🍗🍜রেস্টুরেন্টে কাটানো কিছু মুহূর্ত🍜🍗 By nasrin111 [10% @shy-fox + 5% abb-school

আসসালামুয়ালাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি বাংলাদেশের 🇧🇩 সিরাজগঞ্জ জেলায় বসবাস করি।

IMG-20220705-WA0027.jpg

🍗🍜রেস্টুরেন্টে কাটানো কিছু মুহূর্ত🍜🍗

বন্ধুরা আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে এসেছি আমার রেস্টুরেন্টে কাটানো কিছু মুহূর্ত নিয়ে ।রেস্টুরেন্টে যেতে আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে। মনে হয় যেন মাঝে মাঝেই রেস্টুরেন্টে যাই ।এর একটি কারণও আছে। তার কারণ হচ্ছে রেস্টুরেন্টে গেলে তো আর বাসায় রান্না করতে হয় না। রান্নায় ফাঁকি দেওয়ার ধান্দা আর কি। কিছুদিন আগে একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম রাতে খেতে। । সেদিনও তাই হঠাৎ করে রান্না করতে ইচ্ছা করলো না তাই চলে গেলাম রাতে রেস্টুরেন্টে খেতে। সেই মুহূর্তগুলিই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20220705-WA0028.jpg

শহরে রাতের রাস্তা ফাঁকা থাকে, আমার ফাঁকা রাস্তায় হাঁটতে ভালো লাগে, তাই আমরা হেঁটে হেঁটে কাছে একটা রেস্টুরেন্টে খেতে গেলাম।

IMG-20220705-WA0025.jpg

রাস্তায় রেস্টুরেন্টে খেতে যাওয়ার পথের প্রথমে আমরা একটা ফুচকার দোকান দেখলাম যেখান থেকে আমরা প্রায়ই ফুচকা খেয়ে থাকি।

IMG-20220705-WA0030.jpg

এরপর আমরা একটা বাদামের স্টল দেখতে পেলাম, সেখানে একটি বাদামওয়ালা ভ্যানে করে বাদাম ভাজা বিক্রি করছিলেন।কিন্তু আমাদের বাদাম খেতে ইচ্ছে করছিলো না তাই আমরা সেখানে দারাইনি।

IMG-20220705-WA0036.jpg

আর একটু পথ যেতেই সুন্দর ফুলের দোকান দেখতে পেলাম। ফুল আমার অনেক পছন্দের, এখানে অনেক রকম ফুল পাতাবাহার পাওয়া যায়, তাই একটা ফোটোগ্রাফি করেনিলাম।

IMG-20220705-WA0032.jpg

এবার একটি রেস্টুডেন্ট দেখতে পেলাম, কিন্তু এ রেস্টুরেন্টে অনেক বার খেয়েছি,তাই সেখানে না গিয়ে আরও একটু এগিয়ে গেলাম।

IMG-20220705-WA0033.jpg
অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম, সিড়ি দিয়ে আমরা উঠে গেলাম।

IMG-20220705-WA0031.jpg
খাবার ওডার দিয়ে আমরা অপেক্ষা করছি, কখন খাবার আসবে, খুদাই পেট চু চু করছিলো, অপেক্ষা বিষয় টাই অনেক কঠিন। তার পরেও করতে হবে কিছু করার নাই,,আমরা অনেক এক্সাইটেড ছিলাম, খাবার কেমন হবে।

IMG-20220705-WA0027.jpg

অবশেষে খাবার চলে এলো,ও বলতে ভুলে গিয়েছি আমরা তিন টা রাইস বোল আর একটি ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম।খাবার গুলো খুব মজাদার ছিল ।তবে এদের খাবারটা বেশ ভালই লেগেছে ।সবকিছু মিলিয়ে বেশ ভালই লেগেছিল , । আলহামদুলিল্লাহ।

IMG-20220705-WA0029.jpg

যেহেতু অনেক গরম পড়েছিল তাই আমরা খাবার শেষে কোল কফি সাথে লাচ্ছি অর্ডার করে খেয়ে ছিলাম।যাই হোক আজকের দিনটি আমার কাছে অনেক আনন্দময় ছিল। আশা করি আজকের ফটোগ্রফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
banner-abbVD.png

ফোনের বিবরণ

ফোনRealme C17

ক্যমেরা মডেল | C17
ক্যাপচার | @nasrin111
অবস্থান |সিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

received_855100781949535.jpeg

আমি মোছা.নাসরিন খাতুন।বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি একজন ভ্রমণপিপাসু মানুষ। ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।এছাড়াও অবসর সময়ে আমি বই পড়ি।বই পড়তে আমার খুবই ভালো লাগে।সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

রেস্টুরেন্টে কাটানো মুহূর্তগুলো খুবই ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। রেস্টুরেন্টের খাবারের মান মনে হচ্ছে অনেক ভালো। আশা করছি আপনারা অনেক মজা করে খেয়েছেন। দেখেই খেতে ইচ্ছা করলো।যাইহোক, শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনার মূল্য বান বক্তব্য আমাকে জানানোর জন্য।

 2 years ago 

রেস্টুরেন্টে কাটানো মুহূর্তগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো পড়ে আসলে আমারও খুবই ভালো লাগে রেস্টুরেন্টে মাঝে মাঝে বন্ধুদের সাথে সময় কাটাতে কেননা সেখানে গেলে শুধু খাওন আর খাওন

 2 years ago 

আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে রেস্টুরেন্টে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে কিছু সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর এই মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66705.81
ETH 3626.46
USDT 1.00
SBD 2.93