195312.jpg
Device-OPPO-A15
Location


করলা ফুলের সৌন্দর্য বেশ ভালো লাগে। বৃষ্টি ভেজা এই ফুলের সৌন্দর্য দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। কোন এক বৃষ্টি ভেজা দিনে এই ফটোগ্রাফিটি করেছিলাম। বৃষ্টি ভেজা দিনে ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। কারণ প্রকৃতি একেবারে শীতল হয়ে যায়। আর সুন্দরভাবে প্রকৃতি সেজে উঠে। প্রকৃতির এই শীতলতা দেখে হৃদয় জুড়িয়ে যায়।


IMG_20251225_195243.jpg
Device-OPPO-A15
Location


হলুদ গোলাপের এই ফুলের কলিটি দেখতে খুবই সুন্দর ছিল। হলুদ গোলাপ দেখতে যেমন সুন্দর তেমনি ফুলের কলিটিও দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিল। আমার কাছে এই ফুল অনেক বেশি ভালো লাগে। বেশ কিছুদিন আগে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। হলুদ রঙের এই ফুলের কলিটি খুবই চমৎকার এবং আকর্ষণীয় ছিল দেখতে।


IMG_20251225_195300.jpg
Device-OPPO-A15
Location


এই গাছটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে এই গাছের পাতাগুলো দেখতে অনেক ভালো লাগে। সবাই নিজেদের বাগানে এই গাছগুলো রাখার চেষ্টা করে। কারণ এগুলো সৌন্দর্য বৃদ্ধি করে আর দেখতেও ভালো লাগে। আর ঝুলন্ত টব গুলোতে যখন এই গাছগুলো লাগানো হয় তখন দেখতে অনেক বেশি ভালো লাগে।


IMG_20251225_195322.jpg
Device-OPPO-A15
Location


বৃষ্টির সময় এই ফুলের আগমন ঘটে। আর এই ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। রেইন লিলি ফুলের সাথে আপনারা হয়তো সবাই পরিচিত। আর এই ফুলের অপরূপ সৌন্দর্য আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তাই তো সুন্দরভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম। চমৎকার এই ফটোগ্রাফি শেয়ার করতে ভালো লাগে।


দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো সবার মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations @monira999! Your post was upvoted by @supportive. Accounts that delegate enjoy 10x votes and 10–11% APR.