বান্দরবানের পথে পথে"বড় পাথর "

in আমার বাংলা ব্লগ15 days ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • সাঙ্গু নদী
  • ২১,এপ্রিল ,২০২৪
  • রবিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের মাঝে আবারো শেয়ার করতে চলেছি আমার বান্দরবান ভ্রমণের কিছু সুন্দর এবং কাহিনী গুলো। বান্দরবান ভ্রমণের গত পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সাঙ্গু নদীতে ভ্রমণের মুহূর্ত। আমরা এই নদী ধরে এগিয়ে যাচ্ছি রেমাক্রির উদ্দেশ্যে। সাড়ে তিন ঘণ্টা বোট জার্নি করে আমাদেরকে যেতে হবে রেমাক্রি। রেমাক্রি যেতে অনেক আকর্ষণীয় একটি জায়গা মিলে সেটা হল সে জায়গাটির নাম হল তিন্দু। আর সাঙ্গু নদীর তীরে অবস্থিত হলো তিন্দু বাজার। তিন্দু অনেক জনপ্রিয় একটি জায়গা। বিশেষ করে যারা ভ্রমণ প্রিয় এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে থাকে তাদের জন্য এই জায়গাগুলো অনেক বেশি আকর্ষণীয়।


IMG_20240420_19100096.jpg

IMG20240120150624-02.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

তিন্দু বাজার পার হওয়ার পরে দেখা মেলে এক পাথরে বিস্তৃত এলাকা। এলাকার নাম বড় পাথর এখানে অনেক বড় বড় পাথর এসে সাঙ্গু নদীতে পড়ে আছে। ছোট বড় অনেক পাথর দিয়ে পথ আটকে রেখেছে সাঙ্গু নদীর এই অংশ টাকে। এই সময়ে নদীর পানি কম হওয়াতে আমরা নৌকাতে করে এই জায়গাটুকু পার হতে পারব না। তবে এ জায়গাতে নৌকাতে পার হতে হলে নৌকার ইঞ্জিন বন্ধ করে ঠেলে ঠেলে পার হতে হয়। না হলে দুর্ঘটনা করতে পারে কারণ অনেক বড় বড় পাথর দ্বারা আটকে আছে রাস্তাটি তাই অনেক সাবধানতার সাথে পার হতে হয়।


IMG20240120150647-01.jpeg

IMG20240120150704-02.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি পাথরে এলাকাতে। অসম্ভব সুন্দর এই এলাকা ছোট বড় পাথর দ্বারা বিস্তৃত। বাম পাশে রয়েছে অনেক বড় পাথরে পাহাড় ওইখান থেকেই পাথরগুলো এসে আছড়ে পড়েছে সাঙ্গু নদীতে। তবে এই এলাকাটা দেখতে অনেক বেশী সুন্দর উপর থেকে দেখতে পারলে অনেক বেশি ভালো লাগতো। যদি কখনো তিন্দু বাজারে ঘুরতে যাওয়া হয় তাহলে এই এলাকাটা খুব ভালোভাবে উপভোগ করা যেত। আমরা যেহেতু রেমাক্রিতে যাব তাই এখানের সৌন্দর্য অনেক সময় নিয়ে উপভোগ করতে পারলাম না। অনেক বড় বড় পাথরগুলো এর আগে কখনো দেখিনি। এখন পানি কম হওয়াতে পাথরগুলো আরো বেশি ভালো দেখা যাচ্ছে। সাঙ্গ নদীর পানি এত স্বচ্ছ যে পানির নিচে ছোট ছোট পাথরগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে।


IMG20240120150803-01.jpeg

IMG20240120150809-01.jpeg

IMG20240120150944-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এই বড় বড় পাথরগুলো পাড়ি দিয়ে সামনে এগোতে দেখি নদীতে পানি অনেক কম। আমাদেরকে নিয়ে নৌকা এভাবে পার হতে পারবে না তাই আমাদেরকে নৌকা থেকে নামতে হলো। তবে এই জায়গাতে নামতে পেরে বেশ ভালই লাগছিল অনেক ঠান্ডা এবং সত্য পানির মধ্য দিয়ে হেঁটে হেঁটে আমরা নদীর অন্যপ্রান্তে চলে গেলাম। আর দেখতে থাকলাম পাথরের অপরূপ সৌন্দর্য। বড়পাথর এলাকাটা আসলেই অসম্ভব সুন্দর। এত বড় বড় পাথর এর আগে কখনো দেখিনি। আমাদের গন্তব্য এখনো অনেক পথ বাকি তাই তো এখানে আর বেশি সময় না কাটিয়ে ওই পাশে চলে গেলাম যেখান থেকে আমরা আবার নৌকাতে উঠবো। এখন আমাদের গন্তব্য হলো রেমাক্রি। আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 15 days ago 

বান্দরবানের পথে পথে ঘুরে বেড়ানোর মজাই ছিল অন্যরকম। বিশেষ করে বড় পাথর এলাকাতে অনেক বেশি সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করেছি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 9 days ago 

বান্দরবান মানেই অ্যাডভেঞ্চার জায়গা এবং অনেক বেশি মজাদার। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 15 days ago 

আসলে ভাইয়া বড় পাথর এর মাঝে এভাবে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভ্রমণ করেছেন। পাথরগুলো দেখতে অনেক সুন্দর লাগছে।ধন্যবাদ আপনাকে পাথর গুলো আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 9 days ago 

আসলে পাথরগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক বড় বড়। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 15 days ago 

আপনি বান্দরবান ভ্রমণ করতে গিয়ে অনেক সুন্দর চিত্র ধারণ করেছেন। বড় পাথরের এমন সুন্দর সব ফটো গুলো দেখে যেন মুগ্ধ হয়ে গেলাম। আমাদের দেশে সত্যিই খুবই সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ভ্রমণ করার মধ্য দিয়ে সত্যিই সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছেন দেখছি। এভাবে ভ্রমণ করলে অচেনা অনেক কিছু দেখা যায় এবং বেশ ভালো লাগে।

 9 days ago 

যত বেশি ভ্রমণ করবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 14 days ago 

চমৎকার কিছু দৃশ্য দেখতে পেয়েছি ভাইয়া আপনার পোস্টের মাধ্যমে। সত্যি দেখার মত কিছু জায়গা বান্দরবনে রয়েছে। ইচ্ছে আছে বান্দরবনে যেয়ে ঘুরে আসার। তবে আপনারা যে জায়গা গুলোতে ঘোরাফেরা করেছেন কিন্তু সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া খুবই কষ্টকর হবে আমার মতে। তাই যাওয়ার সাহস পায় না। কিন্তু আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে অনেক বেশি আগ্রহ বেড়ে গেল আমার।

 9 days ago 

বান্দরবানের সৌন্দর্য অনেক বেশি আপনি দেখে শেষ করতে পারবেন না। অবশ্য বাচ্চাদেরকে নিয়ে গেলে বেশি কষ্ট হবে

 13 days ago 

বান্দরবান যাওয়ার খুব ইচ্ছে ছিল তবে এখনো যেতে পারিনি। যদিও কয়েকবার প্ল্যান করেছিলাম যাওয়ার তবে বিভিন্ন সমস্যার কারণে আবার ফিরে এসেছি না গিয়ে। আপনার পোস্টে অনেক সুন্দর ভাবে বান্দরবানের পথের যে বড় বড় পাথরগুলো সেগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

আবার প্লান করে হুট করে চলে যাবেন বান্দরবানের সৌন্দর্য দেখার জন্য। মতামত প্রকাশের জন্য ধন্যবাদ

 12 days ago 

সব সময়ই আপনার পোস্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আপনি প্রতিনিয়তই বান্দরবানের সৌন্দর্যগুলো আমাদের মাঝে শেয়ার করে আসছেন। আজকেও বড় পাথর এর সৌন্দর্য প্রকাশ করেছেন। খুব সুন্দর ভাবে আপনি এই সৌন্দর্যগুলো এখানে ফুটিয়ে তুলেছেন৷ আসলে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যা প্রতিনিয়তই আমরা সকলেই সকলের কাছ থেকে দেখে আসছি। ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 9 days ago 

আসলে বাংলাদেশ অনেক সুন্দর আর বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর জায়গা বান্দরবান।

 8 days ago 

একেবারে ঠিক বলেছেন৷ একের পর এক সৌন্দর্য আপনার কাছ থেকে দেখতে পাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 64172.03
ETH 3144.93
USDT 1.00
SBD 3.85