রেসিপি: কলা দুধের মিল্কশেক রেসিপি।

in আমার বাংলা ব্লগ16 days ago

Abb 20.4.23 রবিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG_20240418_162512.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কলা দুধের মিল্কশেক রেসিপি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে কলা দুধের মিল্কশেক রেসিপি। ভালো লাগবে।

আজকে আমি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছি। বিভিন্ন রকম রেসিপি খেতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। মিল্কশেক খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে কলা এবং দুধ দিয়ে তৈরি করা মিল্কশেক খেতে আমি একটু বেশি পছন্দ করি। এই মিল্কশেক কিন্তু খুবই সহজেই এবং অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। যার কারণে এটা প্রায় সময় আমাদের তৈরি করা হয়। বিশেষ করে গরমের সময় এটা বেশি তৈরি করি খাওয়ার জন্য। এখন প্রচুর গরম পড়তেছে। এই জন্য দুপুরবেলায় এই মিল্কশেকটা তৈরি করা হয়েছিল। আমি চেষ্টা করেছি মিল্ক শেক তৈরি করার পদ্ধতি সবার মাঝে তুলে ধরার জন্য। আপনারা চাইলে কিন্তু এই মিল্ক শেক সহজেই ঘরে তৈরি করতে পারবেন। এই সময়টাতে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। রেস্টুরেন্টে এরকম মিল্ক শেক পাওয়া যায়। একেবারে ফ্লেভারটা ওরকমই এসেছিল তৈরি করার পর। আমার ফ্যামিলির সবাই তো মজা করে খেয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কলা এবং দুধ দিয়ে মিল্ক শেক তৈরি করার পদ্ধতি।

IMG20240413164130.jpg

উপকরণ

উপকরণপরিমাণ
কলা৪ টা
দুধহাফ কেজি
দধি১ কাপ
চিনি১ কাপ
লবনপরিমাণমতো

IMG_20240418_161248.jpg

ধাপ 1️⃣

প্রথমে পাকা কয়েকটা কলা নিলাম। আর কলার চামড়া ফেলে দিলাম।

IMG_20240418_160832.jpg

ধাপ 2️⃣

এরপর ছুরির সাহায্যে কলা গুলোকে পিস পিস করে কেটে একটা প্লেটে নিলাম।

IMG_20240418_160846.jpg

ধাপ 3️⃣

কুচি কুচি করে কেটে রাখা কলা গুলোকে ব্লেন্ডার করার জন্য নিলাম।

IMG_20240418_160928.jpg

ধাপ 4️⃣

তারপর এক কাপ দধি দিয়ে দিলাম এটার মধ্যে। এরপর এক কাপ চিনি দিয়ে দিলাম। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম।

IMG_20240418_161013.jpg

ধাপ 5️⃣

এক কাপ চিনি দেওয়ার পরে হাফ কেজি দুধ দিয়ে দিলাম।

IMG_20240418_161025.jpg

ধাপ 6️⃣

এরপর এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড ভালোভাবে করার পর তৈরি হয়ে গেলো মজাদার কলা দুধের মিল্কশেক। এভাবেই রেসিপিটা তৈরি করা হলো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে।

IMG_20240418_161052.jpg

ফাইনাল আউটপুট

IMG20240413164130.jpg

IMG20240413164141.jpg

IMG20240413164134.jpg

আমি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে রেসিপি পোস্ট করার চেষ্টা করি।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

"নিজেকে নিয়ে কিছু কথা"

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

Banner.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 16 days ago 

কলা দুধের মিল্কশেক রেসিপি আমার কাছে একদম ইউনিক এবং মজাদার লেগেছে। আসলে আপনাকে রেসিপি পরিবেশন গুলো আমার খুবই ভালো লাগে। এত সুন্দর ভাবে পরিবেশন করেন আর এই রেসিপিটা দেখেও আমি শিখে নিলাম। কারণ রেসিপিটা আমার অনেক ভালো লেগেছে।

 15 days ago 

আপনার কাছে আমার রেসিপির পরিবেশন ভালো লাগে শুনে ভালো লাগলো।

 16 days ago 

গরমকালে আসলে এই ধরনের মিল্কশেক গুলো খেতে খুবই ভালো লাগে ভাই। আপনি দেখছি দুপুরবেলা, কলা আর দুধের সমন্বয়ে খুবই সুস্বাদু একটি মিল্কশেক তৈরি করে ফেলেছেন। দেখেই বোঝা যাচ্ছে এটি খেতে অত্যন্ত সুস্বাদু ছিল। আর এটি গরম কালে শরীরকে ঠান্ডা রাখার জন্য অনেক উপকারীও।

 15 days ago 

হ্যাঁ দিদি গরমের সময় মিল্ক শেক খেতে সত্যি খুব ভালো লাগে।

 16 days ago 

নতুন একটি ইউনিক রেসিপি দেখলাম। এমন রেসিপি খুব কমই দেখেছি। তোমার এই রেসিপি সম্পর্কে আমার তেমন আইডিয়া ছিল না। বেশ ভালো লাগলো ভাইয়া নতুন একটা রেসিপি সম্পর্কে ধারণা পেয়ে। আশা করব এমন নতুন নতুন আইডিয়া আমাদের মাঝে উপস্থাপন করবেন।

 15 days ago 

আগে এই রেসিপিটার প্রতি কোন আইডিয়া না থাকলেও, এখন আইডিয়া নিয়েছেন দেখে ভালো লাগলো।

 16 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে একটি রেসিপি শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দুধ এবং কলার মিশ্রণে তৈরিকৃত লোভনীয় একটি রেসিপি। আসলে ভাইয়া এই রেসিপিগুলো খুবই স্বাস্থ্যের জন্য ভালো। দেখেই খেতে ইচ্ছে করছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি খুব সুন্দর ভাবে পরিবেশনা করে আমাদের মাঝে খুব সুন্দরভাবে শেয়ার করে দেখানোর জন্য।

Posted using SteemPro Mobile

 15 days ago 

এগুলো স্বাস্থ্যের জন্য ও ভালো এটা ঠিক কথা। গরমের সময় এটা খেতে খুব ভালো লেগেছে।

 16 days ago 

আমার মেয়ে ইলমা এই মিল্কশেক খেতে ভীষণ পছন্দ করে। গতকাল তাকে বানিয়ে দিতে হয়েছে।
যাইহোক আপনার রেসিপি মানে দারুণ কিছু। বেশ চমৎকার গুছিয়ে রেসিপি উপস্থাপন করেছেন। আমরাও শিখে নিলাম, ইনশাআল্লাহ তৈরি করতে পারবো। ধন্যবাদ ভাই চমৎকার রেসিপি পোস্ট উপহার দেয়ার জন্য।

 15 days ago 

আপনার মেয়ে এই মিল্ক শেক খেতে পছন্দ করে শুনে ভালো লাগলো। গতকাল কেও তাকে বানিয়ে দিয়েছিলেন জেনে ভালো লেগেছে।

 16 days ago 

দারুণ একটি রেসিপি পোস্ট উপহার দিলেন আপনি। এই গরমের মধ্যে এই ধরনের কলা দুধের মিল্কশেক রেসিপি খেতে অনেক ভাল লাগে। তবে এই রেসিপি আমার কাছে ইউনিক মনে হয়েছে। নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু হয়েছিল। সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন তৈরি ধাপ সমূহ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 15 days ago 

চেষ্টা করলাম মজাদার মিল্ক শেক তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 16 days ago 

এখন যে গরমের অবস্থা এই গরমে শরবত অনেক ভালো শরীরের জন্য। ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। কলা দুধের মিল্ক শেক আমারও খেতে খুব ভালো লাগে। বিশেষ করে কলার ফ্লেভার টা দারুন হয়। আপনি দুপুর বেলায় বেশ মজার করে শরবত তৈরি করলেন কলা দুধের। প্রতিটি ধাপ সুন্দরভাবে শেয়ার করলেন। অসংখ্য ধন্যবাদ ইউনিক একটি রেসিপি শেয়ার করলেন আপনি।

 15 days ago 

হ্যাঁ আপু কলার ফ্লেভারটা দারুন। এই মিল্কশেক অনেক মজাদার হয়েছে, আর খেয়েছি তৃপ্তি মিটিয়ে।

 15 days ago 

খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। কলা দুধের মিল্কশেক আগে কখনো খাওয়া হয়নি। তবে দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু ছিল। বাসায় একদিন তৈরি করে দেখব। খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হবে। পরিবেশন টাও খুবই সুন্দর হয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 14 days ago 

কলা দুধের মিশ্রণে মিল্কশেক যেহেতু আপনার কখনোই খাওয়া হয়নি, তাই বলবো অবশ্যই খেয়ে দেখবেন।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63572.52
ETH 3097.69
USDT 1.00
SBD 3.88