রঙিন কাগজের গিফট বক্স।
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের গিফট বক্স।
আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের গিফট বক্স তৈরি করেছি।জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের গিফট বক্স আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না।তাহলে চলুন আজকের রঙিন কাগজের গিফট বক্স তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।
রঙিন কাগজের গিফট বক্স তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
প্রস্তুতির ধাপ সমূহঃ
ধাপ-১ঃ
প্রথম স্টেপে আমি রঙিন কাগজ, কাঁচি, পেন্সিল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে। রঙিন কাগজ গুলো কেটে নিয়ে কোনাকুনি ভাঁজ করে নিতে হবে।
ধাপ-২ঃ
সমান ভাবে কোনাকুনি মিলিয়ে পর পর ভাজ দিতে হবে।
ধাপ-৩ঃ
তারপর কাগজের ওপর কলম দিয়ে ডিজাইন অঙ্কন করে নিয়েছি।
ধাপ-৪ঃ
ডিজাইন অনুযায়ী কাঁচি দিয়ে রঙিন কাগজ কেটে নিতে হবে।
ধাপ-৫ঃ
এখন ডিজাইন অনুযায়ী কেটে নেওয়া রঙিন কাগজ টি ছাড়িয়ে দিলাম।
ধাপ-৬ঃ
চার অংশের কোনাকুনি সমান করে ভাঁজ করে নিতে হবে।
ধাপ-৭ঃ
এরপর নিচের অংশ গুলো বর্গ আকারে ভাঁজ করে নিয়ে গিফট বক্স তৈরির কাজ শেষ করা হলো।
ধাপ-৮ঃ
এবার গিফট বক্সের মধ্যে রঙিন কাগজের তৈরি কিছু চকলেট দিয়ে দিতে হবে।
ধাপ-৯ঃ
গিফট বক্স আটকে দিলেই তৈরি হয়ে গেল রঙিন কাগজের গিফট বক্স। এখন আপনি চাইলে আপনার পছন্দের মানুষটিকে দিতে পারেন।
এভাবেই খুব সহজে রঙিন কাগজের গিফট বক্স তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
















বাহ্! রঙিন কাগজ দিয়ে চমৎকারভাবে গিফট বক্স তৈরি করেছেন ভাই। গিফট বক্সের ভিতরে তো দেখছি এর আগে তৈরি করা চকলেট গুলো ঢুকিয়ে দিয়েছেন। ভাই এই গিফট বক্সটি ঐশী ভাবীকে গিফট করে দিয়েন হা হা হা। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও রঙিন কাগজের গিফট বক্সটি দেখে আমি পুরাই মুগ্ধ হয়ে গেলাম ভাই।রঙিন কাগজের গিফট বক্স দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এটি উপহারের প্রতি বিশেষ যত্ন ও সৃজনশীলতার পরিচয় দেয়। প্রতিটি রঙ ও নকশা ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য ফুটিয়ে তোলে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ভাইয়া আপনার আইডিয়া দেখে আমার কাছে তো অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কিউট একটা গিফট বক্স তৈরি করে নিলেন। আপনি যদি এই গিফট বক্সে করে কিছু একটা কাউকে গিফট দেন, তাহলে সে অনেক খুশি হবে। আমার কাছে অনেক কিউট লেগেছে এই গিফট বক্স।
এর আগে রঙিন কাগজের চকলেট তৈরি করা দেখেছিলাম আজকে দেখি সেটা রঙিন কাগজের গিফট বক্সে দিয়ে দিয়েছেন। এটা কি ভাবির জন্য দিলে নাকি ভাই??
ঐদিন দেখলাম রঙিন কাগজ দিয়ে চমৎকার চকলেট বানিয়েছেন। আজকে আবার রঙিন কাগজের গিফট বক্স বানিয়ে তাতে চকলেট রাখলেন। প্রজেক্টটি খুবই সুন্দর হয়েছে। কাউকে গিফট করলে অনেক খুশি হবে। ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করা হলে দেখতে খুব ভালো লাগে। আর যদি এরকম গিফট বক্স তৈরি করা হয় তাহলে তো বেশি সুন্দর লাগে। গিফট বক্স এর মধ্যে আপনি আপনার তৈরি করা চকলেট গুলো রেখেছেন দেখে আরো ভালো লাগলো। এই গিফট বক্সটা কিন্তু খুবই সুন্দর এবং কিউট ছিল। এই গিফট বক্স তৈরি করার পদ্ধতি সহজেই শিখে নিতে পারলাম।
আপনার আইডিয়াটা দারুণ লেগেছে।রঙিন কাগজ দিয়ে এত সুন্দর আর কিউট একটা গিফট বক্স তৈরি করেছেন যে দেখেই ভালো লাগছে। এমন একটি সুন্দর বক্সে যদি কাউকে উপহার দেওয়া হয়, নিশ্চিতভাবেই সে অনেক আনন্দ পাবে।আপনার ক্রিয়েটিভিটি সত্যিই প্রশংসার যোগ্য।
অও,দারুণ হয়েছে রঙিন কাগজের গিফট বক্সটি।আবার বক্সের মধ্যে চকলেটগুলি ভরে দিয়েছেন দেখছি,আমার কাছে খুবই ভালো লেগেছে।এভাবে ঘর সাজালে খুবই ভালো লাগে দেখতে, ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের গিফট বক্সটি দেখতে খুবই সুন্দর হয়েছে।আপনি খুব সুন্দরভাবে বক্সটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এ ধরনের বক্সে যেকোনো কিছু গিফট করলে গিফটের মান বৃদ্ধি পায়। অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা ডাই পোস্টটি দেখে।
রঙিন কাগজ দিয়ে অল্প সময়ে সিম্পল একটি গিফট বক্স তৈরি করে নিয়েছেন। রঙিন কাগজ দিয়ে এরকম ছোট ছোট কাজ করতে খুব একটা সময় লাগে না তবে দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনার তৈরি গিফটবক্স দারুন হয়েছে ভাইয়া। চমৎকার একটি গিফট বক্স তৈরি করার ধাপগুলো বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।