DIY-জিন্সের কটিতে হাতের কাজের ডিজাইন||

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। হাতের কাজ করতে আমার বেশ ভালো লাগে। যদিও আগে কখনো সেভাবে হাতের কাজ করতাম না। তবে ইদানিং কেন জানি এই কাজটি করতে আমার অনেক ভালো লাগে। তাই একটি সুন্দর কটির কাজ করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


জিন্সের কটিতে হাতের কাজের ডিজাইন:

IMG_20251224_142857.jpg
Device-OPPO-A15
IMG_20251224_142928.jpg
Device-OPPO-A15


মাঝে মাঝে নতুন কিছু করতে ভালো লাগে। আর পুরনো কোন কিছু দিয়ে যখন নতুন কিছু তৈরি করা হয় তখন দেখতে ভালো লাগে। আমি একটি জিন্সের কটি সুন্দর করে সাজিয়ে তোলার জন্য নিজেই হাতের কাজ করার চেষ্টা করেছি। ছোট বাচ্চাদের ড্রেসে যদি হাতের কাজ করা হয় তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই সুন্দর হাতের কাজটি আমি সুতো দিয়ে করেছি। সুঁই সুতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই কাজটি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সুঁই।
২. সুতা।
৩. ডলার।
৪. কটি।

IMG20251218161540.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20251218161729.jpg
Device-OPPO-A15
IMG20251218161921.jpg
Device-OPPO-A15


প্রথমে সুঁই সুতা এবং অন্যান্য উপকরণ প্রস্তুত করেছি। এরপর সুতো দিয়ে ডলার বসিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20251218162353.jpg
Device-OPPO-A15
IMG20251218163125.jpg
Device-OPPO-A15


এবার ডলার বসানো হয়ে গেলে সুতো দিয়ে কিছু অংশে কাজ করেছি।


ধাপ-৩

IMG20251218170238.jpg
Device-OPPO-A15
IMG20251219084725.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো কিছু অংশে কাজ করেছি। আর সুন্দর করে হাতের কাজগুলো করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20251219084733.jpg
Device-OPPO-A15
IMG20251221134024.jpg
Device-OPPO-A15


এভাবে বিভিন্ন অংশে হাতের কাজগুলো করেছি আর সুন্দর করে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20251221135252.jpg
Device-OPPO-A15
IMG20251222131221.jpg
Device-OPPO-A15


হাতের কাজের ডিজাইন আরো সুন্দর করার জন্য বিভিন্ন অংশে কাজ করেছি আর আকর্ষণীয় করে তুলেছি।


উপস্থাপনা:

IMG_20251224_142743.jpg
Device-OPPO-A15
IMG_20251224_143510.jpg
Device-OPPO-A15


সুতা দিয়ে হাতের কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। সুঁই সুতো দিয়ে সেলাই করে যখন কোন হাতের কাজ করা হয় তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই কাজগুলো যদিও একটু সময় সাপেক্ষ তবুও ভালো লাগে করতে। তাই মাঝে মাঝেই নতুন কিছু করার চেষ্টা করি। আপনারাও চাইলে এভাবে হাতের কাজের ডিজাইন গুলো করতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 23 hours ago 

জিন্সে কটির উপরে খুব সুন্দর সেলাই করে ডিজাইন করলেন। এরকম ছোট ছোট ফুলের ডিজাইনগুলো করতে অনেক বেশি সময় লাগে। আপনি দেখলাম খুব সুন্দর ধীরে ধীরে পুরো কোটির চারপাশের ডিজাইন করলেন। আপনার এই হাতের কাজগুলো আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে। এত সুন্দর কিছু আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।