"স্বপ্ন সুপার শপে একদিন"

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • কেনাকাটা
  • ১৯,মার্চ ,২০২৪
  • রবিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। টাইটেল থেকে অবশ্য বুঝিয়ে এগিয়েছেন কি নিয়ে পোস্ট করতে চাচ্ছি। বলুনতো কেনাকাটা করতে কার না ভালো লাগে নতুন নতুন জিনিস করাই করা হলো সবারই অনেক পছন্দ। কিন্তু যখন জিনিসগুলোর দাম বৃদ্ধি পায় অর্থাৎ জিনিস গুলো বেশি দাম দিয়ে কিনতে হয় তখন বেশ কষ্ট হয়। আর এখন যে অবস্থা সবকিছুর দাম বেড়ে গিয়েছে বাজারে গেলে এখন খুব কষ্ট লাগে।

যে জিনিস রমজানের আগে কম দাম ছিল সেগুলো রমজান মাসে সাথে প্রতিটা জিনিসের উপর 10% এরও বেশি দাম বেড়ে গিয়েছে। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে মধ্যবিত্ত পরিবারের জন্য জীবন পরিচালনা অনেক কঠিন হয়ে পড়েছে। যারা অনেক গরিব তারা অন্য ওর কাছ থেকে চেয়ে খেতে পারে কিন্তু যারা মধ্যবিত্ত পরিবার তারা তো আর অন্য মানুষের কাছ থেকে চেয়ে কিছু খেতে পারেন না। যাহোক আজকে আমি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে কোন কথা বলতে আসিনি। আর কথা না বাড়িয়ে আমার মূল পোস্টে ফিরে আসা যাক।


IMG-20240317-WA0001.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

কেনাকাটা করতে আমাদের সবারই ভালো লাগে ।কেনাকাটা না করলেও মাঝেমধ্যে ঘুরে ঘুরে সকল জিনিস গুলো দেখতেও বেশ ভালো লাগে। তবে আমরা সুপার শপ এ গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। আমাদের বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্বে স্বপ্ন সুপার স্বপ্ন অবস্থিত। তাই ছোটখাটো কিছু কেনাকাটার জন্য এবং অথেন্টিক প্রোডাক্ট খোঁজার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য সুপার শপে মাঝেমধ্যে যাওয়া হয়। মূলত গিয়েছিলাম কিছু চকলেট কেনার জন্য। যেহেতু স্বপ্ন সুপার শপে গেলে একই স্থানে অনেক কিছু পাওয়া যাবে এবং অনেক ভেরিয়েন্টের চকলেটের দেখা মিলবে তাই আমাদের পছন্দ অনুযায়ী চকলেটও নিতে পারব।


IMG20240309104556-01.jpeg

IMG20240309104708-01.jpeg

IMG20240309104612-01.jpeg

IMG20240309104602-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

প্রবেশ করার পরে বাম দিকে তাকাতেই দেখা মেলে বড় একটি শেলফে অনেক ধরনের চকলেট রেখে দিয়েছে। কিছু কিছু চকলেটে আবার ডিসকাউন্ট ও আছে। যেহেতু চকলেট কিনতে হবে এবং একজনকে গিফট করতে হবে তাই ভালো চকলেট পছন্দ করতে হবে। অনেক চকলেটের ভেরিয়েন্ট দেখে কনফিউজড হয়ে যায় কোন গুলা নিব এবং কোন গুলা ভালো হবে। যেহেতু এর আগে চকলেট কেনার তেমন অভিজ্ঞতা নেই। বিভিন্ন ধরনের চকলেট দেখি এবং অনেক দামি দামি চকলেটও এখানে আছে। হঠাৎ মনে হল আমি গরিব হয়ে এত দামি চকলেট কেন কিনতে এসেছি। তবে কিছুই করার নেই চকলেট কিনতে হবে গিফট দিতে হবে বলে কথা। অনেক খোঁজাখুঁজির পর কিছু চকলেট পছন্দ হলো দেখতে বেশ ভালই কিন্তু খেতে যেহেতু দেখি নাই এর টেস্টটাও বলতে পারলাম না।


IMG20240309104550-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

অনেক খোঁজাখুঁজির পর কিছু চকলেটের বক্স হাতে নিলাম বেশ ভালোই লাগছিল। তাই ঠিক করলাম এখান থেকে একটি বক্স কিনতে হবে। তারপর যেহেতু গিফট দিব সেজন্য আরো চকলেট পছন্দ করতে হবে। আবার চকলেট পছন্দের কাজে লেগে যাই। চকলেট দেখতে বেশ দারুন লাগছে মনে হচ্ছে বেশ সুস্বাদু বটে। স্বপ্ন সুপার শপ সবগুলো প্রোডাক্টের উপর দাম লিখে দেওয়াতে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রোডাক্ট ক্রয় করতে পারি। মূলত আমরা চকলেট কেনার জন্য এগিয়েছি তারপরও আশেপাশের অন্য সব দ্রব্য গুলো দেখতে থাকি। তারপর অনেক খোঁজাখুঁজি এবং গবেষণার পর আরো দুই তিন প্যাকেট চকলেট পছন্দ করতে সক্ষম হয়।


IMG20240309105357-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

মোটামুটি আমাদের চকলেট কেনার পর্ব শেষ হয়ে গিয়েছে আর এখন কিছু প্রসাধনী সামগ্রী কিনতে হবে। সেজন্য আমরা যে সেকশনে প্রসাধনী পাওয়া যায় সেদিকে চলে যাই। আমরা আমাদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে এখন চলে যাই বিল পেমেন্ট করতে। এখানে বিভিন্ন ভাবে বিল পেমেন্ট করা যায়। আমরা আমাদের বিলটা পেমেন্ট করেছিলাম কার্ড দিয়ে। আর এখানে প্রত্যেকটা পণ্যের উপর 5% ভ্যাট যোগ করে টাকা দিতে হয়। এটা এক দেখতে অমানবিক হলেও আবার এক দিক থেকে ঠিকই মনে হয় কারণ আমরা এক জায়গাতেই প্রবেশ করলে সব ধরনের বাজার করে বের হতে পারব ভালো একটি সুবিধা দিয়ে রেখেছে। সেজন্য কিছু একটা তো দিতেই হবে। বেশি সুবিধা উপভোগ করতে হলে এর জন্য তো কিছু দিতেই হয়। সব মিলিয়ে আমাদের কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে আসি। মাঝেমধ্যে কেনাকাটা না থাকলেও স্বপ্ন সুপার শপে গিয়ে ঘোরাঘুরি করে দ্রব্যমূল্যের নতুন দাম জানার জন্য। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 months ago 

আসলে সত্যি কথা বলতে ভাই বাঙালী জাতির জন্য দুর্ভাগ্য। অন্য দেশ যেখানে রমজান আসলে প্রত্যেকটা পণ্যের দাম কমিয়ে দেয়ার চেষ্টা করে। সেখানে আমাদের দেশে এই এক মাসে তারা অধিক মুনাফা লাভের আশা করে থাকে। পণ্য দ্রব্যে দাম ঊর্ধ্বগতির জন্য মধ্যবিত্ত এবং গরিব মানুষের জীবন চলাচল কঠিন হয়ে পড়েছে। স্বপ্ন সুপার শপে চকোলেট এবং প্রসাধনী জিনিস ক্রয় করার জন্য আপনি গিয়েছিলেন এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমাদের দেশে এমনই হয় রমজান আসলেই দাম বেড়ে যায়।ধন্যবাদ মতামতের জন্য

 2 months ago 

স্বপ্ন সুপার শপ থেকে মাঝেমধ্যে মার্কেট করতে বেশ ভালই লাগে। আজকে তুমি গিফট দেয়ার জন্য চকলেট কিনেছো জেনে বেশ ভালো লাগলো বন্ধু। স্বপ্ন সুপার শপের চকলেট গুলো অরিজিনাল আর বেশ দামি হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

স্বপ্ন সুপার শপের চকলেট গুলো অরিজিনাল আর বেশ দামি হয়

আসলেই দামী ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 months ago 

মার্কেটে গেলে কেনাকাটা করতে কার না ভালো লাগে একদম ঠিক কথা। কিন্তু সবকিছুর দাম যখন বেশি তখন কষ্ট লাগাটাই স্বাভাবিক কিছুই করার নেই। তবুও কেনাকাটার মধ্যে অনেক মজা। চকলেট কিনেছেন গিফট দেওয়ার জন্য সেটা কার জন্য এটাই জানলাম না। ভালো মুহূর্ত ছিল এরকম গিফট যেন আমরাও পাই। কেনাকাটার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

চকলেট কিনেছেন গিফট দেওয়ার জন্য সেটা কার জন্য এটাই জানলাম না।

থাক না কিছু অজানা। ধন্যবাদ মতামতের জন্য

 2 months ago 

আমি প্রথমে মনে করেছিলাম কোন স্পেশাল মানুষের জন্য এত চকলেট কেনা হচ্ছে হা হা হা। যাইহোক কেনাকাটা শেষে সেখানে পেমেন্ট করতে গেলে ৫% ভ্যাট দিতে হয়। এক শপের মধ্যে সব ধরনের সুবিধা পাওয়া যাবে এজন্যই হয়তো তারা কিছুটা ভ্যাট নেয়।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমি প্রথমে মনে করেছিলাম কোন স্পেশাল মানুষের জন্য এত চকলেট কেনা হচ্ছে হা হা হা।

এতো মনে করতে হবে কেনো।ধন্যবাদ মতামতের জন্য

 2 months ago 

অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। চকলেট কার না পছন্দ। আমিও ছোটবেলা থেকে বেশ পছন্দ করে আসি। অনেক সুন্দর ছিল আপনার আজকের এই লাইফ স্টাইল পোস্ট। পাশাপাশি সপের অনেক কিছু সম্পর্কে ধারণা পেয়ে গেলাম।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মতামত প্রকাশের জন্য

 2 months ago 

আসলেই ভাই এই দ্রব্যমূল্যর ঊর্ধগতির জন্য মধ্যবিত্তদের জীবন যাপন করা অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছে এ কথাটা আসলেই সঠিক। যাইহোক আপনি সুপার শপে গিয়ে কিছু চকলেটের বক্স কিনলেন গিফট করার জন্য এবং এই মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করে অনেক ভালো একটা কাজ করেছেন আমরা আমরা আপনার সুন্দর মুহূর্ত গুলোর ভাগীদার হতে পারলাম।

 2 months ago 

আসলেই ভাই এই দ্রব্যমূল্যর ঊর্ধগতির জন্য মধ্যবিত্তদের জীবন যাপন করা অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছে এ কথাটা আসলেই সঠিক

মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 months ago 

তা হঠাৎ এই চকলেট কার জন্য কেনা ভাই। কাকে গিফট করবেন। ব‍্যাপার টা ভালো লাগছে না তো আমার হা হা। স্বপ্ন সুপার শপটা একেবারে আমাদের কলেজের সামনে। দেখেছি কিন্তু ভেতরে যাওয়া হয়নি। যাইহোক আপনার কেনাকাটার অভিজ্ঞতা ভালো ছিল দেখছি। দেখি যদি কখনো সময় হয় যাব এখানে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

কাকে গিফট করবেন। ব‍্যাপার টা ভালো লাগছে না তো আমার হা হা।

এতো শুনতে নাই ভাই।ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 months ago 

আমাদের এখানেও স্বপ্ন সুপার হয়েছে৷ তবে সময় না থাকার কারণে কখনো প্রবেশ করা হয়নি৷ তবে আজকে যেভাবে আপনি এই সুপার শপে প্রবেশ করে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগলো। এই শপে যা কিছু রয়েছে তা খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 months ago 

এই শপে যা কিছু রয়েছে তা খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনি ঠিক বলেছেন সবকিছুর দাম অনেক বৃদ্ধি পেয়েছে।মধ্যবিত্তদের জন্য সত্যি ই খুব কষ্টের।আমরা মধ্যবিত্তরা কোন রকম বেঁচে আছি।আমিও একই জায়গায় অনেক কিছুর সমাহার থাকাতে স্বপ্ন সুপার শপে যাই।আপনি চকলেট কিনতে গেলেন।গিফট দিতে হবে বলে গেলেন।কিন্তু কাকে গিফট করবেন তা কিন্তু বলেননি ভাইয়া। 🤣আমার আবার জানার আগ্রহ একটু বেশিই।যাক চকলেট মনের মতো পেয়েছেন জেনে ভালো লাগলো। যদিও আপনি খেয়ে দেখেন নি।সুন্দর ভাবে অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

কিন্তু কাকে গিফট করবেন তা কিন্তু বলেননি ভাইয়া।

কিছু জিনিস অজানা থাকলে কিউরিওসিটি বাড়ে।ধন্যবাদ মতামতের জন্য

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61138.54
ETH 2920.26
USDT 1.00
SBD 3.54