এরকম বদ অভ্যাস আমাদের ঘরের একজনেরও আছে। তাকে নিয়ে আজকে কলেজে গিয়েছিলাম একটি সার্টিফিকেট সংগ্রহ করার জন্য। তখন দুজনে বনফুলে ঢুকলাম এবং সেখানে ঢুকে জিজ্ঞাসা করলাম কি খাবে? তখন প্রথমেই বলে লাচ্ছি খাবে। যখন আমি অর্ডার দিতে যাব তখনই মনে পড়ল তার তো সর্দি কাশি। পরবর্তীতে তাকে মনে করিয়ে দিলাম দেখো তোমার সর্দি কাশি তুমি লাচ্ছি কেন খাবা। সে বলে কিছু হবে না। তখন আমি বললাম, না কফি খেলে খাও লাচ্ছি খাওয়া যাবে না। পরবর্তীতে একটা পিজ্জা অর্ডার করলাম। পিজ্জা খাওয়া শেষে আবার বলে লাচ্ছি খাবে। আমি বললাম না কফি খেলে খাও নাইলে চলো। পরে না লাচ্ছি খেয়েই চলে চলে গেলাম কলেজে। যদিও এটা তার বদভ্যাস তবে আমি সফল হতে দেইনি। কারণ কষ্ট করলে তো আমার সামনেই কষ্ট করতেছে।