ভ্রমণ : বঙ্গ এগ্রো কমপ্লেক্স মেহেরপুর, কুষ্টিয়া, ঘুরার মুহূর্ত

in আমার বাংলা ব্লগyesterday

Abb 25 ডিসেম্বর 2024

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20241212_154258.jpg

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20241212_133642.jpg

ইতিমধ্যে আপনারা সবাই জানেন আমি কিছুদিন আগে আমার পরিবারসহ মেহেরপুর, কুষ্টিয়া জেলায় ঘুরতে গিয়েছিলাম। আসলে আমরা দীর্ঘদিন যাবতই ভাবতেছিলাম কোথাও ঘুরতে যাব। পরবর্তীতে সোনিয়ার সাথে কথা বলেই কিবরিয়া ভাইদের এলাকায় ঘুরতে গিয়েছিলাম। মাঝে মাঝে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। যার কারণে অতিরিক্ত কাজ করার পরে আমি ঘুরতে বের হই।

20241212_142143.jpg

মেহেরপুর জেলায় যখন গিয়েছিলাম তখন স্মৃতিগুলো খুবই মধুর ছিল। ওইখানকার অনেকগুলো আমাদের আমার বাংলা ব্লক কমিউনিটির মেম্বারদের সাথে দেখা হয়ে তার চাইতে আরো বেশি ভালো লেগেছিল। সেখান থেকে আমরা একটি পার্কের মধ্যে গিয়েছিলাম। পার্টির নাম হচ্ছে বঙ্গ এগ্রো পার্ক। খুবই সুন্দর একটি পরিবেশ ছিল সেখানে। ঘাসের মধ্যে বসে বসে আমরা দীর্ঘ সময় আড্ডা দিয়েছিলাম।

20241212_133909.jpg

এতগুলো ভেরিফাইড মেম্বার এর সাথে দেখা হয়ে আমাদের অনুভূতি ছিল অন্যরকম। পার্কে আমরা গিয়েছিলাম ঠিক গুরুগুরু করেছি এটি সঠিক কিন্তু তাদের সাথে বসে সময় কাটানো ছিল খুবই স্মৃতি মধুর। হাসি- দুষ্টামি সহ আমরা অনেকটা সময় সুন্দর মুহূর্ত কাটিয়েছি। পার্কে মধ্যে অনেকগুলো ফুল গাছ ছিল। অনেকটা সময় আমি আর সনিয়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম। যাও অনেক ভালো সময় কাটিয়েছি।

20241212_160853.jpg

এরপর আমরা সবাই একসাথে দুপুরের খাবার খেয়েছিলাম। এমনিতেই সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে দুষ্টামি করতে করতে খাওয়ার কথা তো স্মৃতি হয়ে রয়ে গেল এখন। দীর্ঘদিন পরে হলেও আজ থেকে সেখানকার মুহূর্তগুলো ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করব। সেই মুহূর্তগুলো আমার কাছে ছিল অনেক বেশি ভালো লাগার মত। সেখানে এত বেশি ইউজারের সাথে দেখা হয়েছে সবার নাম বললেও ১০ থেকে ১৫ জন হবে। একসাথে এতগুলো ইউজারের সাথে দেখা হয়ে স্মৃতিগুলো ছিল অনেক বেশি স্মৃতিময়।

20241212_161117.jpg

বিশেষ করে পার্কের পরিবেশ ছিল মনোমুগ্ধকর। সেখানে একটি শাপলা ফুলের পুকুর ছিল। পুকুরের পাশে আমি এবং সোনিয়া দীর্ঘ সময় কাটিয়েছিলাম। এত বেশি সুন্দর ছিল যা আপনাদের বলে বুঝাতে পারব না। আমি তো সেখানকার প্রাকৃতিক দৃশ্যের মধ্যে যেন হারিয়ে গিয়েছিলাম। যা এখনো স্মৃতি হয়ে থাকবে। আগামীতে সেখানকার আরো একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। স্মৃতিগুলো ছিল মধুর। এত সুন্দর মুহূর্ত কাটাতে পেরে আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে। একসাথে এতগুলো ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে আরও বেশি ভালো লেগেছিল।

20241212_133431.jpg

আজকের এই পোষ্টের মাধ্যমে সেখানকার স্মৃতি আবার মনে উঠে গেল। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রয়ে গেল। তারা এত বেশি আন্তরিক ছিল যা বলে বোঝানো যাবে না। সবাই আমাদেরকে যেন দীর্ঘদিনের আপন হিসেবেই মেনে নিয়েছিল। আশা করি দ্বিতীয় পর্বে আরো কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ওই পর্বটা ও আপনাদের ভাল লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 yesterday 

ভাই আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পোস্ট দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে আপনি আমাদের এলাকায় ঘুরতে এসেছিলেন এটা সত্যি আমার কাছে কি যে ভালো লেগেছিল আমি নিজেও বলে বোঝাতে পারবো না। আপনাদের বেশ কিছুদিন একসাথে পেয়ে বেশ দারুন সময় অতিবাহিত করেছি সত্যিই সেই সময়ের স্মৃতিগুলো যদি মনে আসে এখন বেশ একা একা লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 22 hours ago 

আপনার মত ঠিক আমার কাছেও এরকম লাগে। অনেক মিস করি সেই মুহূর্তগুলোকে। ইনশাল্লাহ আবারো এরকম সুন্দর সময় কাটাবো ভবিষ্যতে।

 21 hours ago 

আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল উনাদের সবার সাথে এত সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করতে পেরে। জায়গাটার পরিবেশ অনেক সুন্দর ছিল। যার কারণে আরো ভালো সময় কাটানো গিয়েছে। সবাই একসাথে বসে আড্ডা দিতেও খুব ভালো লেগেছিল। এই মুহূর্তটা খুব সুন্দর করে তুমি শেয়ার করেছ সবার মাঝে। দেখে অনেক ভালো লেগেছে।

 20 hours ago 

1000209775.jpg

1000209777.jpg

1000209779.jpg

 18 hours ago 

মেহেরপুর, কুষ্টিয়াতে গিয়ে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপনারা। আমার বাংলা ব্লগের অনেকের সাথেই দেখা করেছেন। ভার্চুয়ালি কাজ করা মানুষগুলোর সাথে সামনাসামনি দেখা করতে পারলে ভালোই লাগে। খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 16 hours ago 

আপনারা সবাই মেহেরপুরে ঘুরতে গিয়েছেন আজকে পোস্টটি দেখে বেশ ভালো লাগলো। কিন্তু দুঃখের বিষয় হল আমাদেরকে নিয়ে গেলেন। যাইহোক দুঃখ করে কি হবে আপনারা খুব সুন্দর সবাই সময় কাটিয়েছেন দেখে আরো একটু খুশি হলাম। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম

 16 hours ago 

কাজের ফাঁকে ঘোরাঘুরির প্রয়োজন রয়েছে।তাতে দেহ ও মন দুটিই ভালো থাকে, আপনারা মেহেরপুর জেলায় ঘোরাঘুরি করেছিলেন জেনে ভালো লাগলো।আপনাদের সুন্দর মুহুর্তের কথা কিবরিয়া ভাইয়ার একটা পোষ্টের মাধ্যমেই জানতে পেরেছিলাম।ধন্যবাদ আপনাকে।

 14 hours ago 

মেহেরপুর কুষ্টিয়া জেলায় ঘুরাঘুরি করে দারুণ সময় কাটিয়েছেন ভাই। সবচেয়ে বড় কথা আমাদের কমিউনিটির বেশ কয়েকজন ব্লগারের সাথে দেখা হয়েছে। যাইহোক বঙ্গ এগ্রো পার্ক থেকে ধারণকৃত ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 hours ago 

অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আপনার আজকের এই সুন্দর পোস্ট দেখতে পেরে। আসলে দিনটা আমাদের জন্য বেশ মধুর ছিল। সারা জীবনের জন্য স্মৃতি হয়ে রইল দিনটা।