প্রকৃতির মাঝে কাটানো কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • প্রকৃতির মাঝে
  • ২৫,নভেম্বর ,২০২৪
  • সোমবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। তাইতো ছুটে চলে যাই প্রকৃতির মাঝে। প্রকৃতির সৌন্দর্য এমন একটা জিনিস যেখানে গিয়ে সময় কাটালে মন ভালো হয়ে যায়। ব্যস্ততম নগরীতে ঢাকাতে থাকার কারণে ওইভাবে প্রকৃত উপভোগ করা হয়ে ওঠে না তাই তো গ্রামে আসলেই সবসময় প্রকৃতির দেখা নাই ছুটে চলা হয়।


IMG20241117152947-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

গত ১৭ তারিখে হঠাৎ করেই বাড়িতে যাওয়া হয়েছিল। শহরে শীতের দেখা না মিললেও গ্রামে অনেক বেশি শীত পড়া শুরু করে দিয়েছে। শীতের সময় প্রকৃতি যেন এক অপরূপ রূপে সেজেছে। ঢাকাতে থাকতে থাকতে কাজের চাপে মনটা বিষাদগ্রস্ত হয়ে গিয়েছে। কিন্তু বাড়িতে আসার পর গ্রামীণ পরিবেশের সান্নিধ্যে এসে মনটা ভালো হয়ে যায়। এই বিষাদগ্রস্ত মনকে ভালো করতে গ্রামের অপরূপ সৌন্দর্য এবং খোলা বাতাস উপভোগ করতে হবে। তাইতো বিকেলের সবাই মিলে চলে গেলাম নদীর ধারে। শীতের সময় নদীতে পানি অনেকটাই কম এবং পানির রংটা একটু সবুজ এবং নীল নীল যা দূর থেকে দেখতে অসম্ভব ভালো লাগে। শীতের বিকালে এমন একটি জায়গাতে বসে থাকতে অনেক বেশি ভালো লাগছিল।

IMG20241117152953-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

বাড়িতে আসলেই আমরা সবাই পাশে ইটের ভাটা আছে বিশেষ করে শীতের সময় এই জায়গাটাতে আমরা গিয়ে সময় কাটায়।এইতো বড় ভাই ব্রাদার বন্ধুদের সাথে দারুন সময় পার করে থাকি । সেই মুহূর্তগুলো সত্যি অনেক সুন্দর ।আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর । এখানে আসলে দেখা যায় কর্মব্যস্ত মানুষের ব্যস্ততা এবং পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী সবমিলিয়ে এখানকার সৌন্দর্য অসম্ভব ভালো লাগে।

IMG20241117154030-01.jpeg

IMG20241117161617-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

পড়ন্ত বিকেলে নদীর তীরে এভাবে সময় কাটাতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আমরা অনেকটা সময় নদীর ধারে বসে ছিলাম এবং যেহেতু নদীতে পানি অনেকটাই কমে গিয়েছে এখন সবাই হেঁটে নদী পার হচ্ছে এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। বিশেষ করে অনেকদিন পর এমন পরিবেশে সময় কাটাতে পেরে মনে হচ্ছিল আমি ধন্য। ধন্য হয়েছি এই গ্রামে জন্মগ্রহণ করে। কারণ এমন প্রকৃতির মাঝে সময় কাটালে মন ভালো হয়ে যায়। ব্যস্ততম নগরীতে ঢাকায় থাকার কারণে প্রকৃতির দেখা মেলে না বললেই চলে আর সাথে তো কাজের প্রেসার আছেই।


IMG20241120173619-01.jpeg

IMG20241120174135-01.jpeg

এমন পরিবেশে বসে সময় কাটাতে কাটাতে বুঝতেই পারবেন না কখন যে সূর্যাস্তের সময় হয়ে গিয়েছে। আর নদীর তীরে পড়ন্ত বিকেলে সূর্যাস্তটা দেখতে অসম্ভব ভালো লাগে। বিশেষ করে সূর্যাস্তের পরে পশ্চিম আকাশ যখন রক্তিম বর্ণ ধারণ করে তখন অনেক বেশি ভালো লাগে দেখতে। আমরাও নদীর তীরে বসে বসে সময় কাটাচ্ছিলাম তখন এমন একটি দৃশ্যের সাক্ষী হয়েছি। অনেক বেশি ভালো লাগছিল প্রকৃতির এমন রুপ দেখে। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 days ago 

আপনি প্রকৃতিপ্রেমী মানুষ আমি জানি, হঠাৎ করেই গ্রামে গিয়ে চমৎকার সময় কাটিয়েছেন বোঝাই যাচ্ছে। আর আপনার ছবিগুলো বরাবরই আমার দৃষ্টি আকর্ষণ করে। অনুভূতি এবং ফটোগ্রাফী দারুন ছিল।

 yesterday 

কমিউনিটির নতুন নির্দেশনা প্রতিদিন কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। নিচের লিংক হতে সেটা দেখে নিন-
https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

 yesterday 

ঢাকার এই ধুলাবালি গাড়ির শব্দ ইট পাথর দেখতে দেখতে মনটা সত্যি পাথর হয়ে গিয়েছে। এমন অবস্থা থেকে মুক্তির জন্য বাড়িতে গিয়ে প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর কোন বিকল্প নেই। আপনি দেখছি সেটাই করেছিলেন। বেশ চমৎকার লাগছে আপনার ফটোগ্রাফি গুলো। প্রাকৃতিক পরিবেশ টা বেশ দারুণ লাগল।

 yesterday 

ভাইয়া আপনি কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলেন আর দারুণ সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। আসলে এরকম পরিবেশে সময় কাটাতেও ভালো লাগে। শহরে তো এরকম পরিবেশ পাওয়াই যায় না।

 yesterday 

প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে আমি খুব ভালোবাসি। আপনি এত ভালো মুহূর্ত অতিবাহিত করেছেন এটা দেখেই তো খুব ভালো লাগলো। অনেক সুন্দর একটা জায়গা এটা। বুঝতেই পারছি ওখানে যাওয়ার পর অনেক ভালো লেগেছে আপনার কাছে। এরকম জায়গা গুলোতে মাঝেমধ্যে ঘুরতে যেতে ভালো লাগে। প্রতিটা ফটোগ্রাফিও অনেক দুর্দান্ত হয়েছে।

 yesterday 

প্রকৃতির মাঝে ঘুরতে সবাই খুব পছন্দ করে। আর নদীর ধারে হলে তো আরো বেশি মজা লাগে। তবে শীতকালে নদীতে পানি কম থাকে এই কারণে পানির রং একটু ভিন্ন রকম থাকে। আর শীতকালে চারপাশের পরিবেশ অসাধারণ থাকে। আর মাঝেমধ্যে প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মন ফ্রেশ হয়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।