ফটোগ্রাফি-কয়েকটি রেনডম ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে ফটোগ্রাফি করা হয়। কয়েকদিন থেকে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটছে। তাই নিয়মিত কাজে একটিভ হতে পারছি না। আজকে ভাবলাম একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সবার ভালো লাগবে।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি:

Location
মানুষের সাধারণ জীবন যাপন আর দৈনন্দিন কাজকর্মগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি গ্রামীণ পরিবেশে মানুষের জীবনযাত্রার ফটোগ্রাফি করতেও ভালো লাগে। গ্রামীণ মেঠো পথ আর মালবাহী ঘোড়ার গাড়ি দেখতে সত্যি অনেক ভালো লাগছিল। এরকম দৃশ্যগুলো আমার বেশ ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করার সুযোগ খুবই কম হয়। আজকে যখন হঠাৎ করে এরকম দৃশ্য সামনে পড়েছিল তখনই ফটোগ্রাফি করে নিয়েছিলাম। এই ফটোগ্রাফি করতে অনেক ভালো লেগেছিল।

Location
ফুলের সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। বিশেষ করে গোলাপ ফুলের সৌন্দর্য আমার বেশ ভালো লাগে। এই গোলাপ ফুলটি আমার নিজের বাগানের গোলাপ ফুল। তাই গাছে যখনই গোলাপ ফুল ফোটে তখনই ফটোগ্রাফি করার চেষ্টা করি। নিজের গাছের ফুলের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই ফুল বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল।

Location
শীতকালে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে দারুন লাগে। কোন এক শীতের সময় এই সুন্দর সরিষা ফুলের ফটোগ্রাফি করা হয়েছিল। হয়তো বিভিন্ন সময়ে শীতের সকালের সৌন্দর্য কিংবা ফুলের সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছিলাম। আজকে হঠাৎ করে ফোনের গ্যালারিতে যখন এই সরিষা ফুলের ছবিটি দেখলাম তখন সত্যিই অনেক ভালো লেগেছিল। তাই সুন্দর এই ফটোগ্রাফি শেয়ার করলাম।

Location
হলুদ রঙের এই সুন্দর ফুলের নাম আমার জানা নেই। তবে দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আমাদের কলেজ ক্যাম্পাসের ভিতরে এই সুন্দর ফুলের গাছটি দেখেছিলাম। আর দেখেই ছবি তুলে নিয়েছিলাম। হলুদ রঙের এই ফুলগুলো দেখতে অনেক আকর্ষণীয় ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তাই ছবিটা তুলে নিয়েছিলাম। আমার তো ছবি তুলতে অনেক ভালো লাগে।

Location
গ্রামীন সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। গ্রামীণ সুন্দর পরিবেশ আর প্রকৃতি দেখে চোখ জুড়িয়ে যায়। এরকম দৃশ্যগুলো গ্রাম অঞ্চলে অনেক দেখা যায়। তাই এই দৃশ্যগুলো দেখলে অনেকগুলো ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। কিছুদিন আগে এরকম অনেক ফটোগ্রাফি করা হয়েছিল। আর সেখান থেকে একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করেছি।
ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাই কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1903117023343006096?t=O880t4o7j_WsJDyZFaD2ZA&s=19
আপু আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। সত্যি গ্রাম বাংলার এমন ফটোগ্রাফি সব আমাদের মন কেড়ে নেয়। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এতো সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু। চেষ্টা করেছি সুন্দর সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার।
আপনার ফটোগ্রাফি সত্যিই অসাধারণ হয়েছে। গ্রামীণ জীবন এবং প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। গোলাপ ফুলের ছবি এবং সরিষা ফুলের সৌন্দর্য বিশেষভাবে আমাকে মুগ্ধ করেছে।ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
গ্রামীণ দৃশ্য গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।
দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। দেখে ভীষণ ভালো লাগছে। আপনার নিজের বাগানের গোলাপ ফুলটা এত ভালো লেগেছে যে বারবার দেখছি। আসলে এত সুন্দর করে যত্ন করে যদি বাগান তৈরি করা যায় সেখানে ফুল ফুটলে অনেক ভালো লাগে। যাই হোক সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।
চেষ্টা করেছি দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
বেশ কয়েকটি চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। গ্রামে এরকম চিত্র এখন আর দেখা যায় না। তবে গ্রামীণ মেঠো পথে মালবাহী ঘোড়ার গাড়ির চিত্র ফটোগ্রাফি তে দারুন লাগছে। বাস্তবে এরকম চিত্র দেখতে অসাধারণ লাগে।অনেকদিন পর গ্রামের চমৎকার একটি দৃশ্য আপনার ফটোগ্রাফিতে দেখলাম। হলুদ রঙের ফুলগুলো বেশ সুন্দর। এই ফুল গুলোর নাম আমিও জানিনা। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে আপু। আপনাকে ধন্যবাদ।
মালবাহী ঘোড়ার গাড়িটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার এই রেনডম ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে দেখতে। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে সবাই অনেক বেশি ভালোবাসে। আর আপনার মাধ্যমে আমরা ঘরে বসেই কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার উপস্থাপন করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।