রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করা হলে দেখতে খুব ভালো লাগে। আর যদি এরকম গিফট বক্স তৈরি করা হয় তাহলে তো বেশি সুন্দর লাগে। গিফট বক্স এর মধ্যে আপনি আপনার তৈরি করা চকলেট গুলো রেখেছেন দেখে আরো ভালো লাগলো। এই গিফট বক্সটা কিন্তু খুবই সুন্দর এবং কিউট ছিল। এই গিফট বক্স তৈরি করার পদ্ধতি সহজেই শিখে নিতে পারলাম।