স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে কিছু সময় কাটানোর অনুভূতি।
শুভ দুপুর...!
আজ ১১ ই নভেম্বর,
সোমবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে কিছু সময় কাটানোর অনুভূতি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
আমি মাঝে মধ্যে সময় পেলে চেষ্টা করে ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য। কিন্তু সময় না পাওয়ার কারণে মনের ইচ্ছা মতো ঘুরতে পারি না। যেহেতু আমি অফিসের কাজে বিভিন্ন থানা পর্যায়ে গিয়ে থাকি, তাই সময় করে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। অফিসের গুরুত্বপূর্ণ কাছে গত সপ্তাহে গিয়েছিলাম ভালুকা উপজেলা হাজির বাজারে। কাজ ছিল মাত্র ৩০ মিনিটের, তারপর আমি আমার নতুন একজন কলিগ আরিফ ভাইয়ের সঙ্গে কিছু সময় বসে আড্ডা দিচ্ছিলাম। কিন্তু আড্ডায় কিছুতেই সময় কাটছিল না। আমি জানতে পারি কিছুটা সামনে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে। বিকাল চারটার সময় হাজির বাজার থেকে কিছুটা সামনে স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে কিছু সময় কাটানোর চিন্তাভাবনা করলাম। তাই আমি এবং আরিফ ভাই সেই রেস্টুরেন্টে চলে গেলাম।
ছবির অবস্থান :- হাজির বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে অবস্থিত। স্বপ্নবিলা রেস্টুরেন্টের পরিবেশ খুবই ভালো ছিল। ভেতরে প্রবেশ করার সময় প্রথমে অনেক বড় গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। যেহেতু আমি বিকাল চারটার দিকে গিয়েছিলাম তখন কোন কাস্টমার ছিল না। তাই সকল স্টাফ যারা ছিল তারা সবাই ক্রিকেট খেলছিল। যাইহোক আমি তারপর গেট দিয়ে ভিতরে প্রবেশ করি।
ছবির অবস্থান :- হাজির বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ।
রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে প্রথমেই আমি একটি সেলফি নিয়ে নিয়েছিলাম। রেস্টুরেন্টের ডিজাইন খুবই সুন্দর ছিল। কাঁঠ এবং রঙিন লাল টিন দিয়ে তৈরি করা চমৎকার একটি রেস্টুরেন্ট। আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে পানির ওপরে তৈরি করা ভাসমান রেস্টুরেন্ট এর ইউনিক ডিজাইন গুলো দেখে। একসঙ্গে চার-পাঁচ জন বসে নিমিষেই আড্ডা দিয়ে খাবার খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আমি এবং আমার কলিগ আরিফ ভাই পুরো রেস্টুরেন্ট হেঁটে হেঁটে দেখছিলাম। আশাকরি রেস্টুরেন্টের ডিজাইন আপনাদের কাছেও খুব ভালো লাগবে। শুধু পরিবেশ না সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছে। এই মনোরম পরিবেশে সবাই তৃপ্তি সহকারে ফ্যামিলি এবং ভালোবাসা মানুষের সঙ্গে সময় কাটাতে পারবে।
ছবির অবস্থান :- হাজির বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ।
এরপর আমি অল্প একটু সামনে গিয়ে দেখতে পাই দোতলা একটি বসার পরিবেশ। উপরে এবং নিচেও বাসায় সুব্যবস্থা আছে। আমি এই সুন্দর পরিবেশে বেশ কিছু ফটোগ্রাফি করি যা আমাকে খুব গভীর মনের প্রশান্তি এনে দিয়েছিল। শুধু তাই নয় প্রতিটি কাঠের ডিজাইন এর পাশাপাশি ফুলের টব রাখা ছিল, সেখানে বেশ মনোরম পরিবেশে বেড়ে উঠছিল ফুলের বিভিন্ন গাছ গুলো। আমি কিছু গাছের ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফির মাঝে পাতা বাহার গাছ আমার কাছে বেশি ভালো লাগে। যাইহোক আগামী পর্বে আরোও বেশ কিছু ফটোগ্রাফি ও স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে সময় কাটানো কিছু অনুভূতি শেয়ার করবো। এই ছিল আমার আজকের আয়োজন, আমি আজকে স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে কিছু সময় কাটানোর অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করেছি। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | স্বপ্ন বিলাস রেস্টুরেন্টে কিছু সময় কাটানোর অনুভূতি। |
লোকেশন | হাজির বাজার, ময়মনসিংহ, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1855882188891557952?t=F8gws_xec2UmWDoxKZG_Jg&s=19
স্বপ্নবিলাস রেস্টুরেন্টের নামটা যেমন সুন্দর রেস্টুরেন্টটাও খুব সুন্দর। রেস্টুরেন্টের চারপাশের পরিবেশ দেখে ভালো লাগলো। বেশ বড় একটা এরিয়া নিয়ে এটা তৈরি করা। আপনারা খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন সেখানে। ভালো লাগলো আপনার কাটানো মুহূর্ত গুলো দেখে। ধন্যবাদ আপনাকে।
জি আপু এরিয়া অনেক বড় ছিল তাই রেস্টুরেন্টটি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার গুছানো কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো আপু, ধন্যবাদ আপনাকে।