স্বরচিত কবিতা // "পাগল মন"।
শুভ রাত্রি 🌃
আজ ২৩ ই ডিসেম্বর,
সোমবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ জেলা, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বরচিত কবিতা পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ভালোবাসার আবেগ বড় অদ্ভুত। ভালোবাসা মানুষকে কাঁদায়, হাসতে এবং রঙিন ভাবে বাঁচতে শেখায়। ভালোবাসার মাঝে জয় পরাজয় থাকবে। কখনো মিথ্যা ভালোবাসার আড়ালে আবেগ জড়িয়ে থাকে। হৃদয়ের আবেগ প্রকাশ করতে না পারলে মানুষ হয়তো বুক ফেঁটে মারা যাবে। তাই পাগল মনের কথাগুলো ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেওয়া সত্যিকারের প্রেমিকের দায়িত্ব। ভালোবাসায় পাগল হয়ে সে মন কখনো একাকীত্ব থাকতে চায় না। জীবনসঙ্গী জন্য আকুল হয়ে থাকে। অবশেষে ভালোবাসার মানুষকে না পেয়ে পাগল হয়ে এদিক ওদিক ছুটাছুটি করে। তাই ভালোবাসার পূর্ণতা পাওয়া জরুরি। ভালোবাসায় বিভোর হয়ে পাগল মনের কষ্ট, যন্ত্রণা ও আকাঙ্ক্ষা নিয়ে একটি কবিতা আমি লেখার চেষ্টা করেছি। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য। কিন্তু কাজের ব্যস্ততা কবিতা লেখার মত মন মানসিকতা সৃষ্টি করতে বাধা হয়ে দাঁড়ায়। তাই কখনো কখনো মিস হয়ে যায়। যাইহোক আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়ে আজকেও একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপনা করেছি।
আমি পাগল মনের আবেগ ময় স্মৃতি ও আকাঙ্ক্ষা কবিতার মাঝে প্রকাশ করেছি। "পাগল মন" কবিতার মাঝে আমি আমার মনোভাব ব্যক্ত করেছি এবং কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি কবিতাটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
"পাগল মন"
পাগল মনের পাগলামি
চলে সারাক্ষণ,
তোমায় পাওয়ার আশায় আমি
হয়ে গেছি বিভোর।
ভালোবাসার আবেগ অনেক
আমি বুঝতে পারিনি,
এখন আমি পাগল হয়ে
রাস্তায় রাস্তায় ঘুরি।
মিথ্যা ভালোবাসায়
তুমি দিয়েছো আমায় কষ্ট,
তখন আমি ভালো ছিলাম
এখন হয়ে গেছি নষ্ট।
আমি মানুষ চিনতে ভুল করেছি
দিয়েছি আমার মন,
হৃদয়ের শত কষ্টগুলো
তুমি দিয়েছো ছলনাময়ী।
পাহাড় পর্বত সাক্ষী রেখে
বেসেছিলাম তোমায় ভালো,
তুমি আমার স্বপ্নের রাজ্যে
উজ্জল ঝলমলে আলো।
এই পাগল মনের একটি আশা
পূরণ করতে চাই,
তোমায় নিয়ে বাধবো ঘর
ছাড়বো না তোমার হাত।
তোমাকে হারানোর শত বেদনা
এখন আমি বুঝি,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
পাগলের ন্যায় তোমায় শুধু খুঁজি।
এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার স্বরচিত কবিতা "পাগল মন" আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | স্বরচিত কবিতা। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | স্বরচিত কবিতা (পাগল মন)। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
লেখক | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
কবিতাটি খুব সুন্দর হয়েছে পড়তে। বিশেষ করে আপনি নামটিও দারুণ দিলেন। প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু পাশে থেকে সাপোর্ট করার জন্য।
আপনি আজকে মন পাগল নিয়ে খুবই চমৎকার কবিতা লিখেছেন । আসলে কবিতাগুলো লিখতে যেমন ভালো লাগে পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম ভাই, ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি ভালোবাসার কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল। আপনার লেখা আজকের এই কবিতা পড়ার সময় আমি তো কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম।
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ছন্দ মিলিয়ে কবিতা পোস্ট উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে ভাই।
আপনার লেখা পাগল মন কবিতাটা আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের এই কবিতাটা লিখেছেন। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে। আপনার লেখা কবিতা আশা করি সব সময় পড়তে পারব।
অনেক ভালো লাগলো আপু আপনার কমেন্ট পড়ে । পাশে থাকার জন্য ধন্যবাদ।