একগুচ্ছ অণুকবিতা "অব্যক্ত"
Copyright-free Image source : pixabay
একগুচ্ছ অণুকবিতা "অব্যক্ত"
💘
♡ ♥💕❤
আমি চিরটাকাল তোমার পর হয়েই থাকতে চাই,
আপন হয়ে নয় ।
পর হয়েই তোমার পাশে রইবো,
আপন হয়ে নয় ।
কী জানো তো আপন হলে পরে,
তোমায় হারানোর ভয়টা আমায় ভীষণ কাঁদাবে ।
পর হয়ে তাই তোমায় হারানোর
আর কোনো ভয় রইলো না ।
জানি কখনোই বলা হবে না এ জীবনে,
ভালোবাসি তোমায় ।
তবু আকাশের নীলে দেখো,
লিখেছি আমি -"ভালোবাসি তোমায় " ।
শেষরাতের ব্যালকনিতে যদি এসে কখনো দাঁড়াও,
দখিনা বাতাসে কান পেতে রেখো ।
শুনতে পাবে আমার চাপা দীর্ঘশ্বাস,
ফিস ফিস স্বরে বাতাস শোনাবে,
আমার বার্তা -"ভালোবাসি তোমায় "।
প্রাগৈতিহাসিক চাঁদের আলোয় আজ
জোৎস্নারা মাখামাখি,
শেষ রাতের হিম গায়ে মেখে,
একটি দুটি করে তারাদের আজ গুনি ।
ওই দূর আকাশের তারাদের মাঝে,
আমার হারিয়ে ফেলা প্রিয়জনদের খুঁজি ।
আমি যদিও নই তোমার প্রিয়জন,
কিন্তু, আমার চাইতে আর কেউ
তোমায় এত ভালোবাসতে পেরেছে কি ?
খুব দ্রুতই আমি দূর আকাশের ওই তারাদের ভীড়ে
হারিয়ে যেতে চাই ।
আমায় খুঁজে পাবে তুমি
এমনই এক জোৎস্না রাতে,
যদি কখনো তোমার একটুকু সময় হয় ।
ভালোবাসি তোমায়, তাই পাশে থেকেও
দূরত্ব রাখতে চাই ।
ভালোবাসি তোমায়, তাই হৃদয়ের কথা
গোপন রাখতে চাই ।
ভালোবাসি তোমায়, কিন্তু ব্যক্ত করি না,
পাছে যদি ভালোবেসে ফেলো আমায় ।
আমার এ অভিশপ্ত জীবনে,
কখনোই জড়াতে চাইনি তোমায় ।
তাই, ভালোবেসে পাশেই তোমার থাকলাম,
আপন না করে তোমায় পর করেই রাখলাম ।
♡ ♥💕❤
পরিশিষ্ট
প্রতিদিন ১৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (150 TRX daily for 7 consecutive days :: DAY 05)
টার্গেট ০৩ : ১,০৫০ ট্রন স্টেক করা
সময়সীমা : ৩১ জুলাই ২০২২ থেকে ০৬ আগস্ট ২০২২ পর্যন্ত
তারিখ : ০৪ আগস্ট ২০২২
টাস্ক ১৯ : ১৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
১৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 42ba22528ad264984ab744cf148f23a86c46b3f418517fbd943669fbdd2f40ab
টাস্ক ১৯ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
সত্যি দাদা অবাক করার মতন একটি কবিতা উপহার দিয়েছেন আপনি। আপনার কবিতার এই লাইনের মধ্যে তীব্র ভালোবাসার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। প্রিয় মানুষের কাছে ভালোবাসার সকল কথাগুলো গোপন রেখে আচরণের মাধ্যমে প্রকাশ করাই উত্তম। অসাধারণ একটি কবিতা উপহার দেওয়ার জন্য দাদা আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
অনেকদিন পর দাদা আপনার আবার কবিতা দেখলাম। সময় পাচ্ছেন না মনে হয় কবিতা লেখার। অবশ্য আপনার তো কবিতা লিখতে সময় লাগে না। যাইহোক আজকে সবগুলো কবিতাই খুব সুন্দর হয়েছে। আমার কাছে সব থেকে বেশি দুই এবং চার নাম্বার কবিতাটি ভালো লেগেছে।
ভালোবাসা পাওয়ার চেয়ে ভালোবাসার মানুষটিকে দূর থেকে ভালোবাসার মাঝে প্রকৃত সুখ লুকিয়ে আছে। আসলে কথায় আছে কোন জিনিস বা কোন সম্পর্ক যখন পুরনো হয় তখন অবহেলা সেই সম্পর্কের মাঝে বাসা বাঁধে। তাই দূর থেকে ভালোবাসার মাঝে অনেক বেশি আত্মতৃপ্তি আছে। এতে ভালোবাসাটা অন্তত মূল্যহীন হয়ে যাবে না। দাদা আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
সত্যি দাদা আমি মুগ্ধ হয়ে যাই মাঝেমাঝে আপনার কবিতাগুলো দেখে। অনেকদিন পর কবিতা দেখলাম। এত সুন্দর লাইন আপনি যে কিভাবে লেখেন না আমি ভাষায় প্রকাশ করতে পারিনা। সারাদিন ভাবেও যেখানে 1 লাইন লিখতে পারিনা। সেখানে আপনি কতগুলো অনুকবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে উপরওয়ালা যারে দেয় সব দিকেই দেয় আপনারা দেখলে তা বোঝা যায়। শুভকামনা রইল আপনার জন্য।
সত্যিই অবাক করার মতোন কবিতা।কি দারুণ কবিতার মনোভাব,ভালোবাসার জন্যে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো কাজ সবাই করতে পারেনা।
কবিতার এই বাক্য গুলো পড়ে আমার কাছে অনেক ভাল লাগছে। সম্পূর্ন কবিতাটাই পড়েছি,খুব সুন্দর সবালীল ভাষায় কাউকে ভালবেসে প্রকাশ না করতে পারার আগ্রহ টা কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। ধন্যবাদ দাদা।
আহ! হৃদয়ের অব্যক্ত কথাগুলো যেন আবার সজীব হয়ে উঠলো, চঞ্চল হয়ে উঠলো জমে থাকা আবেগুলো, সত্যি আজকের অব্যক্ত কবিতার পংতিগুলো যেন হৃদয়ের মাঝে লুকিয়ে রাখা কথাগুলো বলে দিলো,
যদি কখনো মেঘলা আকাশের নিচে দাঁড়াও
যদি কখনো বৃষ্টির মাঝে নিজেকে সপে দাও
চোখ দুটো বন্ধ রেখো, শীতল স্পর্শের উষ্ণতা পরখ করো
হয়তো আমার উপস্থিতি টের পাবে, হয়তো ভালোবাসা অনুভব করবে।
ওয়াও, এই লাইনগুলো মারাত্মক সুন্দর হয়েছে তো । খুব ভালো লেগেছে আমার কাছে :)
কিছু কিছু সম্পর্ক আছে যেখানে আপন হওয়ার থেকে পর হয়ে থাকাই ভালো। কারণ যখন কেউ আপন হয় তখন সম্পর্কের মাঝে ঘুনে ধরে যায়। আর যখন কেউ পর হয়ে থাকে তখন তাকে আপন করার বাসনা ভালোবাসাকে আরো বাড়িয়ে তোলে। অসাধারণ লিখেছেন দাদা।শুভকামনা রইল দাদা।
অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে । ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ।