ওয়াটার কালার দিয়ে আঁকলাম, নীলাব্জ পাতার বাহার।
<
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,
সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।
ভেবেছিলাম প্রতি সপ্তাহে একটা করে আর্ট পোস্ট করব। কিন্তু দৈনন্দিন ব্যস্ততার কারণে নিয়মিত করে উঠতে পারি না। কারণ একটা ছবি আঁকতে গেলে কম করে তিন চার ঘন্টা সময় তো লাগেই। অনেকেই হয়তো তাড়াতাড়ি আঁকেন বা চটজলদি ছবি এঁকে নেন। আমার ক্ষেত্রে সেসব হয় না। আসলে একটু নিখুঁত হতে গেলে সময় তো লাগেই।
যতগুলো মিডিয়াম রয়েছে রংয়ের, আমার সব থেকে প্রিয় হল ওয়াটার কালার অর্থাৎ জল রং। পোস্টার কালার বা অ্যাক্রেলিক কালার, প্যাস্টেল কিংবা সফট প্যাস্টেল সবারই পিকচার আলাদা আলাদা হয়। এবং সব রং ব্যবহার করার নিয়ম ও পদ্ধতি আলাদা। এতদিন ওয়াটার কালার ব্যবহার করে একটি ছোট্ট স্কেচ বুকে এঁকে নিতাম। কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম ছবি আঁকি। যেখানে অনেকগুলো স্তরে ওয়াটার কালার বারবার করে দিতে হবে। ফলে ছোট্ট পাতলা স্কেচবুকে সেই সব সম্ভব নয়। অগত্যা পুরনো ফেসবুকের বান্ডেল বের করলাম। সেখানে দেখলাম একটি নতুন স্কেচবুক রয়েছে যা আমি আজ পর্যন্ত ব্যবহারই করিনি। হয়তো কোনদিন ব্যবহার করতাম না। কারণ আঁকাআঁকির পাঠতো একেবারে তুলেই দিয়েছিলাম। কিন্তু এখানে এসে সবাইকে দেখে আবারো ইচ্ছে হলো আর ফাইনালি আজকে পুরনো পোঁটলা খুললাম। তারপর যা এঁকেছি তার ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু ডিটেলস দেখাবো। তাই চলুন শুরুতেই দেখে নেই কি কি লেগেছে।
![]() | ![]() |
|---|
- ডমসের কালার পেন
- স্কেচবুক
- পেন্সিল
- ওয়াটার কালার
- তুলি
- হেয়ার ড্রায়ার
আসুন ধাপে ধাপে দেখে নিই কিভাবে এঁকেছি।
🌷ধাপ-১🌷
![]() | ![]() |
|---|
প্রথমে স্কেচবুকের উপর পেন্সিল সাহায্যে পাতা আঁকলাম।
পুরো স্কেচবুকটাতে হালকা-পাতলা করে পাতা এঁকে নিলাম।
🌷ধাপ-২🌷
![]() | ![]() |
|---|---|
![]() | ![]() |
এরপর পুরো পেজটাতেই একটু বেশি করে জল দিয়ে ব্রাশ করে নিলাম।
অল্প অল্প করে স্কাই ব্লু কালার দিলাম।
আবারো জল দিয়ে কালারটা হালকা করে পুরো পাতাতে মানে পেজটিতে মাঝ করে নিলাম।
🌷ধাপ-৩🌷
![]() | ![]() |
|---|
- পেজটা অনেক বেশি ভেজা তাই হেয়ার ড্রায়ারের সাহায্যে শুকনো করে নিলাম।
🌷ধাপ-৪🌷
![]() | ![]() |
|---|
এবার দ্বিতীয় ধাপের নীল রং দেব।
যেটুকু অংশের পাতাগুলো আঁকা আছে সেইটুকু বাদ দিয়ে বাকি পুরোটা অংশ আরও একবার নীল রং দিয়ে কোট করে নিলাম।
অর্থাৎ পাতার উপর প্রথম ক্ষেপের রঙটাই থাকল কেবল।
🌷ধাপ-৫🌷
![]() | ![]() |
|---|---|
![]() | ![]() |
এবার আমি পেন্সিল দিয়ে আর একবার পাতা আঁকছি।
এবারের পাতাগুলো ওভারল্যাপিং। অর্থাৎ আগের পাতার ভেতরের দিকে বা বাইরের দিকে রয়েছে এইভাবে এঁকেছি।
এবার তৃতীয় ধাপের রং দেব। একই পদ্ধতিতে পাতাগুলো বাদ রেখে বাকি ফাঁকা জায়গায় রং দিচ্ছি।
প্রথম ধাপের পাতা এবং দ্বিতীয় ধাপের পাতা দুটোই কিন্তু এই ধাপে রঙ থেকে বাদ পড়েছে।
এই ধাপের রং সামান্য গাঢ় করছি। যাতে আগে ধাপের থেকে আরও একটু ডিপ দেখায়।
🌷ধাপ-৬🌷
![]() | ![]() | ![]() |
|---|---|---|
![]() | ![]() | ![]() |
যথারীতি এবারও আমার পেজটি ভেজা থাকার কারণে আমি হেয়ার ড্রায়ার দিয়ে আবার শুকনো করে নিলাম।
এরপর আবারো ওভারল্যাপিং পাতা আঁকলাম। এবার আলাদা করে কান্ড আঁকিনি শুধুমাত্র পাতা এঁকেছি।
আগের ধাপের মতো একই পদ্ধতিতে সমস্ত পাতাগুলো বাদ দিয়ে বাকি পুরো অংশে আবারো নীল রং করলাম।
এবারের নীল রঙ আরো বেশি করে গাঢ়৷ কারণ এটাই আমার রঙ করার শেষ ধাপ।
🌷ধাপ-৭🌷
![]() | ![]() |
|---|---|
![]() | ![]() |
আরো একবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে নেয়ার পর আমি গোল্ডেন কালারের ব্রাশ পেন দিয়ে ওপরে সামান্য পাতার ডিজাইন করে নিচ্ছি সাথে ছোট বড় মাপের ডট দিয়েছি।
সেটারই ধাপে ধাপে দেখিয়েছি। মানে একটু একটু করেছি একটু একটু ছবি তুলেছি।
এভাবেই সম্পন্ন হলো আমার আজকের নীলাব্জ পাতার বাহার।
বন্ধুরা, আপনাদের কেমন লাগল আমার আজকের নিবেদন? আমার প্রচেষ্টা কি আপনাদের মনে জায়গা করতে পারল? কি জানি, কমেন্ট করে জানালে অবশ্যই জানব৷ এই ধরনের ওভারল্যাপিং কাজ ওয়াটার কালার দিয়ে আগেও করেছি কিন্তু আপনাদের সাথে প্রথমবার শেয়ার করলাম। তবে আজকে যে পেইন্টিংটা করেছি এর আগে বলেন নেগেটিভ পেন্টিং। এই নেগেটিভ প্রিন্টিং আগে কখনো করিনি হ্যাঁ আজকে প্রথম বার করলাম। অনেক আগে ফ্যাশন ডিজাইন সময় আমাদের এই প্রিন্টটা শেখানো হয়েছিল। কিন্তু এইভাবে কখনো পেন্টিং এর কাজে ব্যবহার করিনি।
আচ্ছা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবার আসব আগামীকাল।
টা টা

| পোস্টের ধরণ | আর্ট পোস্ট |
|---|---|
| ছবিওয়ালা | নীলম সামন্ত |
| মাধ্যম | আইফোন ১৪ |
| লোকেশন | পুণে,মহারাষ্ট্র |
১০% বেনিফিসিয়ারি লাজুক খ্যাঁককে

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।













































Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/neelamsama92551/status/1881751593777029200?t=eVcn9OqRVH_LiowYyWGHlQ&s=19
চমৎকার একটি আর্ট আজ শেয়ার করেছেন দিদি।এ ধরনের আর্ট করতে গেলে সময়ের দরকার হয়।আপনি সময় ও ধৈর্য ধরে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
অনেক ধন্যবাদ আপু। আমি চেষ্টা করেছি কেবল মাত্র। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ নেবেন৷
হুট করে চোখে লাগার মতো আর্ট। দেখেই অবাক হয়ে তাকিয়ে ছিলাম আপু।আর্টটি চমৎকার হয়েছে আপু।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আর বর্ণনা বেশ গুছিয়ে লিখেছেন।আপনার হাতের তারিফ করতেই হচ্ছে।
আপনার থেকে কমপ্লিমেন্ট পাওয়াটা বড় বিষয়। আপনি নিজে এতো ভালো আঁকেন। আপনার চোখে লেগেছে মানে কিছু হয়েছে। ধন্যবাদ আপু।
আরে বাহ চমৎকার আর্ট করেছেন তো আপু। এই ধরনের আর্ট এর আগে দেখা হয়নি। তাইতো আপনার সম্পূর্ণ আর্ট খুব মনযোগ সহকারে দেখছিলাম কিভাবে এঁকেছেন। আমার তো দেখেই মাথা ঘুরাচ্ছে। নিশ্চয়ই এটা সম্পূর্ণ করতে অনেক সময় লেগেছিল। আমার কাছে খুব ভালো লেগেছে। পাতাগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। উপরে গোল্ডেন কালার পাতা দেওয়ার জন্য আরো বেশি সুন্দর দেখাচ্ছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু। প্রথম যখন দেখেছিলাম তখন আমারও ঠিক আপনার মতই অবস্থা ছিল। তারপর এই আকার পদ্ধতিটা জেনে নেয়ার পর খুব একটা অসুবিধা হয়নি একটু ধৈর্য ধরে করেছি এবং অনেকটা সময় লেগেছে । আর ফলাফল যা বেরিয়েছে তা তো আপনাদের সামনেই রইল। ধন্যবাদ আপু সুন্দর করে মন্তব্য করার জন্য।
আপনার প্রতিটি আর্ট দেখলেই বোঝা যায় আপনি আর্ট করতে বেশ পারদর্শী। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ওয়াটার কালার দিয়ে আঁকলাম, নীলাব্জ পাতার বাহার আর্ট করেছেন। আপনার আর্ট করা দৃশ্য টি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
প্রথাগত কোন শিক্ষা নেই তবে চেষ্টা করি মনের টানে আঁকি প্রানের টানে আঁকি। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করে আমায় উৎসাহ দেওয়ার জন্য।
বাহ দারুণ তো। একটু ভিন্ন ধরনের আর্ট দেখলাম। ওয়াটার কালার দিয়ে পাতার এমন আর্ট সত্যি চমৎকার। দারুণ করেছেন আর্ট টা আপু। দেখে বেশ অসাধারণ লাগছে। সবমিলিয়ে দারুণ করেছেন আপনি। ধন্যবাদ আপু আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।
চেষ্টা করি ভাই ভিন্ন ভিন্ন ধরনের আর্ট করার জন্য। যখন যেমন ভালো লাগে তখন তেমনই করি। আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। ধন্যবাদ নেবেন।