আমি চিরটাকাল তোমার পর হয়েই থাকতে চাই,
আপন হয়ে নয় ।
কিছু কিছু সম্পর্ক আছে যেখানে আপন হওয়ার থেকে পর হয়ে থাকাই ভালো। কারণ যখন কেউ আপন হয় তখন সম্পর্কের মাঝে ঘুনে ধরে যায়। আর যখন কেউ পর হয়ে থাকে তখন তাকে আপন করার বাসনা ভালোবাসাকে আরো বাড়িয়ে তোলে। অসাধারণ লিখেছেন দাদা।শুভকামনা রইল দাদা।