বান্দরবানের পথে পথে"অবশেষে রেমাক্রি"বিউটি কুইন

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • রেমাক্রি
  • ২৯,এপ্রিল ,২০২৪
  • সোমবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আপনারা সবাই অবগত আছেন যে আমি ধারাবাহিকভাবে বান্দরবান ভ্রমণের পর্বগুলো আপনাদের মাঝে শেয়ার করে চলছি। গত পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম বড় পাথর এলাকা যেখানে রানী পাথর এবং রাজা পাথরও আছে। এটা মূলত তিন্দু বাজারের পরেই অবস্থিত। এই অঞ্চলটাতে পানি কম থাকায় নৌকা কিছুদূর সামনে গিয়েই আমাদেরকে নামিয়ে দেয়। তবে নামিয়ে দিয়ে খারাপ করেনি আমরা ভিন্ন পথ ধরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বামে রয়েছে বড় বড় পাহাড়,পাহাড়ের গা ঘেঁষে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে সামনে যেখানে পানি কিছুটা বেশি আছে এবং ওখানে বসে বসে সময় কাটানোর জন্য কিছু দোকানপাট এবং খাবার দোকান আছে।


IMG20240120152812-01.jpeg

IMG20240120153433-01.jpeg

IMG20240120153436-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

ছোট বড় পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে চলে আসলাম একটি দারুণ জায়গায় বেশ নিরিবিলি কিছু দোকানপাট রয়েছে পর্যটকদের ক্ষুধা নিবারণের জন্য। আমাদের নৌকা আগে এখানে চলে এসেছে তারা ভেবেছে আমরা এখানে দাঁড়িয়ে অথবা বসে সময় তারা ভেবেছে আমরা এখানে দাঁড়িয়ে অথবা বসে সময় কাটাবো এবং আশেপাশের কিছু অঞ্চল টা ঘুরে দেখব কিন্তু আমাদের গন্তব্য তো এখনো বহুদূর । সেজন্য আর এখানে বেশি সময় না কাটিয়ে আমরা মাঝিদেরকে বলি সরাসরি রেমাক্রিতে যাব। তবে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল দুই পাশে বড় বড় পাহাড় মাছ দিয়ে পেয়ে চলেছে বিউটি কুইন সাঙ্গু নদী। আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি সেই স্থান থেকে নৌকাতে ওঠা যায় না নৌকাতে উঠতে হলে আরো সামনে হেঁটে যেতে হবে। কারণ শীত মৌসুমে নদীর পানি অনেক কমে গিয়েছে।


IMG_20240429_21422025.jpg

IMG20240120153941-01.jpeg

IMG20240120153950-01.jpeg

IMG_20240429_21431520.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা সবাই আবার পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে সাঙ্গু নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকি। আমাদের নৌকা আগেই চলে গিয়েছে কারণ আমাদেরকে ধীরে ধীরে আসতে হবে। ছোট-বড় পাথরের উপর দিয়ে বিভিন্ন গাছের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে নদীর তীরে পৌঁছায় যেখানে নৌকা দাঁড়িয়ে আছে। তবে হাঁটার মুহূর্তটা অসম্ভব সুন্দর ছিল বিভিন্ন ধরনের রাস্তা পাড়ি দেওয়া সবাই মিলে একসাথে এক অন্যরকম অ্যাডভেঞ্চার। তবে পাথরের উপর পানি থাকলে পাথর অনেক পিচ্ছিল হয়ে যায় তখন অনেক সতর্কতার সাথে পা ফেলতে হয়।


IMG_20240429_21433230.jpg

IMG20240120154053-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা হেঁটে হেঁটে গিয়ে দেখি নৌকা দুটো দাঁড়িয়ে আছে। সাঙ্গু নদীতে যে নৌকাগুলো চলে এ নৌকাতে ছয় জনের বেশি ওঠা যায় না আমরা যেহেতু নয়জন ছিলাম আমাদের নৌকা নিতে হয়েছিল দুইটা। আমরা অবশেষে নৌকাতে গিয়ে উঠলাম আমাদের আর সম্ভবত এক ঘণ্টার মতো সময় লাগবে রেমাক্রি পৌঁছাতে। বান্দরবানের যত গহীনে প্রবেশ করছি সৌন্দর্য তত আমাদেরকে আকৃষ্ট করছে। ধীরে ধীরে আরো নীরব হচ্ছে প্রকৃতি কারণ দিন গড়িয়ে বিকেল নেমে এসেছে কিছুক্ষণ পরই হয়তো সন্ধ্যা হয়ে যাবে।

IMG20240120154139-01.jpeg

IMG20240120161227-01.jpeg

IMG20240120161333-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

দুই ধারে বড় বড় পাহাড় এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম রেমাক্রিতে। সেই সকাল থেকে আমাদের জার্নি চলছে তো চলছেই অবশেষে এসে পৌছালাম রেমাক্রিতে তখন ঘড়ির কাঁটায় সময় চারটা বেজে ১২ মিনিট। তবে প্রথমে বুঝতে পারি নাই এটা রেমাক্রি কারণ এর আগে কখনো আসি নাই। ছবিতে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হল রেমাক্রি জলপ্রপাতের সামনে যেখানে বিভিন্ন ধরনের দোকান আছে এখানে খাবার দাবারও পাওয়া যায় অর্ডার দিতে হয় আগে থেকে। আমরা আরেকটু সামনে গিয়ে নামবো সেখানে আমরা থাকার জন্য ভালো জায়গা পাবো এবং খরচ কিছুটা কম হবে।


IMG20240120161458-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

যেহেতু বিকেল হয়ে গিয়েছে সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের পেছনে লুকিয়ে পড়বে সূর্যটি। আমাদের অল্প কিছুদূর গিয়েই নামিয়ে দিল নৌকা সেখানে পানি অনেক কম। আমরা নদীর মাঝেই নেমে পড়লাম এ নদীগুলো হেঁটেই পার হওয়া যায় কিছু কিছু জায়গাতে। সবাই তো অনেক খুশি অবশেষে সারাদিন ভ্রমণের পর আমরা রেমাক্রিতে পৌঁছেছি। এখন আমাদের থাকার জন্য হোটেল খোঁজার পালা। পাহাড়ের উপরে অনেক ধরনের হোটেল পাওয়া যায় আমরা এখন থেকে শুনে একসাথে উঠে পড়বো। আজ এই পর্যন্তই পরবর্তী গল্পগুলো অন্য পর্বে আপনাদের মাঝে শেয়ার করব।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67653.09
ETH 3789.60
USDT 1.00
SBD 3.50