"আমার বাংলা ব্লগ" এর সঙ্গে, আমার এক বছরের যাত্রা।
শুভ রাত্রি 🌃
আজ ১২ ই ডিসেম্বর,
বৃহস্পতিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ জেলা, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি প্রায় এক বছর আগে ডিসেম্বর মাসের শুরুতে স্টিমিট প্লাটফর্মে জয়েন করি এবং "আমার বাংলা ব্লগ" এর সঙ্গে, আমার এক বছরের যাত্রা অতিবাহিত হল। স্টিমিট প্ল্যাটফর্মে জয়েন করাটা সহজ ছিল। একাউন্ট খোলা একদম ইজি বিষয়। দেখিয়ে দিলে যে কেউ করতে পারে। তবে আমার প্রাণপ্রিয় ও একমাত্র শখের জায়গা "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে জয়েন করা এবং ভেরিফাইড হয়ে ওঠা অনেক কষ্টসাধ্য বিষয় ছিল। কিন্তু আমার শ্রদ্ধেয় বড় ভাই @emranhasan ভাই আমাকে এই প্লাটফর্মের সঙ্গে পরিচিত করে দেয় এবং কঠিন কাজগুলোকে সহজ করে বুঝিয়ে দিয়েছিল। শুধু তাই নয় কমিউনিটির নিয়ম কারণ সম্পর্কে সঠিক গাইড লাইন প্রদান করেছিল। ভাইয়ের সাহায্য সহযোগিতায় আমি অল্প অল্প করে এগিয়ে যাই। শুরু হয় আমার এবিবি স্কুলের ক্লাস। শ্রদ্ধেয় এডমিন মডারেটর ভাই ও বোনেরা আমাকে এগিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করেছিল। সকলের সহযোগিতায় আমি খুব অল্প সময়ের মাঝে ভেরিফাইড মেম্বার হয়ে যাই।
সত্যি বলতে আমি স্টিমিট প্লাটফর্ম ও "আমার বাংলা ব্লগ" কমিউনিটির বিশাল সমুদ্রে আমি সামান্য পানির ফোঁটা ছিলাম। শুধু তাই নয় ক্রিপ্টো কারেন্সি দুনিয়ায় একদম অজ্ঞ একজন মানুষ ছিলাম। প্রথম থেকেই শুরু হয়ে যায় আমার ব্লগিং যাত্রা। ধীরে ধীরে আমার সৃজনশীলতা এখানে বৃদ্ধি করতে চেষ্টা করি। এবং বিভিন্ন ক্যাটাগরি পোস্টগুলো আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেদের পোস্টগুলো পড়ে বুঝতে পারি। তবে এখানে এবিবি স্কুলের ভূমিকা অন্যতম। আমি একজন ব্যস্ত মানুষ। নিজের লেখাপড়া, চাকরি ও পরিবারের চাপ অল্প বয়সে এইসব কিছু আমাকে হ্যান্ডেল করে চলতে হয়। এইসব কিছুর পাশাপাশি ব্লগিং ক্যারিয়ারে মনোযোগ দিয়ে আজকে এক বছর অতিক্রম করলাম। এই একটি বছরে আমি অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে যার কথা না বলেই নয় "আমার বাংলা ব্লগ" এর প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধীয় ও সম্মানিত @rme দাদার প্রতিটি কথা এক একটি বাণী লালন করে আমি অনেক কিছু শিখেছি। শুধু ব্লগিং ক্যারিয়ার নয়, বাস্তব ও ব্যক্তি জীবনে আমার অনেক উপকারে এসেছে এবং আগামীতেও মোটিভেশন যোগাবে। দাদার ভালোবাসা বলে শেষ করা যাবে না। দাদার জন্য শুভকামনা রইল।
তাই কাজকে ভালোবেসে, প্রথম থেকেই শত ব্যস্ত থাকার পরেও প্রতিদিন আমি নিজের একটিভিটিস ধরে রাখার চেষ্টা করছি। এখানে নিজের ব্লগিং ক্যারিয়ারের পাশাপাশি আর্থিক দিক দিয়ে অনেক সাপোর্ট পেয়েছি। হয়তো অল্প পেয়েছি, কিন্তু মূল্যবান সময়গুলোতে আমার ব্লগিং করে পাওয়া অর্থ লক্ষ টাকার কাজে দিয়েছে। এমনও সময় গিয়েছে আমি কারোও কাছে চেয়েও কোন টাকা পাইনি। তখন সেই মূল্যবান সময়ে টাকা তুলে নিজের চাহিদা পূরণ করেছি। যাইহোক "আমার বাংলা ব্লগ" ভালোবাসার জায়গা, আবেগ প্রকাশের জায়গা। বাংলা ভাষা ও মাতৃভাষায় নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা তুলে ধরার মাধ্যম। দেখতে দেখতে একটি বছর চলে গেল কিভাবে খোঁজ পেলাম না। এই একটি বছর আমি অনেক কিছু পেয়েছি, যা বলে বোঝানোর মত নয়। যাইহোক এখনোও আছি, আগামীতেও থাকবো এই ইচ্ছা ও আশা নিয়ে এগিয়ে যাব সামনের দিকে। সকলের কাছে সহযোগিতা আশা করছি। আমার পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা রইল। আজকে মনের গভীরের কিছু কথা ছিল, পোস্টের মাধ্যমে শেয়ার করে নিজেকে হালকা করে নিলাম। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন, ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | "আমার বাংলা ব্লগ" এর সঙ্গে, আমার এক বছরের যাত্রা। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion