লাইফস্টাইল-মেডিসিন বিরম্বনা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা কিংবা অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তেমনি আজকে আমি মেডিসিন নিয়ে বিরম্বনায় পড়ার কিছু অনুভূতি আপনাদের মাঝে উপস্থাপন করবো।
মেডিসিন বিরম্বনা:

Location
আসলে মেডিসিন বিরম্বনা মাঝে মাঝে ভীষণ অস্বস্তিতে ফেলে দেয়। যেহেতু সময়ের সাথে সাথে মেডিসিন চেঞ্জ হয় তাই একেবারে সব মেডিসিন কিনে রাখা সম্ভব হয় না। কয়েকদিন পরপর মেডিসিন যখন চেঞ্জ হয় তখন নতুন করে আবার মেডিসিন আনতে হয়। তাই গতকাল গিয়েছিলাম নিজের প্রয়োজনীয় মেডিসিন আনার জন্য। আমি যেখানে ডক্টর দেখাই সেখানে যেতে হয়েছিল। সেই মেডিসিন স্টোর আমার বাসা থেকে অনেকটাই দূরে। তবুও কষ্ট করে দূরে গিয়েছিলাম মেডিসিন আনতে। কিন্তু ভাগ্যটাই খারাপ যেই কাজের জন্য গিয়েছিলাম সেটাই হলো না। আমার প্রয়োজনীয় মেডিসিনের সাপ্লাই বন্ধ ছিল।

Location
যেই মেডিসিন আনতে এত কষ্ট করে গেলাম সেই মেডিসিনের সাপ্লাই বন্ধ এটা শুনে তো ভীষণ খারাপ লেগেছিল। এখন কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। সেই মুহূর্তে ডক্টরের সাথে যোগাযোগ করার কোন উপায় ছিল না। যেহেতু ডক্টররা অনেক ব্যস্ত থাকেন তাই তারা সবসময় রোগীদের সাথে যোগাযোগ রাখেন না। অবশেষে ডক্টর ম্যাডামকে মেসেজ দিয়ে রেখেছিলাম অন্য কোন মেডিসিন সাজেস্ট করার জন্য। হয়তো সেই মুহূর্তে উনি ব্যস্ত ছিলেন। এরপর রাতের বেলায় তিনি রিপ্লাই করলেন। এখন যেহেতু আমার মেডিসিন খাবার ডেট দুদিন ওভার হয়ে গেছে তাই ভাবলাম রাতে গিয়ে সেই পরিবর্তিত মেডিসিন নিয়ে আসি।

Location
আবারো রাতে বাসা থেকে বেরিয়ে পড়লাম মেডিসিন আনার উদ্দেশ্যে। অবশেষে চলে গেলাম আমাদের শহরের সবচেয়ে বড় মেডিসিন শপে। সেখানে গিয়ে আমি আমার প্রয়োজনীয় মেডিসিন পেয়ে গিয়েছিলাম। আসলে মাঝে মাঝে আমরা এমন পরিস্থিতির শিকার হই যেগুলো বলে বোঝানো যায় না। আমি ডক্টরের সাজেশন অনুযায়ী নিজের মেডিসিন চেঞ্জ করতে পেয়েছিলাম ঠিকই কিন্তু এর আগ মুহূর্তে আমার অনেক ভোগান্তি হয়েছে। আর দুই দিনের মেডিসিনের গ্যাপ পড়ে গেছে।

Location
যারা আসলে নিয়মিত মেডিসিন গ্রহণ করে তারা এই সমস্যাগুলো উপলব্ধি করতে পারবেন। নিয়মমাফিক মেডিসিন গ্রহণ না করলে পরবর্তীতে বিশাল সমস্যায় পড়তে হয়। আর সবকিছু এডজাস্ট করতেও সমস্যা হয়ে যায়। তবে নতুন মেডিসিন খাওয়ার পর থেকে শরীর কিছুটা দুর্বল লাগছে। জানিনা এই মেডিসিন শরীরে এডজাস্ট করবে কিনা। যেহেতু দীর্ঘ সময় ধরে অন্য মেডিসিন খেয়ে অভ্যস্ত হয়েছি তাই হঠাৎ করে মেডিসিন চেঞ্জ করার পর সমস্যা হবে কিনা বুঝতে পারছি না।

Location
মেডিসিন বিরম্বনায় পরে আসলে কতটা অসহায় লেগেছে সেটা কাউকে বলে বোঝানোর মত নয়। আমরা যেহেতু কেউ মেডিসিন সম্পর্কে খুব একটা বুঝি না তাই অন্য কোন মেডিসিন কেনার মত উপায় তখন ছিল না। তাই বাধ্য হয়ে অপেক্ষা করতে হয়েছে। অবশেষে মেডিসিন বিরম্বনা থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছি। আশা করছি সব কিছুই ঠিক হয়ে যাবে এবং পরবর্তী সময়ে এরকম বিরম্বনার মধ্যে আর পড়তে হবে না।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/Monira93732137/status/1878426860356542949?t=0LyRdGwJ-8PBF1bnIzNJUw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
একটু ভুল ত্রুটি হলেই সেই ভুলের মাশুল দেওয়া লাগে। ঠিক তেমনি আপনার দুইদিন ঔষধ সেবন হয়নি। আবার ঔষধের জন্য ছোটাছুটি সেটাও বেশ হয়রানি শিকার হওয়া। যাই হোক বিস্তারিত লাইফ স্টাইলটা উপস্থাপন করেছেন তাই অনেক জানলাম।
ঠিক বলেছেন ভাইয়া ভুল হলেই ভুলের মাশুল দিতে হয়। মেডিসিন কিনতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পরতে হয়েছে।
কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো সত্যি খুবই অস্বস্তিকর হয়ে থাকে। ঠিক তেমনি অস্বস্তি কর একটা মুহূর্তের পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। মেডিসিন চেঞ্জ হলে সংরক্ষণ করাটা খুবই কঠিন। ঠিক তেমনি এক বিরাম্বনার ঘটনা আমাদের মাঝে শেয়ার করেছেন।
সত্যি আপু কিছু কিছু বিষয় অনেক খারাপ লাগে। মেডিসিন পরিবর্তন করতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে।
ঔষধ বিরম্বনা নিয়ে খুব সুন্দর একটি লেখনী উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চেষ্টা করেছি নিজের অনুভূতি তুলে ধরার।
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চেষ্টা করেছি নিজের অনুভূতি তুলে ধরার।
বর্তমানে মানুষের সব চেয়ে ভোগান্তির একটি কারন হলো মেডিসিন। এখন অনেক কোম্পানীর ঔষধেরই কিন্তু সাপ্লাই বন্ধ। আর এমন সময়ই আপনার ভোগান্তি। শুনেই বেশ খারাপ লাগলো। যাই হোক আশা করি নতুন ঔষধও আপনার দেহে মানিয়ে যাবে।
ঠিক বলেছেন আপু মেডিসিন সাপ্লাই বন্ধ হয়ে গেলে বিপদের সম্মুখীন হতে হয়। নতুন মেডিসিন শরীরের উপর চরম প্রভাব ফেলে।