স্বরচিত Poetry: শ্যাম কালিয়া সোনা বন্ধু Original Poetry by @narocky71
ABB 21.12. 2K24
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
সব ধরনের মানুষই সবার প্রিয় মানুষটাকে পেতে চায়। তাইতো প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার জন্য সব সময় আশা করি। তাইতো স্বয়নে স্বপনে সব জায়গায় প্রিয় মানুষটাকে খুঁজি। এই প্রিয় মানুষটির নাম দিয়েছি আজকের কবিতার মাধ্যমে সোনা বন্ধু। সোনা বন্ধুকে জীবনে পেলে জীবনের সকল স্বপ্ন যেন পূরণ হয়। সকল আশা যেন পূরণ হয়ে যায়। তাইতো প্রিয় মানুষকে পাওয়ার আশা সবাই করে। দিবারাত্রি সব সময় শুরু তাকেই খুঁজে বেড়ায়। ইচ্ছে করে কাছে পেতে। কাছে পেলে যেন স্বর্গের সুখ পায় এমনটাই মনে হয়। ব্যর্থ প্রেমিকদেরকে উৎসর্গ করে আজকের এই কবিতাটি আমি লেখার চেষ্টা করেছি। আমি আশা করি আপনাদের সবার মাঝে আজকে অনেক ভালো লাগবে আছে কবিতাটা।
স্বরচিত কবিতা: শ্যাম কালিয়া সোনা বন্ধু
সোনা বন্ধু তোমায় আমি ,
খুঁজে বেড়াই নিরালা।
তোমায় পেলে সুখী হবো,
করি আমি এই আশা।
শ্যাম কালিয়া সোনা বন্ধু ,
করলি আমায় দিওয়ানা ।
তোমায় নিয়ে হাজার স্বপ্ন ,
দেখে কাটাই রাত্রিটা।
দিনরাত কাটাই শুধু ,
করে তোমায় ভাবনা।
ভাবনা নিয়ে বেঁচে আছি ,
পাবো তোমায় এই আশা।
তোমায় পেলে এ জীবনে ,
হবে আশা পূরণ।
স্বর্গের সুখ পাবো আমি ,
জীবনে আছে অনেক আশা।
জীবন দিয়ে বাসি ভালো ,
ওগো সোনা বন্ধুরে ।
তোমাকে পেলে এই জীবনে ,
নাই তো কোন আশা।
ভালোবাসা দিয়ে আগলে রাখবো ,
রাখবো অনেক যতনে ।
যতন করে রাখবো তোমায় ,
রাখবো অনেক আদরে।
(সমাপ্ত)
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/NARocky4/status/1870518382543749267?t=nvsRv15nItkoEiAzo977Nw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো,এই কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
শ্যাম কালিয়া সোনা বন্ধু কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর ভাষায় এবং ছন্দে মিলিয়ে লিখেছেন যার কারণে পড়ে অনেক বেশি ভালো লাগলো আমার।
খুব সুন্দর একটি কবিতা আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। কবিতাটি ভীষণ ভালো লাগলো। কবিতা প্রতিটি লাইন ভীষণ সুন্দর। ব্যর্থ প্রেমিকদেরকে উদ্দেশ্য করে লেখা কবিতাটি হৃদয় স্পর্শ করলো।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। প্রত্যেকটা মানুষ তার নিজের ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখে রাত্রি কাটায় এটাই স্বাভাবিক। আপনিও ঠিক আপনার সোনা বন্ধুকে নিয়ে স্বপ্ন দেখছেন এটা বেশ ভালো লাগলো জেনে। ধন্যবাদ এত সুন্দর ভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে তুলে ধরার জন্য।
আমি বরাবরই জানি আপনি বেশ ভালো কবিতা লিখেন কিন্তু এত সুন্দর কবিতা লিখতে পারেন এটা আমার আগে জানা ছিল না। আসলে আজকের কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার প্রতিটা কথা আমার মন ছুঁয়ে গেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা ঠিক যে সবাই প্রিয় মানুষটাকে কাছে পেতে চায়।আপনি প্রিয় মানুষ কে কেন্দ্র করে অনেক সুন্দর স্বরচিত কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন ভাই। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
বাহ্ , বেশ দারুন লিখেছেন ৷ কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ আসলে প্রিয় মানুষকে পাওয়ার ইচ্ছে সবারই দারুণ থাকে ৷ প্রিয় মানুষ কে পেলে হয়তো ভালো থাকবো ভাবি আমরা ৷ আপনি আজ আপনার এই কবিতায় প্রিয় মানুষ কে সোনা বন্ধু নাম রেখে বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন ৷ আপনার এই কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো ৷