নাটক রিভিউ-খুনসুটি||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নাটক দেখতে অনেক ভালো লাগে। আর সেই নাটকগুলোর রিভিউ শেয়ার করতেও ভালো লাগে। তাই আজকে আমি একটি নাটক রিভিউ আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে।


IMG_20241119_154251.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামখুনসুটি
পরিচালনাজুবায়ের ইবনে বকর
প্রযোজকআফরিনা রহমান
অভিনয়েখাইরুল বাশার, তানজিন তিশা ও আরো অনেকে
দৈর্ঘ্য১ঘন্টা
মুক্তির তারিখ১৪ নভেম্বর ২০২৪
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • খাইরুল বাশার
  • তানজিন তিশা
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2024-11-19-15-26-46-57.jpg
Screenshot_2024-11-19-15-27-07-21.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের শুরুতেই দেখতে পাই নাটকের নায়ক হানিফ নিজের বাড়িতে ফিরছে। আর নিজের বাড়ির সম্পর্কে বলছে। আসলে তার পরিবারের ছেলে সদস্যরা সবাই কুস্তি খেলায় পারদর্শী। কিন্তু হানিফ এগুলো একদমই পছন্দ করেনা। তাই সে বাড়ি ফিরতে চায় না। কিন্তু তার মায়ের জন্য আর ভালোবাসার মানুষটির জন্য ছুটির সময় বাড়ি ফিরে আসে। ভেতরে প্রবেশ করেই বাড়ির সবার সাথে দেখা হয় তার। এরপর দেখা হয় তার প্রিয় মানুষের সাথে। আর হানিফের প্রিয় মানুষ হলো সরলা।


Screenshot_2024-11-19-15-27-31-45.jpg
Screenshot_2024-11-19-15-27-41-01.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


সরলা যখন হানিফকে দেখে তখন উপর থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানায়।আর দূর থেকে ইশারায় কথা বলে। এ থেকে বোঝা যায় আগে থেকেই তাদের প্রেমের সম্পর্ক রয়েছে। এরপর শুরু হয় তাদের দুষ্টু মিষ্টি প্রেমের খুনসুটি। হানিফ আর সরলা নিজেদের মতো করে সময় কাটায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে যায়। পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাসে মেতে উঠে। অন্যদিকে হানিফের বাবা সব সময় হানিফকে কুস্তি শেখার কথা বলে। কিন্তু হানিফ এই বিষয়গুলোতে একদমই অভিজ্ঞ নয়। এমন কি সে এগুলো পছন্দও করে না।


Screenshot_2024-11-19-15-29-40-36.jpg
Screenshot_2024-11-19-15-30-14-83.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। কিন্তু হঠাৎ করে সরলা জানতে পারে অন্য একজন কুস্তিগীরের সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে। এরপর সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন হানিফকে গিয়ে সবকিছু জানায়। হানিফ এবং সরলা দুজনে মিলে হানিফের মায়ের কাছে যায়। সরলা হল হানিফের মামাতো বোন। সে ছোটবেলা থেকেই তার ফুফুর কাছে থাকে। অর্থাৎ হানিফের মায়ের কাছে থাকে। তাই তারা দুজনে সাহস করে তাদের ভালোবাসার কথা তার মাকে জানায়। তখন হানিফের মা হানিফের বাবাকে জানায়। হানিফের বাবা বলে এটা অনেক দেরি হয়ে গেছে। কারণ সে বিয়ের কথা পাকা করে ফেলেছে।


Screenshot_2024-11-19-15-30-28-33.jpg
Screenshot_2024-11-19-15-31-06-93.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


কিভাবে তারা বিয়েটা ভেঙে দেবে এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর বুঝে উঠতে পারছিল না কি করবে। অবশেষে বিয়ের পাত্র অর্থাৎ সেই কুস্তিগীর প্রস্তাব করে যদি হানিফ থাকে কুস্তি খেলায় হারাতে পারে তাহলে সে সরলাকে বিয়ে করবে না। আর এই সম্পর্ক থেকে সরে দাঁড়াবে। তাহলে আর তার কোন আপত্তি থাকবে না। হানিফ বুঝতে পারছিল না কি করবে। কারণ কুস্তি খেলায় তার একদম অভিজ্ঞতা নেই। কোন কিছু না ভেবে সে সরলার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। এরপর সে প্র্যাকটিস শুরু করে।


Screenshot_2024-11-19-15-31-36-48.jpg
Screenshot_2024-11-19-15-31-48-61.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


হানিফ অক্লান্ত পরিশ্রম করতে শুরু করে। আর কুস্তি খেলা শিখতে শুরু করে। দেখতে দেখতে সেই কাঙ্খিত দিন চলে আসে। মঞ্চ সাজানো হয়। চারপাশে লোকজন আর দুজনে মাঠে নেমে পড়ে। প্রথমে তো হানিফ শুধু মার খাচ্ছিল। সে কিছুই করতে পারছিল না। কারণ সেই ছেলেটি ছিল ভালো কুস্তি খেলোয়াড়। হানিফ যখন বারবার আঘাত পাচ্ছিল তখন সবাই অনেক চিন্তায় পড়ে যাচ্ছিল। অবশেষে সরলার মুখের দিকে তাকিয়ে হানিফ নিজের শক্তি ফিরে পায়। আর আপ্রাণ চেষ্টা করে বিজয় ছিনিয়ে আনে। হানিফ অবশেষে বিজয়ী হয়। আর সবাই মিলে আনন্দ উল্লাসে মেতে ওঠে। এরপর নাটকটি শেষ হয়ে যায়।


Screenshot_2024-11-19-15-32-14-98.jpg
Screenshot_2024-11-19-15-32-40-73.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


নাটকের গল্পটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। হয়তো আরও একটু ভিন্নতা আনা প্রয়োজন ছিল। কেমন জানি মাঝখান থেকে শুরু হয়েছে আর মাঝে শেষ হয়েছে। এরকমটা মনে হয়েছে। তবে অভিনয় ভালো ছিল। কিন্তু গল্পটা আমার কাছে পারফেক্ট লাগেনি।


ব্যক্তিগত রেটিং:

৮/১০

নাটকের লিংক




আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 days ago 

Screenshot_2024-11-19-17-32-52-70.jpg

 2 days ago 

এই নাটকটির ছোট্ট একটি ক্লিপ দেখলাম সেদিন বেশ ভালোই লাগলো গল্প। আপনার রিভিউ টা পড়ে আরো ভালো লাগলো আপু। সময় পেলে নাটকটি দেখব। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 2 days ago 

আমিও প্রথমে ছোট্ট একটি ক্লিপ দেখেছিলাম। এরপর নাটকটি দেখেছি আপু। আপনি সময় পেলে সম্পূর্ণ নাটকটি দেখতে পারেন।

 2 days ago (edited)

খুনসুটি নাটকটি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তবে দেখা হয়নি। আপনার রিভিউ এর মাধ্যমে কিছুটা দেখতে পেরে বেশ ভালো লাগলো। সময় পেলে অবশ্য নাটকটি দেখার চেষ্টা করব। রিভিউ করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 days ago 

এই নাটকটি কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। আপনি সময় পেলে নাটকটি দেখতে পারেন আপু।

 2 days ago 

খুনসুটি নাটকটি আমি দেখি নি। আজ আপনার পোস্টের মাধ্যমে দেখে খুব ভালো লাগলো। সত্যি নাটকটি খুবই সুন্দর। আপনার নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে পুরো নাটকটি রিভিউ করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আপু।

 yesterday 

ভাইয়া আপনি নাটকটি দেখতে পারেন। নাটকের গল্পটি মোটামুটি ভালোই লেগেছে। আর রিভিউ শেয়ার করতেও ভালো লেগেছে।

 yesterday 

খায়রুল বাশারের তেমন একটা নাটক আমার দেখা হয় না। তবে তার একটা নাটক দেখছিলাম যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো।যাই হোক আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।নাটকটি এখনো দেখা হয়নি তবে খুব শীগ্রই নাটক টি দেখে নিবো। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 yesterday 

খায়রুল বাশারের নাটক আমিও খুব একটা দেখি না। তবে নতুন নাটক দেখতে ভালোই লেগেছে। তাই রিভিউ শেয়ার করেছি ভাইয়া।

 yesterday 

আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ পড়ার জন্য। সংক্ষেপে রিভিউর মাধ্যমে নাটকের কাহিনীটা জানতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি মাঝে মাঝেই সময় পেলে নাটক দেখি। এরকম নাটক গুলো আমার অনেক বেশি দেখা হয়। এই নাটকটার শর্ট ভিডিও দেখেছিলাম। আর তখন ভেবেছিলাম নাটকটা সম্পূর্ণ দেখবো। কিন্তু ব্যস্ততার কারণে এখনো দেখা হয়নি। এখন রিভিউ পোস্ট পড়ে ভালো লাগলো।

 yesterday 

নাটকের রিভিউ সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া। আর চমৎকারভাবে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 yesterday 

আপু কিছু কিছু নাটক থাকে যেগুলোর গল্প সুন্দর নয় তবে নায়ক নায়িকাদের অভিনয় গুলো খুব সুন্দর হয় আর তারা আমাদের পছন্দের নায়ক-নায়িকা হয়ে থাকে যার কারণে দেখা হয়। আপনার ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছে। যাই হোক তানজিন তিশার নাটক দেখতে আমার খুব ভালো লাগে। যদিও এই নাটকটি দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে বুঝতে পারলাম মোটামুটি ভালোই রয়েছে। সময় পেলে অবশ্যই দেখে নেব। ধন্যবাদ সুন্দর একটি নাটক নাটক রিভিউ দেওয়ার জন্য।

 9 hours ago 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের অসাধারণ নাটকের রিভিউ এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একইসাথে আমি এখনো নাটকটি দেখে নিতে পারিনি৷ তবে আমি সময় করে নাটকটি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব৷