অরিগ্যামি :- টিস্যু পেপার দিয়ে ফুলের অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ20 days ago

1000000604.jpg

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা অরিগ্যামি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি মূলত নতুন নতুন কিছু তৈরি করতে পছন্দ করি। বিশেষ করে আমি বিভিন্ন কিছু তৈরি করে আমার ঘর সাজাতে খুবই পছন্দ করি। আসলে রঙিন কাগজ কিংবা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতেও খুব ভালো লাগে। আমি মূলত চেষ্টা করি কাজগুলো সুন্দরভাবে করতে। মাঝেমধ্যে যখনই আমি সময় পাই তখনই কিছু বানাতে বসে পড়ি। আর আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি অরিগ্যামি পোস্ট নিয়ে আসলাম। আশা করবো আমার করা অরিগ্যামি আপনাদের সবার পছন্দ হবে।

উপকরণ

• টিস্যু পেপার
• কাঁচি
• গাম
• রঙিন কলম
• রঙিন কাগজ
• সুতা

1000000565.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি কয়েকটি টিস্যু পেপার নিয়ে,মাঝখানে ভাঁজ করে এক পাশ কেটে নিলাম।

1000000566.jpg

ধাপ - ২ :


এরপর কেটে রাখা টিস্যু পেপারগুলোর ভাঁজ খুলে নিলাম।

1000001975.jpg

ধাপ - ৩ :

এরপর রঙিন কলম দিয়ে টিস্যু পেপারগুলোর চারপাশে রং করে নিলাম।

1000001977.jpg

ধাপ - ৪ :


এরপর রং করে রাখা টিস্যু পেপারগুলো একটার উপর একটা রেখে সবগুলো বসিয়ে নিলাম।

1000001978.jpg

ধাপ - ৫ :


এরপর একপাশ থেকে উল্টে পাল্টে টিস্যু পেপারগুলো ভাজ করে নিলাম।

1000001979.jpg

1000000579.jpg

ধাপ - ৬ :


ভাঁজকরা টিস্যু পেপার গুলোর মাঝখান বরাবর সুতা পেঁচিয়ে নিলাম।

1000000580.jpg

ধাপ - ৭ :


এরপর সুতাটির শক্ত করে বেঁধে নিলাম।

1000000581.jpg

ধাপ - ৮ :


এরপর বেঁধে রাখা টিস্যু পেপারগুলোর এক পাশ ধরে পেপারগুলো একটি একটি করে ভাঁজ থেকে উঠিয়ে নিলাম।

1000000583.jpg

1000000584.jpg

ধাপ - ৯ :


এক পাশের পেপার ভাঁজ থেকে উঠানোর পর অন্য পাশের পেপারগুলোও উঠিয়ে নিলাম।

1000000585.jpg

ধাপ - ১০ :


এরপর একটি রঙিন কাগজ নিলাম।

1000000586.jpg

ধাপ - ১১ :


পেপারটি এককোনা ধরে পেঁচিয়ে গাম দিয়ে আটকিয়ে কাগজের কাঠি বানিয়ে নিলাম ।

1000001980.jpg

ধাপ - ১২ :


এরপর কাঠিটি তৈরি করে রাখা টিস্যু পেপারের ফুলটির উলটো দিকে সুতার ভিতর ঢুকিয়ে নিলাম।

1000000591.jpg

ধাপ - ১৩ :


এরপর আরেকটি রঙিন কাগজ নিয়ে দুটো পাতার আকৃতি করে কাঁচি দিয়ে কেটে নিলাম।

1000001981.jpg

ধাপ - ১৪ :


এরপর পাতা দুটি গাম দিয়ে কাঠির দুই পাশে লাগিয়ে দিলাম।

1000000595.jpg

ফাইনাল আউটপুট :


তৈরি হয়ে গেল , আমার তৈরি করা টিস্যু পেপার দিয়ে ফুলের অরিগ্যামি। সবশেষে আমি তৈরি করার টিস্যু পেপার দিয়ে ফুলের অরিগ্যামিটির কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।

1000000601.jpg

1000000603.jpg

আশা করবো আমার তৈরি করা এই অরিগ্যামিটি আপনাদের সবার ভালো লাগবে। পরবর্তীতে আবারও নতুন কিছু নিয়ে ফিরে আসবো।সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করি।
ধন্যবাদ সবাইকে।

আমার পরিচয়

IMG-20240330-WA0006.jpg

আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।

ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য

বাংলা আমার মুখের ভাষা

Logo-1.png

Banner.png

Sort:  
 20 days ago 

টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর একটি ফুলের অরিগামি তৈরি করেছেন । এই ধরনের কিছু তৈরি দেখতে অনেক ভালো লাগে । নিজের তৈরি করার মধ্যেও আলাদা একটা মজা রয়েছে। আমাদের কমিউনিটিতে এই ধরনের কাজে অনেকেই খুব দক্ষ। আপনার তৈরি খুবই সুন্দর ছিল । আমাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 20 days ago 

টিস্যু পেপার দিয়ে ফুলের অরিগ্যামি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের কাজগুলো করতে অনেক সময় লাগে। অনেক সাবধানতার সাথে এই কাজগুলো করতে হয়। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 20 days ago 

আপনি বিভিন্ন কিছু তৈরি ও ঘর সাজাতে পছন্দ করেন জানতে পেরে অনেক ভালো লাগলো। আসলে মেয়েরা যদি ঘর সাজাতে পছন্দ করে তাহলে সেই পরিবারটা অনেক গোছালো হয়। যাইহোক আজকে আপনার টিস্যু পেপার দিয়ে অসাধারণ এইটি ডাই পোস্ট তৈরি করেছেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

 20 days ago 

টিস্যু পেপার দিয়ে ফুলের অরিগামিটা অনেক সুন্দর হয়েছে আপু। আর সাদার সঙ্গে সবুজ রঙটা বেশ ভালো মানিয়েছে। অসংখ্য ধন্যবাদ টিস্যু পেপার দিয়ে সুন্দর একটি ফুলের অরিগামী তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 20 days ago 

আসলে মেয়েদের ঘর সাজানোর শখটা অনেক বেশি থাকে। মেয়েরা খুবই সুন্দর ভাবে ঘর সাজিয়ে রাখে। আপনারও এই ইচ্ছাটা রয়েছে, জানতে পেরে খুবই ভালো লাগলো। যাইহোক আপনি খুবই সুন্দর ভাবে টিস্যু পেপার দিয়ে ফুল তৈরি করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 20 days ago 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর লেখা গুলো পড়ে। যেহেতু আপনি নতুন কিছু তৈরি করে ঘর সাজাতে পছন্দ করেন। আমারও বেশ ভালো লাগে নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজিয়ে রাখলে। আপনি টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে ফুল তৈরি করলেন। সত্যিই আপু দেখে অনেক ভালো লাগলো। ধাপ গুলো আপনি বেশ সুন্দরভাবে উপস্থাপন করলেন ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 days ago 

টিস্যু পেপার দিয়ে ফুল তৈরি করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে ফুলের ডিজাইন টা আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 19 days ago 

টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি। আপনার চমৎকার এই ফুল তৈরি করা দেখে আমি মুগ্ধ হলাম। দারুনভাবে ফুল তৈরি করার কার্যক্রম আপনি সম্পন্ন করেছেন ধাপে ধাপে। অতিশয় চমৎকার ছিল আপনার এই ফুল তৈরি করা।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59585.77
ETH 3002.01
USDT 1.00
SBD 3.78