অনু-কবিতা :- ১০৭

in আমার বাংলা ব্লগ2 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17275882870906649148625905155231.jpg



সোর্স


আমাদের এই পৃথিবীটা একটা আশ্চর্য ধরনের জায়গা। যদি আমরা একা থাকতে চাই তখন কিন্তু আমরা একা থাকতে কখনো পারবো না। কেননা এই জীবনে একাকীত্ব বড় একটা যন্ত্রণা। এই জীবনে যারা একাকী জীবন কাটাতে চায় তাদের মতো অসুখী লোক আর একটি পৃথিবীতে নেই। আসলে মানুষ চায় তার জীবনে এমন একজন আসুক যে তার সারা জীবন পাশে থেকে যাবে এবং তার মনের সকল কথা শুনে চলবে। কিন্তু এমন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া বড়ই কঠিন। আসলে ভালোবাসা যদি প্রকৃত হয় সেখানে শুধুমাত্র সুখ বিরাজ করে। কিন্তু যেখানে কখনো ভালোবাসা না থাকে সেখানে কখনো শান্তি বিরাজ করতে পারেনা। আসলে প্রিয় মানুষটি যখন আমাদের ছেড়ে দূরে থাকে তখন আমাদের কষ্টের কোনো শেষ থাকে না। তাকে আমরা সব সময় কাছে পেতে চাই।


প্রিয় মানুষ আমাদের জীবনে না থাকলে একটা কথা। আসলে না থাকার কষ্টটা একরকম আর থেকেও যদি দূরে থাকে তাহলে সেই কষ্টটা আরেক ধরনের হয়ে থাকে। আসলে এই প্রিয় মানুষগুলো যখন আমাদের থেকে দূরে থাকে তখন তাদের স্মৃতিগুলো আমাদের সব সময় চোখের সামনে ভেসে থাকে। এছাড়াও তাদের কাছে পেতে আমাদের মনটা সব সময় চায়। কিন্তু তারা আর কখনো আমাদের জীবনে ফিরে আসবেনা। আসলে যেখানে ভালোবাসা থাকে সেখানে কিন্তু দুই একবার কোন ধরনের ভুল ত্রুটি হয়। আর এই ভুল ত্রুটি গুলো ভুলে গিয়ে আমরা যদি জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের মানুষগুলোকে নিয়ে তাহলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু যেখানে প্রকৃত ভালোবাসা নেই সেখানে ছোট ছোট ভুলের জন্য প্রিয় মানুষটি আমাদের ছেড়ে দূরে চলে যায়।


আসলে প্রিয় মানুষকে নিয়ে আমরা তখন শুধুমাত্র স্বপ্ন দেখা ছাড়া আর কোন কিছুই থাকে না। কেননা স্বপ্নের মাঝে আমাদের কাছে আসে এবং স্বপ্ন ভেঙ্গে গেলে সে আবার দূরে চলে যায়। আসলে মনে হয় যেন তাকে নিয়ে সারা জীবন স্বপ্ন দেখে যাই। আর এভাবে স্বপ্ন দেখতে দেখতে একদিনও আমরা চিরজীবনের মতো চলে যাবো এই পৃথিবী ছেড়ে। আসলে এই মানুষগুলোর মত কষ্ট আর এই পৃথিবীতে কেউ কখনো পায় না। কেননা এভাবে কষ্ট পাওয়ার থেকে মরে যাওয়া অনেক বেশি ভালো। আসলে এসব কথা বিবেচনা করে আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে আমাদের প্রিয় মানুষটির সাথে কোন ধরনের খারাপ ব্যবহার না করি এবং তাদের সাথে সব সময় ভালো সময় কাটানোর চেষ্টা করি। আসলে প্রিয় মানুষ থাকতে আমরা সবসময় প্রিয় মানুষকে ভালোবেসে যাব। কখনো কোন মুহূর্তের জন্য তাদেরকে কোন কষ্ট দেবো না।


✠ ০১ ✠


দিগন্ত পারে আমি চেয়ে থাকি,
পুনরায় তুমি আসো আবার যদি।
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো,
তোমার জন্য রাখবো হাজার বাজী।


এ জীবনে তোমায় ছাড়া ফাঁকা লাগে,
তুমি এলে শূন্যতা পূরণ হবে।
আর কতকাল একা পড়ে রবো,
একা একা ভালো আর না লাগে।


সবার মত সুখী হতে চাই আমি,
সুখ নিয়ে এসো আমার জীবনে তুমি।
কি এমন দোষ করেছিলাম আমি,
এক মুহূর্তের জন্য বলনি কেন তুমি।


✠ ০২ ✠


জ্যোৎস্নার আলোতে তোমায় নিয়ে আমি,
পালিয়ে যাব আমরা বহুদূরে।
জনজীবন থেকে বের হয়ে গিয়ে,
থাকবো একা আমরা দুজনে।


ছোট্ট একটা কুঁড়েঘরে থাকবো আমরা,
জেগে জেগে দেখব তারার মেলা।
শুধু তুমি আর আমি থাকবো একা,
জীবনে পাবো আমরা সুখের দেখা।


হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল আমার,
পাশে দেখি তুমি আর নেই।
পুনরায় ঘুমানোর চেষ্টা করে,
দেখবো তোমায় আবার স্বপ্নের মাঝে।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 months ago (edited)

দাদা প্রিয় মানুষকে ঘিরে আপনার লেখা স্বরচিত অনু কবিতা দুটি পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে কবিতার লাইন গুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

অনু কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি পড়তেও খুব ভালো লাগে।দাদা আপনার স্বরচিত অনু কবিতা দুটো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ লিখেছেন দাদা প্রতিটি কবিতার লাইন মুগ্ধ করার মত ছিল। ধন্যবাদ দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আজকে আপনি আবারো আমাদের মাঝে অনেক সুন্দরভাবে অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা এই কবিতাগুলো আবৃত্তি করে বেশ ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন আপনি। আবৃত্তি করলে যার মন ভরে যায়।

 2 months ago 

ছোট ছোট কবিতা গুলা পড়তে বেশ ভালো লাগে। ছোট কিছুর ভেতরই একটা পরিপূর্ণ স্বাদ পাওয়া যায়। আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই বেশ সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।